চতুর্থ শ্রেণির পরিবেশ বিদ্যা বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-1 Free PDF
আজকে থাকছে চতুর্থ শ্রেণির পরিবেশ বিদ্যা বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Class-4 এর পরিবেশ বিদ্যা বই এর Gist নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আপনি যদি প্রাথমিক টেট প্রার্থী হন তাহলে আপনাকে আজকের পর্বটি খুবই সাহায্য করবে প্রস্তুতি নিতে।
কিকি থাকছে আজকের পর্বে? গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমাধান, সম্পূর্ন বই এর জিস্ট, 2015 প্রাথমিক টেটে 8টি এবং 2017 প্রাথমিক টেটে 5টি প্রশ্ন এখান থেকেই এসেছিল।
চতুর্থ শ্রেণির পরিবেশ বিদ্যা বই Gist Part-1
1. ডোডো পাখি কোথায় দেখা যায়?
উঃ ভারত মহাসাগরের একটি দ্বীপ মরিশাসে দেখা যায়
2. পরিবেশ থেকে বিলুপ্তির পথে রয়েছে এমন একটি জীব এর নাম কী?
উঃ সোনাব্যাঙ, চড়ুই পাখি, শকুন, প্রভৃতি
3. ল্যাদোস কি?
উঃ ল্যাদোস হল এক প্রজাতির মাছ।
4. কোন্ ধাতু কে পেটালে “টং টং” শব্দ হয়?
উঃ তামা, লোহা, কাঁসা প্রভৃতি।
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ | ক্লিক করুণ |
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ | ক্লিক করুণ |
5. আরাবারি প্লকল্পের প্রধান গাছ কি?
উঃ শাল গাছ
6. আরাবারি জঙ্গল যৌথ বনব্যবস্থার জনক কে?
উঃ ডঃ অজিত কুমার বন্ধ্যোপাধ্যায়
7. চিপকো আন্দোলনের নেতার নাম কি?
উঃ সুন্দরলাল বহুগুনা
8. সাঁতার কাটার সুবিধার জন্য কাদের পায়ের আঙুলগুলি জোড়া হয়?
উঃ হাঁসের
9. মুফলং পাহাড় কোথায় দেখা যায়? এবং এখানে কোন গাছের জঙ্গল দেখা যায়?
উঃ মুফলং পাহাড় মেঘালয়ে দেখা যায় এবং এখানে ‘কুর্জি’ গাছের জঙ্গল রয়েছে।
10. যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতির নাম কি?
উঃ DOTS
11. যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য কোন্ টিকা দেওয়া হয়?
উঃ বিসিজি
12. লিগামেন্ট কি এবং এটি কোথায় অবস্থিত?
উঃ লিগামেন্ট হল এক প্রকার দড়ির মত দেখতে একটি জিনিস, যা মানব দেহের হাড়গুলির অস্থিসন্ধিতে থাকে
13. বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারে কোন্ প্রাণী?
উঃ পিঁপড়ে
14. পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ জলাভূমির নাম।
উঃ হাওড়ার সাঁতরাগাছি ঝিল, পুরুলিয়ার সাহেব বাঁধ, পূর্ব কলকাতার জলাভূমি, কোচবিহারের রসিক ঝিল প্রভৃতি।
15. শুকুনের সংরক্ষণের জন্য কবে আইন আনা হয়?
উঃ 2006 সালের মার্চ মাসে।
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
16. শুকুন পুনর্বাসন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ হরিয়ানার পিঞ্জোর এবং পশ্চিমবঙ্গের উত্তরাংশে রাজাভাত খাওয়া তে অবস্থিত।
17. মেছোবিড়ালের আর এক নাম কি?
উঃ বাঘরোল বা বন্য বিড়াল
18. শুশুক দেখা যায় কোথায়?
উঃ গঙ্গা নদী ও ব্রম্ভ্রপুত্র নদে দেখা যায়
19. যারা লোহার জিনিস পত্র তৈরি করে তাদের কি বলে?
উঃ কর্মকার
20. জলদাপাড়ার মধ্য দিয়ে কোন্ নদী প্রবাহিত হয়েছে?
উঃ হলং নদী
21. নখের মাঝখানে চামচের মত ফেটে গেলে কি নির্দেশ করে?
উঃ মানবদেহে রক্তাল্পতা
22. গঙ্গা নদীর সাথে দামোদর যে স্থানে মিলিত হয়েছে সেই স্থানের নাম কি?
উঃ হুগলী নদী
23. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপের নাম কি?
উঃ রূপনারায়ন
24. দামোদরের উপনদীর নাম কি?
উঃ মুন্ডেশ্বরী নদী
25. কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপের নাম কি?
উঃ হলদি নদী
26. কয়েকটি বিলুপ্তি প্রজাতি প্রাণীর নাম কি?
উঃ গ্যালাপগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ , হিমালয়ের বামন তিতি,
27. বিলুপ্তপ্রায় প্রাণীর নাম গুলি কি কি?
উঃ কৃষ্ণসার হরিণ, এক শৃঙ্গ গণ্ডার, রয়েল বেঙ্গল টাইগার, অলিভ রিডল কচ্ছপ প্রভৃতি।
28. জিওল গাছ থেকে কি পাওয়া যায়?
উঃ আঠা
29. কোন্ প্রাণীর শিরিদাঁড়া থাকার পরেও নিজেদের গুটিয়ে রাখতে পারে?
উঃ সাপ
30. টোটো উপজাতি কোথায় দেখা যায়?
উঃ ভূটানের নিকট আলিপুরদুয়ারে দেখা যায়।
31. মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোন্টি?
উঃ মাড়ির বাইরের দিকে থাকা দাঁতের অংশটা
32. শীতকালে জামাকাপর তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন?
উঃ বায়ুতে জলীয় বাষ্প কম থাকার জন্য।
33. এশিয়াটিক সিংহ কোথায় পাওয়া যায়?
উঃ গুজরাটের গির অরন্যে
34. মুগা রেশম মথ কোথায় পাওয়া যায়?
উঃ আসামে
35. পূর্ব কলকাতা জলাভূমির সাথে কোন্ নদীটির নাম জড়িয়ে রয়েছে?
উঃ বিদ্যাধারী নদী
36. বনমহোৎসব বা অরণ্য সপ্তাহ পালন করা হয় কবে?
উঃ 1st July to 7th July
37. অরন্য দিবস পালন করা হয় কবে?
উঃ 21 মার্চ
38. শিশুদের কত মাস পর দাঁত বের হতে থাকে?
উঃ ছয় মাস পর
39. ছয় থেকে বারো বছর পর্যন্ত যে দাঁত থাকে তাদের কি বলে?
উঃ দুধ দাঁত
40. দাঁত ও মারি সুস্থ রাখার জন্য কি খাওয়া উচিৎ?
টক জাতীয় খাওয়ার
41. “মাঠে মাঠে সোনালি ধান, চাষির মুখে আনন্দের গান”- কোন্ ঋতুকে বোঝানো হয়েছে?
উঃ হেমন্ত ঋতু
42. “আকাশ জুরে ছড়ানো মেঘ পেঁজা তুলোর ভেল”- কোন্ ঋতুকে বোঝানো হয়েছে?
উঃ শরৎ ঋতু
43. “দারুন অগ্নিবানেরে”- কোন্ ঋতুকে বোঝানো হয়েছে?
উঃ গ্রীষ্ম ঋতু
44. “নীল নবঘণে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে”।– কোন্ ঋতুকে বুঝিয়েছে?
উঃ বর্ষা ঋতু
45. কোন্ ভারতীয় প্রথম চাঁদে পা রাখে?
উঃ রাকেশ শর্মা
46. ভাদু গান কোথায় গাওয়া হয়?
উঃ বীরভুমে ভাদু পুজার সময় ভাদু গান গাওয়া হয়।
47. খাসিয়া উপজাতিদের পরিবারের প্রধান ব্যক্তি কে?
উঃ মা
48. বেথুয়া কি?
উঃ এক ধরণের শাক
49. বিষ্ণই সম্প্রদায় কোথায় বসবাস করে?
উঃ রাজস্থানে
50. বিষ্ণই আন্দোলন কবে হয়েছিল?
উঃ 1730 সালে
চতুর্থ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
পঞ্চম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
সপ্তম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF
Nice