পঞ্চম শ্রেণির পরিবেশ বই এর Gist পর্ব-1 | প্রাথমিক টেটের জন্য Free PDF

পোস্টটি শেয়ার করুন
3.8/5 - (5 votes)

আজকে থাকছে পঞ্চম শ্রেণির পরিবেশ বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Class-5 এর পরিবেশ বিদ্যা বই এর Gist নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আপনি যদি প্রাথমিক টেট প্রার্থী হন তাহলে আপনাকে আজকের পর্বটি খুবই সাহায্য করবে প্রস্তুতি নিতে।

Primary TET -এ প্রতিবারের পরিবেশ বিদ্যা বিভাগে পঞ্চম শ্রেণির আমার পরিবেশ বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসে থাকে। তাই প্রাথমিক টেটে সঠিক ভাবে প্রস্তুতির জন্য পঞ্চম শ্রেণির পরিবেশ বই এর Gist (Class 5 Environment Book Gist for Primary TET) আকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি আলোচনা করা হয়েছে। আজ প্রথম পর্ব। ধারাবাহিক ভাবে আরও বিভিন্ন প্রশ্ন সংকলণ নিয়ে আলোচনা চলবে। অবশ্যই নজরে রাখবেন প্রতিনিয়ত।

চতুর্থ শ্রেণির পরিবেশ বই GISTClick Here
পঞ্চম শ্রেণির পরিবেশ বই GISTClick Here
ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই GISTClick Here
সপ্তম শ্রেণির পরিবেশ বই GISTClick Here

পঞ্চম শ্রেণির পরিবেশ বই এর Gist

1. বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালিত হয় কবে?

উঃ 15 জুন

Join us on Telegram

2. পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত?

উঃ চার লক্ষ কিমি

3. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে একথা প্রমাণ করেন কে?

উঃ গ্যালিলিও

4. সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ত্বকের ক্যানসারকে আটকায় কে?

উঃ ম্যালানিন

5. দুটি অস্থি ও হাড়ের জোড় কে কি বলে?

উঃ অস্থিসন্ধি

6. BCG এর পুরো অর্থ কি?

উঃ Bacillus Calmatte Guerin

7. থুথু থেকে কোন রোগের জীবাণু ছড়ায়?

উঃ যক্ষা

8. 1994 সালে বৃহস্পতি গ্রহের উপর কোন ধুমকেতু আছড়ে পরেছিল?

উঃ শুমেকার লেভি

9. চন্দ্রগ্রহণ কখন হয়?

উঃ পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝে আসে তখন।

10. ইনফ্লুয়েঞ্জা এর বাহকের নাম কী?

উঃ বায়ুবাহিত

প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ক্লিক করুন
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ক্লিক করুন
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ক্লিক করুণ
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ক্লিক করুণ
Primary TET Practice SET PDF List

11. মাটির একটি অস্বাভাবিক বা ক্ষতিকারক উপাদানের নাম কী?

উঃ পলিথিন

12. রসিক বিল জলাশয় কোন জেলায় অবস্থিত?

উঃ কোচবিহারে

13. রক্ত আমাশা সারাতে ব্যবহার হয় কোন পাতার রস?

উঃ আমরুল পাতার রস।

14. খাবারের যে অংশটি হজম হয়না সেটি কিছুক্ষনের জন্য কোথায় সঞ্চয় থাকে?

উঃ মলাশয়ে

15. একটি গুরুত্বপূর্ণ জৈব সারের নাম কি?

উঃ কম্পোজিট সার

16. মালতা, বিদ্যাধারী, রায়মঙ্গল এগুলি কোন অঞ্চলের নদী

উঃ সুন্দরবন অঞ্চলের

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

17. একটি অর্থকরি পোকার নাম কি?

উঃ মৌমাছি

18. বোরো ধান চাষ করা হয় কোন ঋতুতে?

উঃ শীত ঋতুতে

19. চিরাচরিত শক্তির প্রধান উৎস কী?

উঃ সূর্য

20. মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবহান কত?

উঃ ১২ ঘন্টা ২৬ মিনিট

21. বায়ুকে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমানে থাকে?

উঃ নাইট্রোজেন গ্যাস

22. একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রানীর নাম কী?

উঃ প্রবাল

23. দশ শতাংশ সূত্র আবিষ্কার করেন কে?

উঃ লিণ্ডেম্যান

24. একসময় মানুষ জল বহন করার জন্য কি ব্যবহার করতো?

উঃ চামরার তৈরি ব্যাগ

25. মানব শরীরের বর্মের নাম কি?

উঃ চামরা বা ত্বক

26. চামরা বা ত্বকের কয়টি স্তর?

উঃ দুইটি

27. মানব শরীরের চামরার উপরের স্তরে কি থাকে?

উঃ জল জাতীয় পদার্থ থাকে।

28. চামরার রঙ কালো হওয়ার কারন কি?

উঃ মেলালিন এর অবস্থান

29. ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়?

উঃ ভিটামিন -ডি

30. গন্ডারের খড়ক আসলে কি?

উঃ জমাটবাঁধা চুল।

31. মানব দেহের কোন অংশ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে?

উঃ কান

32. স্টেথোস্কোপ কে আবিস্কার করেছেন?

উঃ রেনে লিনেক ১৮১৬ খ্রিস্টাব্দ।

33. পাহাড়ে অনেক ছোটো ছোটো ঝর্না থাকে। তাদের কি বলে?

উঃ ঝোরা।

34. মাছের ঘা সারাতে কি ব্যবহার করা হয়?

উঃ পটাশিয়াম পারম্যাঙ্গানাইট

35. জলদাপাড়া জঙ্গলে বড়ো বড়ো কালো গরুর মত জন্তু রয়েছে, তাদের নাম কি?

উঃ গৌর। একে আবার ভারতীয় বাইসন ও বলা হয়।

36. অমেরুদণ্ডী প্রানী কারা?

উঃ শামুক, কেঁচো, প্রজাপতি, চিংড়ি প্রভৃতি।

37. চিংড়িকে কি মাছ বলা যায়?

উঃ না। চিংড়ির কাঁটা নেই। চিংড়ি একপ্রকার পোকা।

38. রবীন্দ্রনাথের বিখ্যাত গান “সোনার বাংলা” রচিত করেছিলেন কি দেখে?

উঃ তিনি এই গানটি লিখেছিলেন মূলত কলকাতা থেকে শিলাইদহ অঞ্চল পরিদর্শন করে।

39. “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গানটি রবীন্দ্রনাথ কবে রচনা করেছিলেন?

উঃ ১৯০৫ সালে। বঙ্গভঙ্গের সময়।

40. ভারতীয় সুন্দরবনে কয়টি দ্বীপ রয়েছে?

উঃ ১০২টি

42. ভারতীয় সুন্দরবনে ১০২টি দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে কয়টিতে?

উঃ ৫৪টি

43. সুন্দরবনের গুরুত্বপূর্ণ গাছের নাম কী কী?

উঃ সুন্দরি, গরান, গেঁয়ো, গোলপাতা প্রভৃতি।

44. মুর্শিদাবাদের দক্ষিণ অংশকে কি বলা হয়?

উঃ দক্ষিণ বঙ্গ

45. বক্সা-জয়ন্তি পাহাড় কোথায় অবস্থিত?

উঃ আলিপুর জেলায় অবস্থিত।

46. মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উঃ দাওহিল নামক স্থান থেকে।

47. ফজলি আম চাষ বেশি হয় কোন জেলায়?

উঃ মালদা জেলা।

48. কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত?

উঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত।

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

49. কোন কয়লাকে উন্নতমানের কয়লা বলে?

উঃ যে কয়লাতে কার্বনের পরিমান বেশি থাকে।

50. ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ ভুটানের কাছে কালিংপন জেলায় ঝালং নামক স্থানে অবস্থিত।

চতুর্থ শ্রেণির পরিবেশ বই GISTClick Here
পঞ্চম শ্রেণির পরিবেশ বই GISTClick Here
ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই GISTClick Here
সপ্তম শ্রেণির পরিবেশ বই GISTClick Here

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!