ভারতের ২৯টি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নামের তালিকা

পোস্টটি শেয়ার করুন
Rate this post

ভারতের ২৯টি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নামের তালিকা

আমরা বিগত পোস্টগুলিতে জেনেছি ভারতের বর্তমান মুখ্যমন্ত্রীদের নামের তালিকা। আমরা আপনাদের সম্পূর্ণ একটি তালিকার মাধ্যমে ভারতের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজ্যপালের নামের তালিকা জানিয়েছি। আজকে আমরা জানবো স্বাধিনতার পর ভারতের সকল রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীদের নামের তালিকা। এই তালিকাতে ভারতের ২৯টি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নামের তালিকা রয়েছে।যেগুলি সকল সরকারি চাকরির পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমাদের ফেসবুক পেজ লাইক করুণ এখানে ক্লিক করে

ক্রমিক নম্বররাজ্যের নামমুখ্যমন্ত্রীর নাম
১.তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? কে চন্দ্রশেখর রাও
২.অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?প্রেমখান্ডু তুঙ্গন
৩.অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? নিলম সঞ্জীব রেড্ডি
৪.বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?কৃষ্ণ সিং
৫.আসামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?গোপীনাথ বরদোলৈ
৬.ছত্রিশগড় এর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? অজিত যোগী
৭.গোয়ার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?দয়ানন্দ শ্রী বন্দোদকর
৮.গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?জে এন মেহতা
৯.হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?ওয়াই এস পরমার
১০.হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? বি ডি শর্মা
১১.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?প্রফুল্লচন্দ্র ঘোষ
১২.উত্তরাখন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?নিত্যানন্দ স্বামী
১৩.ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?বাবুলাল মারান্ডি
১৪.কর্ণাটকের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?কে সি রেড্ডি
১৫.মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?বরিশংকর শুক্লা
১৬.কেরালার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? ই এম এস নাম্বুদিরিপাদ
১৭.মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?ওয়াই চহ্বান
১৮.মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?মাইরেম্বাম কোইরেঙ্গসিং
১৯.মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? সি চুঙ্গা
২০.মেঘালয়ের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?ডাব্ল্যু এ সাংমা
২১.নাগাল্যান্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?পি সিলুয়াও
২২.ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? শচীন্দ্রলাল সিং
২৩.ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?কৃষ্ণচন্দ্র গজপতি
২৪.উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?গোবিন্দবল্লভ পন্থ
২৫.পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? জি সি ভারগব
২৬.রাজস্থানের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?এইচ এল শাস্ত্রী
২৭. সিকিমের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?কে এল দর্জি
২৮.তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?সি এন আন্নাদুরাই
২৯.জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? জি এম সাদিক

স্টুডেন্টস কেয়ার (www.studentscaring.com) আপনাদের যে সকল পরিষেবা প্রদান করে থাকে সেগুলি এক নজরে-

১. রেলের ১৫টির অধিক MCQ প্রশ্ন উত্তরের সেট

Join us on Telegram

২. প্রাথমিক টেটের মক টেস্ট সহ প্রচুর তথ্য

৩. বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

৪. সাধারণ জ্ঞানের ভান্ডার

৫. WBCS পরীক্ষা প্রস্তুতি

৬. অনলাইন রেল গ্রুপ ডি মক টেস্ট

৭. অনলাইন প্রাথমিক টেট মক টেস্ট

৮. অনলাইন UGC NET মক টেস্ট

৯. অনলাইন WBCS মক টেস্ট

১০. জানা অজানা তথ্য জানার জন্য আমাদের প্রকাশিত প্রবন্ধ পড়ুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!