Daily Bengali Current Affairs || দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জানুয়ারি ২০২২
Daily Bengali Current Affairs
Daily Bengali Current Affairs : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ ৯ জানুয়ারি ২০২২ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।
Click here: Daily Bengali Current Affairs
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি সাক্ষাৎকারে পৌরহিত্য করেন । প্রসঙ্গতঃ এদিন সকল 8 টা পর্যন্ত ভারতে নতুন করোনা রোগীর সংখ্যা দাঁড়ায় 1,59,632 তে, যা গত 224 দিনে সর্বাধিক এবং সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়ায় 5,90,611 তে, যা গত 197 দিনে সর্বাধিক ।
-
প্রধানমন্ত্রী জন ধন যোজনার অন্তর্গত ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ রাশি 1.5 লাখ কোটি ছড়িয়ে গেল বলে জানাল অর্থ দপ্তর । প্রসঙ্গতঃ 2014 সালের 15 ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণের সময় Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) এর কথা উল্লেখ করেন ।
-
Tripura Tea Development Corporation এবং Tripura Natural Gass Corporation Limited এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হল । এই চুক্তি অনুযায়ী TTDC এর দুটি চা প্রস্তুতকারক ইউনিট চালানোর প্রয়োজনীয় গ্যাস জ্বালানির সরবরাহ করবে TNGCL নামক সরবরাহকারী সংস্থা । TTDC এর প্রধান সন্তোষ সাহা এদিন জানায় নিত্যনৈমিত্তিকভাবে কয়লার যোগানের সঙ্কটের জন্যই তাদের এই সিদ্ধান্ত ।
-
ভারতের প্রথম Indigenous Aircraft Carrier (IAC) তথা ভারতে নির্মিত প্রথম বৃহত্তম যুদ্ধ জাহাজ বিক্রান্ত (Vikrant) কে চতুর্থ পর্যায়ের পরীক্ষণের জন্য সমুদ্রে নামানো হল । প্রসঙ্গতঃ 2004 সালে সরকারের অনুমতি পাওয়ার পর 2009 সালের 28 শে ফেব্রুয়ারি থেকে এর নির্মাণ কাজ আরম্ভ হয় এবং 2013 সালের 12 ই আগস্ট উন্মোচন করা হয় । বর্তমানে এটি পরীক্ষণ পর্যায়ে রয়েছে ।
-
Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) 10-16 ই জানুয়ারি এর মধ্যে প্রথম Startup India Innovation Week আয়োজন করবে বলে এদিন জানায় DPIIT এর সেক্রেটারি অনুরাগ জৈন । ভিডিও কনফারেন্স এর মাধ্যমে Startup India Innovation Week এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।
-
Reserve Bank of India (RBI) এর প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল বেজিংয়ে অবস্থিত বহুদেশীয় উন্নয়ন ব্যাংক Asian Infrastructure Investment Bank (AIIB) এর সহ-অধিকর্তা (Vice-Precedent) এর পদে নিযুক্ত হলেন । তিনি ডি. জগদীশ পান্ডে (D. Jagatheesa Pandian) এর স্থলাভিষিক্ত হলেন, যিনি গুজরাট সরকারের প্রাক্তন চিফ সেক্রেটারি এবং 2016 সাল থেকে AIIB এর সহ-অধিকর্তা হিসাবে ছিলেন । প্রসঙ্গতঃ AIIB এর প্রতিষ্ঠা হয় 2016 সালের 16 ই জানুয়ারি ।
-
স্পেন কে হারিয়ে Association of Tennis Professionals (ATP) Cup-2022 টেনিস প্রতিযোগিতা জয় করলো কানাডা । এই প্রতিযোগিতা আরম্ভ হয় 1 লা জানুয়ারি । 16 টি দল এতে অংশগ্রহণ করে । 9 ই জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে ফাইনাল খেলায় 2-0 তে জয়লাভ করে কানাডা ।
-
পশ্চিমবঙ্গে এক লাফে কোভিড সংক্রমণ 24 হাজার পরে গেল । রবিবার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 24 হাজার 287 জন করোনা আক্রান্ত হয়েছেন । গত 24 ঘণ্টায় এ রাজ্যে পজিটিভিটি রেট 33.89 শতাংশ।
♥ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স সহ আজকের দিনের বিস্তারিত তথ্য PDF আকারে পাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুণ এবং সংগ্রহ করুণ
সূচীপত্র :
- 1-8 জানুয়ারির প্রতিদিনের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা এবং তার তথ্যভিত্তিক বিশ্লেষণ
-
নির্দিষ্ট দিনে অতীতে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা ও তার বিশদ তথ্য ।
-
বিভিন্ন ফোবিয়া সম্পর্কে বিশদ তথ্য ।
সংগ্রহ লিঙ্ক : https://imojo.in/1I4tyYf
Pingback: দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জানুয়ারি ২০২২ ।। Daily Bengali Current Affairs
Pingback: Current Affairs in Bengali || কারেন্ট অ্যাফেয়ার্স 11 জানুয়ারি 2022
Pingback: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 12 জানুয়ারি 2022 | Current Affairs in Bengali
Pingback: 13 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali
Pingback: 14 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali
Pingback: 15 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali
Pingback: 16 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali PDF
Pingback: 17 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF | Current Affairs in Bengali PDF
Pingback: 18 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF | Current Affairs in Bengali PDF