15 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali
15 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স
15 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ 15 জানুয়ারি 2022 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।
Click here: Daily Bengali Current Affairs
১. 15 ই জানুয়ারি দিল্লীতে পালিত হল 74 তম আর্মি দিবস । আর্মি দিবস উপলক্ষ্যে এদিন সেনা প্রধান General MM Naravane, বায়ু সেনা প্রধান Air Chief Marshal VR Chaudhari এবং নৌসেনা প্রধান Admiral R Hari Kumar দিল্লীর National War Memorial এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন । আর্মি দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনাকে National Institute of Fashion Technology এর নকশা করা ডিজিটাল যুদ্ধের উপযোগী নতুন পোশাকে দেখা গেল ।
২. 2022 সালের 15 ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 ই জানুয়ারিকে জাতীয় স্টার্টআপ দিবস ঘোষিত ঘোষণা করলেন । Department for Promotion of Industry and Internal Trade দ্বারা আয়োজিত Startup India Innovation Week অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন ।
৩. প্রজাতন্ত্র দিবসের সূচনা হবে নেতাজীর জন্মদিন 23 শে জানুয়ারি থেকে, ভারত সরকারের তরফ থেকে জানানো হল 15 ই জানুয়ারি । ভারতের পরক্রমী স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে প্রজাতন্ত্র দিবসের উৎসবে সংযুক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ । এতদিন প্রজাতন্ত্র দিবসের সূচনা হত 24 শে জানুয়ারি ।
#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January
************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল
▶️ এটি একটি Digital Version CA with GK Magazine
▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।
PDF এর বিষয়বস্তু
👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।
👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।
👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।
👉🏿 সংগ্রহ লিঙ্ক : Bengali current affairs Download PDF
Monthly Membership Link : মাসিক সদস্যপদ গ্রহণ করুণ
বিশদে জানতে : 8640890159
৪. বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা প্রদর্শন করা হল রাজস্থানে । 74 তম সেনা দিবস উপলক্ষে রাজস্থানের লঙ্গেওয়ালায় ভারত-পাকিস্তানের সীমান্তে বিশ্বের সবচেয়ে বড়ো পতাকা প্রদর্শিত হল । খাদির তৈরী এই পতাকাটি মনুমেন্টাল ন্যাশনাল ফ্ল্যাগ নামে পরিচিত ।
৫. 25 বছর পর দেখা মিলল Mount Victoria Babax পাখির । 1997 সালের পর এদিন মিজোরামের Phawngpui (Blue Mountain) National Park এ এই পাখি দেখা যায় । পাখিটি মায়ানমারের সীমান্তবর্তী চীনের Nat Ma Taung নামক পর্বতে দেখা যেতো । 1953 সালে আমেরিকান প্রাণীবিদ Walter Norman Koelz ফাউংপুই এ অর্থাৎ ভারতের ভূমিভাগে প্রথম এই পাখির সন্ধান পান ।
৬. 15 ই জানুয়ারি কানাডায় গঠিত হল Canadian Hindu Chamber of Commerce (CHCC) । ভারত সহ প্রতিবেশী দেশের হিন্দু ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন গঠিত হল । কানাডায় অবস্থিত হিন্দু ব্যবসায়ীদের সমন্বিত ও কার্যকর প্রতিনিধিত্বের জন্য এই সংগঠন বলেই সংগঠকদের অভিমত ।
৭. ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি । দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফ্রিডম টেস্টে হারের 20 ঘন্টার মাথায় টুইট করে জানালেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক বিরাট কোহলি । ভারতের হয়ে তিনি টেস্ট দলের অধিনায়ক হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেন 2014 সালের ডিসেম্বরে, এর পর তিনি 68 টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে 40 টি ম্যাচে জয় (ঘরের মাঠে 24 টি ও বাইরের মাঠে 16 টি) লাভ করেন ।
৮. জেগে উঠল টোঙ্গা-হুঙ্গা হাপাই । টোঙ্গা এর রাজধানী নুকু’আলোফা (Nuku’alofa) থেকে 65 কিঃমিঃ দূরে অবস্থিত জলমগ্ন আগ্নেয়গিরি টোঙ্গা-হুঙ্গা হাপাই থেকে অগ্ন্যুৎপাত আরম্ভ হল শুক্রবার । এর ফলে এই দ্বীপ রাষ্ট্র 1.2 মিটার উঁচু সুনামীর সম্মুখীন হতে পারে বলে Australia’s Bureau of Meteorology এর আশঙ্কা ।
৯. পশ্চিমবঙ্গের 4 পৌরসভা নির্বাচনের দিনক্ষণ পরিবর্তন করল রাজ্য নির্বাচন কমিশন । এদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন তিন সপ্তাহ ভোট প্রক্রিয়া পিছিয়ে দিয়ে নতুন দিন স্থির করা হয় 12 ই ফেব্রুয়ারি । 12 ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরসভায় ভোট গ্রহণ হবে যা 15 ই জানুয়ারি হবার কথা ছিল ।
#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January
************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল
▶️ এটি একটি Digital Version CA with GK Magazine
▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।
PDF এর বিষয়বস্তু
👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।
👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।
👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।
👉🏿 সংগ্রহ লিঙ্ক : Bengali current affairs Download PDF
Monthly Membership Link : মাসিক সদস্যপদ গ্রহণ করুণ
বিশদে জানতে : 8640890159