17 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF | Current Affairs in Bengali PDF
17 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF
17 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ 17 জানুয়ারি 2022 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।
Click here: Daily Bengali Current Affairs
১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাল্লিওল কলেজের নব নির্মীয়মাণ ভবন Block C1 এর নামকরণ করা হল ভারতীয় বিজ্ঞানী ডঃ লক্ষ্মণ স্বরূপ (Lakshman Sarup) নামে ।
২. রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ভারতের কত্থক নৃত্য জগতের তারকা পণ্ডিত বিরজু মহারাজ । মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর । তিনি ব্রিটিশ শাসনকালে বর্তমান ভারতের উত্তর প্রদেশের হাণ্ডিয়াতে 1938 সালের 4 ঠা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । তাঁর আসল নাম পণ্ডিত বৃজমোহন মিশ্র।
৩. পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠে আবুধাবি । প্রথম বিস্ফোরণটি ঘটে আবুধাবির Etihad Airways তে এবং দ্বিতীয়টি মুশাফফা এলাকায় অবস্থিত Abu Dhabi National Oil Co. এর পেট্রোল ডিপোর নিকট । এই বিস্ফোরণে 2 জন ভারতীয় এবং একজন পাকিস্তানির মৃত্যু হয়েছে ।
#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January
************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল
▶️ এটি একটি Digital Version CA with GK Magazine
▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।
PDF এর বিষয়বস্তু
👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।
👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।
👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।
বিশদে জানতে : 8640890159
৪. ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই Drugs Controller General of India
(DCGI) এর Subject Expert Committee (SEC) ভারতের প্রথম messenger RNA (mRNA) ভ্যাকসিন HGCO19 ট্রায়ালের কথা ঘোষণা করল । এই টীকা উদ্ভাবন করছে পুণে তে অবস্থিত Gennova Biopharmaceuticals Limited ।
৫. আগামি মার্চ থেকে 12-14 বছরের শিশুদের টীকাকরণ আরম্ভ হবে বলে জানাল National Technical Advisory Group on Immunisation in India (NTAGI) । Covid-19 working group of NTAGI এর অধিকর্তা Dr NK Arora জানায় 15-18 বছরের শিশুদের টীকাকরণ শেষ হলেই মার্চ থেকে পরবর্তী কর্মসূচী আরম্ভ হবে ।
৬. গঠিত হল Chandigarh Welfare Trust নামক NGO সংস্থা । সংস্থাটি UN Sustainable Development Goals (SDGs) এর মাধ্যমে চণ্ডিগড় শহরের উন্নয়নের কাজ করবে । Chandigarh University chancellor S Satnam Singh Sandhu এদিন এই সংস্থার উদ্বোধন করেন । প্রসঙ্গতঃ চণ্ডিগড় হল ভারতের প্রথম পরিকল্পিত শহর যেটির নকশা করেন সুইস-ফ্রান্স স্থপতি Le Corbusier । শহরটি একাধারে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী এবং ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল ।
৭. দিল্লীকে দূষণমুক্ত রাখতে দিল্লীতে সূচনা হল ইলেকট্রিক বাসের । এদিন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল Delhi Transport Corporation (DTC) এর প্রথম ই-বাস এর উদ্বোধন করেন ইন্দ্রপ্রস্থ ডিপোতে । আগামি দিনে 2000 টি এই ধরনের বাস চালানো হবে বলে জানান কেজরিওয়াল । এপ্রিল থেকে 300 বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January
************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল
▶️ এটি একটি Digital Version CA with GK Magazine
▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।
PDF এর বিষয়বস্তু
👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।
👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।
👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।
বিশদে জানতে : 8640890159
so helpful