জানুয়ারি (২০১৮) মাসের সাম্প্রতিক ঘটনাবলী || শেষ পর্ব
প্রথম পর্বের পরে…………
সকলকে নমস্কার জানাই। সকলে নিশ্চই ভালো আছেন। স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। সামনের আমাদের সকলের অনেকগুলি সরকারি চাকরীর পরীক্ষা রয়েছে। তাই নিখুত ভাবে প্রস্তুতির জন্য চাই প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনাসমূহের জ্ঞান। আর সেই জন্যই আমরা এই বিভাগ শুরু করেছি যাতে আপনাদের কিছুটা সাহায্য করতে পারি। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব দেওয়া হল। পরবর্তী পর্বগুলি দেখার জন্য আমাদের সাইটে নজর রাখুন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।
প্রথম পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
- ১৮৮৯ সালের ১৫ই জানুয়ারি পেম্বারটন মেডিসিন কোম্পানি নামে যে সংস্থার পথচলা শুরু হয়েছিল সেটিই এখন বিশ্বের অন্যতম বহুজাতিক সংস্থা কোকা-কোলা। উল্লেখ্য যে, বিশ্বের সর্বাধিক পরিচিত শব্দ হিসেবে ‘ওকে’-র পরেই স্থান ‘কোকা-কোলা’র।
- তেল উৎপাদনকারী দেশ হিসেবে ইরাককে পিছনে ফেলে ওপেকের (OPEC) এক নম্বর স্থানে কাজাখস্তান।
- পথ দুর্ঘটনায় নিহত হলেন এশিয়াডে পদকজয়ী ভারতীয় কুস্তিগীর সুখচেইন সিং চিমা।
- জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার অনুসারে ভারতের সবচেয়ে দরিদ্রতম রাজ্য হল বিহার, সবথেকে ধনীতম দিল্লি।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি. লিট. (২০১৮) পেলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখমত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনাথ প্রতিযোগীদের জন্য ১% সংরক্ষণের ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার ।
- অস্ট্রেলিয়াতে বিশ্বের সবথেকে বড় সৌর-তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে। ৩২০০ কোটি টাকার এই প্রকল্পের ফলে ৯০০০০ গৃহে বিদ্যুত সরবরাহ করা যাবে।
- সঞ্জয় লীলা বনশালীর “পদ্মাবতী” সিনেমার নাম পরিবর্তন করে “পদমাবৎ” করে ছবিটি মুক্তি পেলো এবং কিছু নজীর সৃষ্টি করলো।
- ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি | MCQ | তৃতীয় পর্ব
- বিশ্ব নেতৃত্বের তালিকায় ট্রাম্প এবং পুতিনের পরে যথাক্রমে তিন নম্বর স্থানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানাল ‘গ্যালাপ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ নামক এক সংস্থা।
- সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন ইন্দু মালহোত্রা। উল্লেখ্য যে, এই প্রথম কোনো মহিলা আইনজীবী সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন।
- ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার ‘লাইফটাইম এচিভমেন্ট পুরষ্কার’ পেলেন একদা বিশ্বের এক নম্বর খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন।
- ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর জন্মদিনটি (৩রা আগস্ট) দিল্লিতে “ফুটবল দিবস” হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হল।
- রেকর্ডসংখ্যক ২১টি অস্কার নমিনেশন প্রাপ্ত অভিনেত্রী মেরিল স্ট্রিপ নিজের নামের স্বত্ব চেয়ে আবেদন জানালেন।
- ‘আফ্রিকান ফুটবলার অফ দ্য ইয়ার ২০১৭’ হলেন লিভারপুলের মহম্মদ সালাহ।
- নবগঠিত “নেপালের জাতীয় শিক্ষা পরিষদ”কে বিভিন্ন পরীক্ষা গ্রহণ ও পর্যবেক্ষণের ব্যাপারে সহায়তা করবে উত্তরপ্রদেশ শিক্ষা পরিষদ।
- ভারতের প্রাক্তন স্বনামধন্য ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ৪৫ তম জন্মদিনে প্রকাশিত হল বিশেষ কমিক যার নাম “দি ওয়াল”।
- সময়ানুবর্তিতার নিরীখে বিশ্বের বৃহৎ বিমান সংস্থাগুলির মধ্যে চতুর্থ স্থানে ইন্ডিগো।
- বাজারে এল বিশ্বের দ্রুততম SUV, ‘ল্যাম্বোরঘিনী উরুস’, প্রারম্ভিক মূল্য ৩ কোটি টাকা।
- ১০ই জানুয়ারি, বিশ্ব হিন্দি দিবস হিসেবে উদযাপিত হয়।
- মাধ্যমিক ২০১৮ সম্ভাব্য জটিল কিছু প্রশ্নের সমাধান | ভূগোল । প্রথম পর্ব
- তাজমহলের দর্শনার্থীর সংখ্যা দৈনিক চল্লিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ করতে চায় আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঐতিহাসিক এই সৌধ্বকে সংরক্ষণের জন্যই এই ব্যবস্থা।
- আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল বিবৃতি দিলেন, NRC বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স-এ যাদের নাম নেই তারা কেউ সাংবিধানিক অধিকার পাবে না।
- ৯ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। ১৯১৫ সালের আজকের দিনেই মহাত্মা গান্ধী দীর্ঘ প্রবাস জীবনের পর ভারতে ফিরে এসেছিলেন। এই দিন টির স্মরণে এই দিবস পালন করা হচ্ছে।
- রঞ্জি ট্রফির ফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন দিল্লিকে হারিয়ে এর প্রথম ২০১৭-১৮ সালের রঞ্জি ট্রফি জিতল বিদর্ভ। শুভেচ্ছা রইল বিদর্ভের জন্য
- অরুণাচল প্রদেশকে “নির্মল রাজ্য” হিসেবে ঘোষণা করা হল।এখানে মনে করিয়ে দেওয়া হল – দেশের প্রতিটি রাজ্যকে “বাহির শৌচ মুক্ত” করার জাতীয় সময়সীমা ২রা অক্টোবার, ২০১৯।
- বিশ্বের সবথেকে লিঙ্গসাম্য বিশিষ্ট দেশ হিসেবে স্বীকৃতি পেল আইসল্যান্ড।
- প্রয়াত হলেন প্রখ্যাত উর্দু কবি আনোয়ার জালালপুরী যিনি ভগবৎগীতা কে উর্দুতে অনুবাদ করেছিলেন।
- বিশ্বের উচ্চতম হোটেল তৈরি করতে চলেছে দুবাই। যার ফলে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে চলেছে দুবাই। নবনির্মিত ‘The Gevora Hotel’-এর উচ্চতা ৩৫৬ মিটার। বর্তমান রেকর্ডধারী JW ম্যারিয়ট মার্কিস হোটেলের উচ্চতা ৩৫৫ ফুট।
- কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাটাগরি- III B ল্যান্ডিং সিস্টেম চালু করা হল। এর ফলস্বরূপ এখানে এর পর থেকে ২৪ ঘন্টাই বিমান অবতরণ করতে পারবে।
- আইপিএল-এর ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হলেন বিরাট কোহলি, উল্লেখ্য, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর সাথে রেকর্ড ১৭কোটি টাকাতে চুক্তিবদ্ধ হলেন কোহলি।
- কর্ণাটকের মুখ্যমন্ত্রী ৩১,০০০ তপশীলী জাতি/ তপশীলী উপজাতীর ছাত্রছাত্রদের বিনামূল্যে ল্যাপটপ প্রদান করলেন।
- শীঘ্রই সব ট্রেনে ২২টি কোচ দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল যাতে যেকোনো ট্রেনের বিকল্প হিসেবে অন্য ট্রেন চালানো যেতে পারে।
- বিজ্ঞানের ৩০ টি প্রশ্ন ও উত্তর (GK- বিজ্ঞান ও প্রযুক্তি সমগ্র)
- সম্মিলিত জাতিপূঞ্জের নিরাপত্তা পরিষদে ৬টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে যোগ দিল, যথা- ইকুয়েটোরিয়াল গিনি, আইভরি কোস্ট, কুয়েত, নেদারল্যান্ড, পেরু, পোল্যান্ড।
- ডেপুটি NSA বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিযুক্ত হলেন রাজিন্দর খান্না।
- নারীকল্যানমূলক ওয়েব পোর্টাল ‘নারী’-র শুভ সূচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী।
- ভারতের দ্রুততম সুপার কম্পিউটার “প্রত্যূষ”-চালু করা হল।
- সিকিমের ব্র্যান্ড আম্বাসেডার নিযুক্ত হলেন বিখ্যাত সুরকার এ আর রহমান।
- কোয়েম্বাটোরের ‘আর কে পুরম’ পুলিশ স্টেশন দেশের সেরা পুলিশ স্টেশনের সন্মান পেল।
- ভারতীয় গল্ফার শিব কাপুর তৃতীয় “এশিয়ান ট্যুর” খেতাব জিতলেন নজির সৃষ্টি করলেন।
- তেলেঙ্গানা সরকার ২৩ লক্ষ কৃষকের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা শুরু করল।
- ভারতের নতুন বিদেশ সচিবের নাম ঘোষোনা হল। নতুন বিদেশ সচিব হলেন ‘বিজয় কেশব গোখলে’।
এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দেখা হবে ঠিক এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই বিভাগটি তেনাদের সাফল্য কামনা করবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।