জানুয়ারি (২০১৮) মাসের সাম্প্রতিক ঘটনাবলী || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

সকলকে নমস্কার জানাই। সকলে নিশ্চই ভালো আছেন। স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। দেখতে দেখতে ২০১৭ পেড়িয়ে ২০১৮ তে চলে এলাম আমরা। নতুন বছরের নতুন নতুন সকল ধরণের সাম্প্রতিক ঘটনাসমূহকে নিয়ে আজ শুরু করছি ২০১৮ সালের জানুয়ারি মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজ প্রথম পর্ব দেওয়া হল। পরবর্তী পর্বগুলি দেখার জন্য আমাদের সাইটে নজর রাখুন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

দ্বিতীয় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন

  • এশিয়ান (ASEAN) গোষ্ঠীভুক্ত ১০ দেশের ১০টি ভিন্ন ভাষার ২৭টি সংবাদপত্রের সম্পাদকীয়তে ছাপা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য।
  • ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বালক মেহুল গর্গ (১০) বুদ্ধিমত্তার (IQ Test) পরীক্ষায় স্টিফেন হকিংস এবং আলবার্ট আইনস্টাইনকেও পিছনে ফেলে দিয়ে নজীর সৃষ্টি করলেন।
  • দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান (ASEAN)-এর সদস্য দেশগুলির ১০জন রাষ্ট্রপ্রধান।
  • ভারতের আধার কার্ডের মডেল গ্রহণ করতে চাইলেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি রোডরিগো দুতের্তে।
  • ফ্রান্সের আইনসভায় ধর্মীয় পোশাক, ধর্মীয় প্রতীক ইত্যাদি পরে আসা নিষেধ করা হল।
  • ভারতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় সর্বোচ্চ রানের রেকর্ড করলেন বিরাট কোহলি। এর আগে এই রেকর্ড ছিল ধোনির (৩,৪৫৪)।
  • নিউজিল্যান্ডের প্রথম উপগ্রহটিকে উৎক্ষেপণ করেছিল রকেট ল্যাব নামক আমেরিকার একটি বেসরকারি সংস্থা। এবার তারা জানালো নিউজিল্যান্ডের প্রথম কৃত্রিম উপগ্রহ “হিউম্যানিটি স্টার” খালি চোখেই দেখা যাবে।
  • গতবছরের শুরুতে নতুন আবিষ্কৃত TRAPPIST-1 গ্রহমণ্ডলের ৭টি গ্রহের মধ্যে ২টি গ্রহ মানুষ বসবাসের উপযোগী, জানাল মার্কিন গবেষণা সংস্থা।
  • প্রাথমিক টেট মক টেস্ট পর্ব-৬ || Primary Tet Mock Test part 6
  • যুগের চাহিদা পূরণ করার জন্য পাঠক্রমে অনেকখানি পরিবর্তন আনতে চলেছে জানালো AITCE ।
  • ২০ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সভায় যোগদান করলেন এবং দাভোসে বক্তৃতা রাখলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সময়ের নতুন একক Flick (ফ্লিক) আবিষ্কার করল ফেসবুক। ১ ফ্লিক অর্থাৎ ফ্রেম-টিক সময় হল ১/৭০৫,৬০০,০০০ সেকেন্ড বা ১.৪১৭২৩৩৫৬ ন্যানোসেকেন্ড।
  • জাইরা ওয়াসিম এবং আমির খানের “সিক্রেট সুপারস্টার” ছবিটি চীনে মাত্র চার দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করল।
  • মাল্টার রাজধানী ভাল্লেট্টাকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হল।
  • ভারতের প্রথম আবর্জনা মেলা অনুষ্ঠিত হল ছত্তিশগড়ে।
  • বাল্যবিবাহ এবং পণ প্রথার বিরুদ্ধে বিহারে প্রায় চার কোটি মানুষ মানব-শৃঙ্খলা রচনা করলেন।
  • বরুন ধাওয়ান হলেন সবথেকে কমবয়সী বলিউডি অভিনেতা যার মোমের মূর্তি ম্যাডাম তুসোর মিউজিয়ামে স্থান পেল।
  • নির্ধারিত সময়ের ৯ দিন আগেই অর্থাৎ ১২ই এপ্রিল শেষ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের জলের জোগান। উল্লেখ্য, আধুনিক বিশ্বের এই প্রথম কোনো মহানগর জলশূন্য হতে চলেছে।
  • ৬৯তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ‘ফেয়ারী কুইন’ রেল ইঞ্জিনের নতুন নামকরণ হল “গণরাজ্য এক্সপ্রেস”। মনে রেখো, এটিই বিশ্বের প্রাচীনতম সক্রিয় বাষ্প ইঞ্জিন। ইংল্যান্ডে তৈরি এই ইঞ্জিনটি ১৮৫৫ সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়েতে যোগ দিয়েছিল এবং ১৮৯৫ সালে এর নাম হয় ফেয়ারী কুইন।
  • অ্যাচিভার ২০১৮ || মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন সহকারে সকল বিষয়ের PDF
  • অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ক্যারিয়ারের ২০ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রজার ফেডেরার।
  • ২০১৮ সালের সাধারণতন্ত্র দিবসের প্রদর্শনীতে সেরা ট্যাবলুর সম্মান পেল মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে আসাম।
  • ইন্দোনেশিয়া মাস্টার্স-এ বিশ্বের ১ নম্বর তারকা তাই জু ইং-এর কাছে রানার-আপ হলেন সাইনা নেহওয়াল।
  • রিয়াল মাদ্রিদকে হারিয়ে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবল ক্লাব হল ম্যানচেস্টার ইউনাইটেড।
  • অনলাইনে কেনাবেচার জন্য ফেসবুকের ‘মার্কেটপ্লেস’ লঞ্চ করল ভারতে।
  • আইসিসি-র ক্রিকেটার অফ দি ইয়ার নির্বাচিত হলেন বিরাট কোহলি।
  • ১লা এপ্রিলের মধ্যে সমস্ত বাসে, ট্যাক্সিতে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) এবং প্যানিক-বাটন লাগাতেই হবে, ঘোষণা করল সরকার।
  • ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি | MCQ | দ্বিতীয় পর্ব
  • কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের সিলভাসা, মোরাদাবাদ, বরেলি সহ ৯ টি শহরকে অন্তর্ভুক্ত করা হল।
  • বিশ্বের উচ্চতম এয়ার পিউরিফায়ার (Air Purifier) তৈরি করল চীন যার উচ্চতা ৩৩০ ফুট।
  • আফগানিস্তানের “মেডেল অফ ব্রেভারি” পেলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প।
  • যৌথভাবে সিনেমা প্রযোজনার চুক্তি স্বাক্ষর করল ভারত-ইজরায়েল।
  • আফ্রিকার লেসোথোতে পাওয়া গেল বিশ্বের পঞ্চম বৃহদাকার হীরে, আনুমানিক মূল্য ২৫৪ কোটি টাকা।
  • দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারাল ভারতীয় দল।
  • ২০১৮ সালের সবথেকে প্রশংসিত কোম্পানি হিসেবে Apple-এর নাম ঘোষনা করা হল।
  • ১২ বছর বা তার কমবয়সী মেয়েদের ধর্ষণ করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড হবে, এমন আইন আনতে চলেছে হরিয়ানা সরকার।
  • অল ইন্ডিয়া চার্টার্ড একাউন্টেন্সির (২০১৭) চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল হরিয়ানার মোহিত গুপ্তা।
  • ডায়নোসরের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল, নাম রাখা হল ‘সার্বিয়ান টাইটান’।
  • ৬ দিনের ভারত সফর করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু। এই উপলক্ষ্যে দিল্লির তিনমূর্তি চকের নতুন নামকরণ হল ‘তিনমূর্তি- হাইফা চক’। উল্লেখ্য, হাইফা হল ইজরায়েলের একটি শহর।
  • অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো ভারতীয় দল। এই নিয়ে চার বার চ্যাম্পিয়ন হল ভারত।
  • কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভদেকর বললেন যে বিদ্যালয়গুলিতে ডিজিটাল বোর্ড ব্যবহার করার লক্ষ্যে কেন্দ্র সরকার “অপারেশন ডিজিটাল বোর্ড” শুরু করতে চলেছে।
  • ‘বিগ বস-১১’ বিজয়ী হলেন টিভি অভিনেত্রী শিল্পা সিন্ধে।
  • ৩১ জানুয়ারি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেল সুপারমুন। আজ একইসঙ্গে দেখা গেল ব্লু মুন, ব্লাড মুন।
  • সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান “লেজিয়ঁ দ অনর” প্রদান করা হল।
  • রাজ্য সরকার মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকার ‘রূপশ্রী’ প্রকল্প চালু করলো।
  • ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের উৎপাদন-সূচকে ৩০ তম স্থানে রয়েছে ভারত।
  • এই প্রথম সৌদি আরবে পুরুষদের ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হল মহিলাদের।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দেখা হবে ঠিক এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই বিভাগটি তেনাদের সাফল্য কামনা করবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!