16 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali PDF

পোস্টটি শেয়ার করুন
Rate this post

16 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

16 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ 16 জানুয়ারি 2022 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।


Click here: Daily Bengali Current Affairs


#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January

************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল

Join us on Telegram

▶️ এটি একটি Digital Version CA with GK Magazine

▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।

PDF এর বিষয়বস্তু

👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।

👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।

👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।

বিশদে জানতে : 8640890159


১. ভারতে করোনা টীকার বছর পূর্তিতে নতুন পোস্টাল স্ট্যাম্প প্রকাশিত হল । 16 ই জানুয়ারি করোনা টীকাকরণের এক বছর পূর্তি উপলক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দভ্য ICMR এবং Bharat Biotec এর দ্বারা উদ্ভুত স্বদেশী Covaxin টীকার উপর ডাক টিকিট জারি করার কথা ঘোষণা করে ।


২. ঘুষের মামলার তদন্তে নেমে দিল্লী ও নয়ডাতে তল্লাশি চালিয়ে Central Bureau of Investigation এর কর্মকর্তা দল 16 ই জানুয়ারি Gas Authority of India Limited (GAIL) এর মার্কেটিং ডিরেক্টর ES Ranganathan সহ 6 জনকে গ্রেফতার করলো ।


৩. Mrs India World 2021 নবদীপ কৌর্ 2022 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের লস ভেগাসে আয়োজিত Mrs World 2022 এর Best National Custom Awards জিতে নিল । তিনি এই পুরস্কার পান কুন্ডলিনী চক্র নামক পোশাকের নকশার জন্য ।


৪. উত্তরাখণ্ডের চামোলি তে অনুভূত হল মৃদু ভুমিকম্প । National Center for Seismology (NCS) এর তথ্য অনুযায়ী 16 ই জানুয়ারি ভোর 3:35 নাগাদ 2.6 রিখটার স্কেল এর এই কম্পন হয় । জোশীমঠ থেকে 23 কিঃমিঃ পশ্চিমে মাটির 5 কিঃমিঃ গভীরে এর কেন্দ্র ছিল বলে জানা গেছে ।


৫. রাষ্ট্র সংঘে ভোটাধিকার রদ হল আট দেশের । রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক চিঠিতে জানায়, যে 11 টি দেশের বকেয়া রয়েছে তাদের মধ্যে আটটি দেশের রাষ্ট্রসংঘে ভোটাধিকার স্থগিত করা হয়েছে ।


৬। India Open 2022 ব্যাডমিন্টন সমাপ্ত হল, এই টুর্নামেন্টে পুরুষ ব্যক্তিগত বিভাগে জয়ী হলেন ভারতের লক্ষ্য সেন । তিনি 2021 সালের বিশ্ব ব্যাডমিন্টন বিজয়ী সিঙ্গাপুরের Loh Kean Yew কে হারিয়ে এই খেতাব জয় করেন ।


#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January
************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল

▶️ এটি একটি Digital Version CA with GK Magazine

▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।

PDF এর বিষয়বস্তু

👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।

👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।

👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।

বিশদে জানতে : 8640890159

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!