স্মরণে ২০১৭ || ২০১৭ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী || শেষ পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

…..দ্বিতীয় পর্বের পর থেকে

দিন আসে, দিন যায়, তার ফাঁকেই ইতিহাসে ঢুকে পড়ে তার চলাচলের খবর। বছরভর হাজারও ঘটনা৷ নতুন সম্ভাবনা নিয়ে দরজায় কড়া নাড়ছে ২০১৮ সাল। বিদায় নিল ২০১৭। বছরজুড়েই শিরোনাম হয়েছে নানা ঘটনা। তারই মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের এই বিশেষ পর্ব || স্মরণে ২০১৭ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী শেষ পর্ব । আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।  

»প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন।

»দ্বিতীয় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন।

Join us on Telegram

স্মরণে ২০১৭ || ২০১৭ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী || শেষ পর্ব

৭১. ১৪ জুলাই নতুন দিল্লিতে দেশের প্রথম সৌরট্রেন চালু হল। প্রাথমিক ভাবে এই ট্রেন চলছে গাজিয়াবাদ-দিল্লি-গুরুগ্রাম পথে।

৭২. UIDAI (Unique Identification Authority of India) মোবাইলে ইউনিক আইডেন্টিফিকেশন প্রোফাইলের জন্য ‘mAdhaar’ চালু করল।

mAdhaar
mAdhaar

৭৩. ২১ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলী দেশের প্রবীণ নাগরিকদের জন্য বয় বন্দনা যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।

৭৪. বিশ্বের প্রথম ‘ফরেস্ট সিটি গড়ে উঠতে চলেছে চীনে। চীনের লিউঝোতে ১৭৫ হেক্টর জমিতে এই ফরেস্ট গড়ে তোলা হবে।

 বিশ্বের প্রথম ‘ফরেস্ট সিটি
বিশ্বের প্রথম ‘ফরেস্ট সিটি এর একটি প্রতিরূপ (সূত্র)

৭৫. নাসা-র জুনো বৃহস্পতি গ্রহে ‘গ্রেট রেড স্পট’ এর সন্ধান পেল।

৭৬. ভারতীয় বিজ্ঞানীর নেতৃত্বে নতুন গ্যালাক্সি ‘সরস্বতী’ আবিষ্কৃত হল।

৭৭. ২০১৯ সালের ওয়াল্ড বুক ক্যাপিটালে স্থান পেল শারজা।

৭৮. ২৭ জুন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু বিশ্বের উচ্চতম রেললাইনের উদ্বোধন করলেন। এটি জম্মু ও কাশ্মীরের লে তে। ৪৯৮ কিমি দীর্ঘ বিলাসপুর-মানালি-লে এই রেলপথের মধ্যেই রয়েছে বিশ্বের এই উচ্চতম রেললাইন। এর উচ্চতা প্রায় ৩,৩০০ মিটার।

বিশ্বের উচ্চতম রেল সেতু ভারতে
বিশ্বের উচ্চতম রেল সেতু দেখতে পাচ্ছেন, এটি ভারতের চেনাব নদীর ওপরে তৈরি হচ্ছে (সূত্র)

৭৯. মাত্র ১২ ঘন্টায় রাজ্যে ৬ কোটি গাছ লাগিয়ে অনন্য নজির সৃষ্টি করল মধ্যপ্রদেশ।

৮০. ভারতের প্রথম মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন হল মহারাষ্ট্রের মাতুঙ্গা রেল স্টেশন।

৮১. ২৫ জুন ২০১৭ তে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় হরিয়ানার অনিন্দ সুন্দরী মানুষী চিল্লার ৫৪ তম ফেমিনা মিস ইন্ডিয়া সম্নানে ভূষীত হয়েছেন।

৮২. ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ২০১৭ অনুযায়ী বিশ্বের সবথেকে উন্নতমানের বাসযোগ্য শহর হল মেলবোর্ন। ভিয়েনা ও ভ্যাঙ্কুবার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দামাস্কাস সর্বশেষ ১৪০ তম স্থানে রয়েছে।

৮৩. ভারতের চন্দ্রযান-১ এর পাঠানো ছবিতে চাঁদে জলের সন্ধান পাওয়া গেল। ফলে প্রান বা জীবের অস্তিত্ব নিশ্চিত ভাবেই রয়েছে এই বিশ্বাস আরো জোরালো হল।

৮৪. আন্টার্ক্টিকাতে আবিষ্কার হল পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি অঞ্চল। এখানে প্রায় ১০০ টির বেশি আগ্নেয়গিরি রয়েছে।

৮৫. ২৯ জুলাই সুইৎজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম হাঁটার ব্রিজ ‘ইউরোপাব্রুক’ চালু হল। এটি লম্বায় ১,৬২০ ফুট।

বিশ্বের দীর্ঘতম হাঁটার ব্রিজ ‘ইউরোপাব্রুক’
বিশ্বের দীর্ঘতম হাঁটার ব্রিজ ‘ইউরোপাব্রুক’

৮৬. অন্ধ্রপদেশের তিরুপতি ও বিজয়োয়াড়া তে গ্রিন এয়ারপোর্ট স্থাপন করা হল।

৮৭. দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন বিশ্বের মধ্যে প্রথম সম্পুর্ণভাবে গ্রিন মেট্রো স্টেশনের তকমা পেল। দিল্লি মেট্রো বিশ্বের মধ্যে দৈর্ঘ্যের নিরীখে ১২ তম।

৮৮. উত্তরপ্রদেশের বারানসির নিকটে মুঘলসরাই রেল স্টেশনের নতুন নাম ‘দীন দয়াল উপাধ্যায় রেল স্টেশন’ করা হল।

৮৯. ভারতের প্রথম হেলি ট্যাক্সি চালু হল বেঙ্গালুরুতে।

৯০. ভারতের প্রথম মাইক্রো ফরেস্ট গড়ে উঠতে চলেছে ছত্তিশগড়ের রাজধানি রায়পুরে। আর কয়েকদিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।

৯১. ১৩ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষোণা করল সোমালিয়া পোলিও মুক্ত দেশ।

৯২. রাজ্যের শহরের রাস্তায় দূষোণ্মুক্ত ইলেক্ট্রিক বাস।

৯৩. কেরল সরকার ই-ওয়েস্ট নিয়ন্ত্রন প্রকল্প চালু করল।

৯৪. ১৩ অক্টোবর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তলিয়ে গেল পণ্যবাহী জাহাজ। মাঝসমুদ্রে ঝড় ওঠায় ফিলিপিন্সের কাছে প্রশান্ত মহাসাগরেই ডুবে যায় জাহাজটি। দুর্ঘটনার পর নিখোঁজ ১১ জন ভারতীয় নাবিক। এমারেল্ড স্টার নামে জাহাজটির ওজন প্রায় ৩৩,২০৫ টন। সেদিন গভীর রাতের দিকে একটি বিপদসংকেত আসে জাহাজটি থেকে। ফিলিপিন্সের উত্তর দিক থেকে ২৮০ কিলোমিটার পূর্বে যাচ্ছিল জলযানটি। ওই এলাকায় আরও তিনটি জাহাজও ছিল। দুর্ঘটনার পর ১৫ জনকে উদ্ধার করা হয়। কিন্তু ১১ জন ভারতীয় কর্মী নিঁখোজ হয়ে গিয়েছিলেন।

৯৫. গ্রিসে মিলল ৫৭ লক্ষ বছর পুরোনো মানব পায়ের ছাপ।

৯৬. প্রায় দু বছর মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন নাসার মহাকাশ্চারী পেগি হুইটসন।

৯৭. ভারতের মুম্বাইতে ভারতের প্রথম বিদেশ ভবন গড়ে উঠল।

৯৮. জার্মানির ডুইসবার্গে বিশ্বের উচ্চতম বালির দুর্গ গড়ে Guinness World Record তৈরি করল

বিশ্বের উচ্চতম বালির দুর্গ
বিশ্বের উচ্চতম বালির দুর্গ (সূত্র)

৯৯. ২১ নভেম্বর খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ত্রিপুরার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক।

১০০. আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াল বাংলা। ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে সেরার শিরোপা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী।

১০১. চলতি বছরেই বিশ্বের সবথেকে বড় অনলাইন পরীক্ষাটি নিল ভারতীয় রেল। শূন্যপদ ছিল ১৮ হাজার। আবেদন করেছিলেন প্রায় ৯২ লক্ষ পরীক্ষার্থী। এরপরই পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় রেলের পক্ষ থেকে। আবেদনকারীদের মধ্যে ওই রাউন্ডের বাধা টপকাতে পেরেছিলেন ২ লক্ষ ৭৩ হাজার জন।

১০২. গুজরাতের কান্দালা বন্দরের নতুন নাম হল দীনদয়াল উপাধ্যায় বন্দর।

১০৩. তামিলনাডূর শ্রী মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির আওতায় ভারতের সবথেকে স্বচ্ছ স্থানের তকমা পেল।

শ্রী মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির
শ্রী মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির

১০৪. ২০১৭ সালের ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমান ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

১০৫. বিশ্বের দরবার ফের ভারতীয় সৌন্দর্যের জয়ধ্বনি। ১৭ বছরের প্রতীক্ষা শেষে মিস ওয়ার্ল্ডের মুকুট উঠল মানুষী চিল্লারের মাথায়।

মিস ওয়ার্ল্ডের মুকুট উঠল মানুষী চিল্লারের মাথায়
মিস ওয়ার্ল্ডে ২০১৭ এর মুকুট উঠল মানুষী চিল্লারের মাথায়

১০৬. এই প্রথম মহিলা পাইলট পেল ভারতীয় নৌবাহিনী। বিমানচালক হিসাবে যোগ দিলেন উত্তরপ্রদেশের শুভাঙ্গী স্বরূপ।

১০৭. বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হল টোকিও।

আরও পড়ুন- মাংস খেকো গাছ || মাংসাশী উদ্ভিদ || এরা মাংস খেয়েই বেঁচে থাকে !

১০৮. ২৬ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে বিশ্বের উচ্চতম বাঁশের মা দুর্গা তৈরি করা হল।

বিশ্বের উচ্চতম বাঁশের মা দুর্গা
বিশ্বের উচ্চতম বাঁশের তৈরি মা দুর্গা

১০৯. দক্ষিন এশিয়ার প্রথম রো-রো ফেরি পরিষেনা গুজরাটে।

১১০. এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপে ফের সোনা জিতলেন মেরি। এই নিয়ে পঞ্চমবার। ৩৫ বছরের মণিপুরি বক্সার ফাইনালে দাঁড়াতেই দেননি দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে।

১১১. ২০১৭ সালে কিদাম্বি শ্রীকান্ত “স্পোর্টম্যান অফ দি ইয়ার” এবং  পিভি সিন্ধু “স্পোর্টস ওমেন অফ দি ইয়ার” সম্মানে ভূষিত হলেন।

আরও পড়ুন- সরকারি চাকরী পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর || দ্বিতীয় পর্ব || ৫০ টি প্রশ্ন

১১২. BCCI সচিন তেন্ডুলকারের ১০নং জার্সিকে অবসর দিল । অর্থৎ এবার থেকে ভারতীয় দলের কোনো খেলোয়াড় আর ১০ নম্বর জার্সি পরতে পারবেন না।

১১৩. . ডিসেম্বর ২০১৮ সালে বাঙালির বিখ্যাত মিষ্টি  ‘রসগোল্লা’র দেড়শতম ‘আবিষ্কারজয়ন্তী’। তাই এই উপলক্ষ্যে রসগোল্লার আবিষ্কারক হিসাবে পরিচিত নবীনচন্দ্র দাস কে নিয়ে একটি জীবনীমূলক তথ্যচিত্র তৈরি করবেন সিদ্ধান্ত নিয়েছেন নন্দিতা রায়।.

১১৪. প্রয়াত হলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জানা নোভোটনা (৪৯) ।

১১৫. এক বছরে ১০টি সেঞ্চুরি করে রিকি পন্টিং এর এক বছরে করা ৯টি সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ভিরাট কোহলি।

১১৬. তেলেঙ্গানার দ্বিতীয় সরকারী ভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি দেওয়া হল।

১১৭. ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড- ২০১৮ সাল অনুসারে, বিশ্বের সর্বাধিক দর্শনার্থী আসার অনুসারে ভারতের প্রথম স্থানে রয়েছে অমৃতসরের স্বর্ণমন্দিরে।

১১৮. . বিশ্বের সেরা ৫টি ধনী দেশের তালিকা থেকে বাদ গেল ব্রিটেন। বিশ্ব অর্থনীতিতে নতুন ক্রম তালিকা এইরূপ- ১. আমেরিকা(১৯.৪ টিলিয়ন ডলার), ২. চীন(১১.৯ টিলিয়ন ডলার), ৩. জাপান (৪.৯ টিলিয়ন ডলার), ৪. জার্মানি(৩.৭ টিলিয়ন ডলার) এবং ৫. ফ্রান্স(২.৫৭ টিলিয়ন্ ডলার), ৬. ব্রিটেন (২.৫৬ টিলিয়ন ডলার)। ভারত রয়েছে সপ্তম স্থানে (২.৪ টিলিয়ন ডলার)।

১১৯. মুম্বাইয়ে ভারতের প্রথম গুগল ক্লাউড প্ল্যাটফর্মের (GCP) সূচনা হল।

১২০. তিব্বতে বিশ্বের উচ্চতম তারামণ্ডল (Planetarium) তৈরি করতে চলেছে চীন।

১২১. বিশ্বে পর্যটকদের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে তাজমহল।

১২২. ২০১৭ সালে ব্যালন ডি’ওর পুরস্কার জিতলেন রোনাল্ডো। এই নিয়ে ৫ বার ব্যালন ডি’ওর (Ballon d’Or) পেলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আরও পড়ুন-অবাক দেশ জাপানের ৩৪টি মজার তথ্য 

১২৩. Nationsl Capital Region (NCR) বা জাতীয় রাজধানী অঞ্চলে যুক্ত হল উত্তর প্রদেশের ‘শামলী জেলা’।এই সংযুক্তকরনের ফলে NCR- র অন্তর্ভুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩টি। এদের মধ্যে হরিয়ানার ১৩টি, ৮টি উত্তরপ্রদেশের এবং ২টি রাজস্থানের।

১২৪. ২০১৭ সালের  অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হল “Youthquake”।

১২৫. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি করার অনবদ্য নজির গড়লেন রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ২৬৪*, ২০৯, এবং ২০৮।

১২৬. সম্প্রতি সংসদে ঐতিহাসিক তিন তালাক নিষিদ্ধ বিল পাশ হয়ে গেল।

১২৭. হকি ওয়ার্ল্ড লীগের জার্মানিকে হারিয়ে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় (পুরুষ) হকি দল।

১২৮. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিজোরামে অবস্থিত ‘টুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পে’র শুভ উদ্বোধন করলেন।

১২৯. জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা অরুণাচল প্রদেশে এক নতুন প্রজাতির সবুজ রঙের ব্যাঙের সন্ধান পেলেন, নামকরণ করলেন- ওডোরানা অরুনাচলেনসিস।

১৩০. প্রায় তিন দশক ধরে ৫৩ বার স্বেচ্ছায় রক্তদানের জন্য ‘ইন্ডিয়ান সোসাইটি ফর ব্লাড ট্রান্সফিউসন এন্ড ইমিউনোহেমাটোলজি” কর্তৃক সম্মানিত হলেন ভারতের জম্মু-কাশ্মীরের ডাক্তার কিরণ শর্মা।

১৩১. লাক্ষাদ্বীপে ভারতের মধ্যে প্রথম “সি ব্রিজ রানওয়ে” নির্মাণ হতে চলেছে।

১৩২. বর্তমানে বিশ্বের ধনীতম দেশ কাতার। কাতারের মাথাপিছু আয়ের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে।

১৩৩. জাপানের বিজ্ঞানীরা চাঁদের মাটিতে সুড়ঙ্গের সন্ধান পেলো।

১৩৪. বিজ্ঞানীরা বিশ্বের সবথেকে প্রাচীন গ্যালাক্সি আবিষ্কার করলেন।

PDF-নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করলাম আমাদের এই বিশেষ পর্ব। ্পূর্বের পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!