18 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF | Current Affairs in Bengali PDF
18 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF
18 জানুয়ারি 2022 কারেন্ট অ্যাফেয়ার্স PDF : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ 18 জানুয়ারি 2022 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।
Click here: Daily Bengali Current Affairs
১. প্রয়াত হলেন D. Litt. প্রাপ্ত ভারতের একমাত্র কমিকস শিল্পি তথা হাঁদা ভোঁদা’র স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল 97 বছর । নারায়ণ দেবনাথ 1925 সালের 25 শে নভেম্বর ব্রিটিশ ভারতে, বর্তমান পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে । শৈশব থেকেই তার ঝোঁক ছিল চারুকলায় । এর জন্য তিনি পাঁচ বছর Indian Art College এ শিক্ষা গ্রহণ করেন কিন্তু দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায় । কিন্তু থেমে থাকেনি তাঁর চারুকলা চর্চা । বেশকিছুদিন বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগে কাজ করার পর বাংলা প্রকাশনার অন্যতম সংস্থা দেব সাহিত্য কুটির প্রকাশনীর সাথে 1950 সালে যুক্ত হন । এখান থেকেই 1962 সালে প্রকাশিত হয় ‘হাঁদা ভোঁদা’ (Handa Vonda) নামক জনপ্রিয় কমিকস । 1962 থেকে 2006 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে “শুকতারা” নামক পত্রিকায় মুদ্রিত হয় । এই কমিকসের জন্য দেবনাথ জনপ্রিয়তার শিখরে পৌঁছায় । ‘হাঁদা ভোঁদা’ এর জনপ্রিয়তার পরেই 1965 সালে তিনি সূচনা করেন অন্য এক জগতের, 1965 তে প্রথম প্রকাশিত হয় তার ‘বাঁটুল দি গ্রেট’ (Batul The Great), এটিও শুকতারা তে প্রকাশিত হতে থাকে । 1969 সালে “কিশোর ভারতী” নামক মাসিক শিশু ম্যাগজিনে আত্মপ্রকাশ করে ‘নন্টে ফন্টে’ (Nonte Phonte) নামক তার আরো একটি কমিকস । 1982 সালে আসে ‘বাহাদুর বেড়াল’।
#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January
************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল
▶️ এটি একটি Digital Version CA with GK Magazine
▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।
PDF এর বিষয়বস্তু
👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।
👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।
👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।
👉🏿 সংগ্রহ লিঙ্ক : Bengali current affairs Download PDF
Monthly Membership Link : মাসিক সদস্যপদ গ্রহণ করুণ
বিশদে জানতে : 8640890159
তার এই কালজয়ী কমিকসের জন্য ঝুলিতে এসেছে অসংখ্য সম্মান । তিনি 2007 সালে পান রাষ্ট্রপতির বিশেষ পুরস্কার। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গ বিভূষণ’ সম্মানে সম্মানিত করে । 2013 সালেই অর্জন করেন ‘সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার’ । 2015 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘D. Litt.’ উপাধি দেয় এবং কমিকসের জগতে তিনিই প্রথম ও একমাত্র D. Litt. হিসাবে বিবেচিত হন । 2021 সালের 26 শে জানুয়ারি বর্ষীয়ান এই কমিক শিল্পীকে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে । চলতি বছর 13 ই জানুয়ারি তাঁর হাতে পদ্মশ্রী পুরষ্কার তুলে দিয়েছিলেনরাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং অতিরিক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা।
২. আসাম মেঘালয়ের মধ্যে 12 টি বিতর্কিত এলাকার মধ্যে সুরাহা হয়েছে বলে ঘোষণা করেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । এই ঘোষণা 13 ই জানুয়ারি হলেও আজ তার প্রেক্ষিতে বিরোধী দলগুলির সাথে আলোচনার পর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় । প্রসঙ্গতঃ Assam Reorganisation Act, 1971 অনুযায়ী 1972 সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয় রাজ্যের আত্মপ্রকাশ ঘটে ।
৩. এবার দিল্লীর সুরক্ষার ভার অর্পিত হতে চলেছে দিল্লীর নিজস্ব Quick Action Team (QAT) এর উপর । কাশ্মীরের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে Central Reserve Police Force (CRPF) এর 50 জন বিদগ্ধ সেনা নিয়ে এবার দিল্লীতে গঠিত হবে Quick Action Team
৪. ভারতের প্রথম শহর হিসাবে Formula E World Championship আয়োজন করতে চলেছে হায়দ্রাবাদ । এর ফলে বেজিং, মিয়ামী, লন্ডন, বার্লিন, মস্কো এবং মন্টেকার্লো এর সাথে এবার হায়দ্রাবাদ এর নাম উচ্চারণ হবে । প্রসঙ্গতঃ Formula E World Championship হল এক চালক বিশিষ্ট বিদ্যুৎ চালিত মোটর কার প্রতিযোগিতা যার সূচনা হয় 2014 সালে ।
#MGI_WEEKLY_CA & #GK : 9-15 January
************
গতানুগতিক ভাবে প্রকাশিত Current Affairs থেকে একটু ভিন্ন ধরনের উপস্থাপনায় প্রকাশিত হল
▶️ এটি একটি Digital Version CA with GK Magazine
▶️ Magazine/PDF টি A4 Size এর এবং প্রিন্ট উপযোগী ।
PDF এর বিষয়বস্তু
👉🏿 A) সাম্প্রতিক ঘটনা বিভাগে 9-15 তারিখ পর্যন্ত সাম্প্রতিক তথ্য এবং আনুষঙ্গিক বিভিন্ন তথ্য বিশদে থাকবে ।
👉🏿 B) আজকের দিনে, নামক বিভাগে সেই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিশদে আলোচনা থাকবে ।
👉🏿 C) বিশেষ আলোচনা বিভাগে থাকবে তিনটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা ।
👉🏿 সংগ্রহ লিঙ্ক : Bengali current affairs Download PDF
Monthly Membership Link : মাসিক সদস্যপদ গ্রহণ করুণ
বিশদে জানতে : 8640890159