Current Affairs in Bengali || কারেন্ট অ্যাফেয়ার্স 11 জানুয়ারি 2022

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Current Affairs in Bengali

Current Affairs in Bengali : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ 11 জানুয়ারি 2022 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।


Click here: Daily Bengali Current Affairs


1. Ministry of External Affairs (MEA) কিরগিজস্তানের ভারতীয় রাজদূত পদে নিযুক্ত করলেন অরুণ কুমার চ্যাটার্জিকে । চ্যাটার্জি Indian Foreign Service (IFS) এর 1992 ব্যাচের অফিসার । বর্তমানে তিনি MEA দপ্তরের অতিরিক্ত সচিব পদে ছিলেন । তিনি Shri Alok Amitabh Dimri এর স্থলাভিষিক্ত হলেন ।


2. প্রয়াত হলেন ইউরোপের পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি (David Sassoli) । 11 ই জানুয়ারি রাত্রি 1:11 মিনিটে ইতালির আভিয়ানোতে তার মৃত্যু হয় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর ।

Join us on Telegram

3. ভারত ও দঃ আফ্রিকার মধ্যে ফ্রিডম টেস্টের তৃতীয় ম্যাচ সুরু হল নিউল্যান্ডে । প্রসঙ্গতঃ এর পূর্বের দুটি টেস্টে দুটি দলেই একটি একটি করে জেতে । এই টেস্ট যে দল জিতবে তিন টেস্টের সিরিজ হবে সেই দেশের নামে ।


4. ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করলো Defence Research & Development Organisation (DRDO) । 11 ই জানুয়ারি ভারতের পশ্চিম উপকূলে Indian Navy Destroyer INS Vishakhapatnam থেকে এই সমুদ্র থেকে সমুদ্র মিসাইল উৎক্ষেপণ করা হয় এবং মিসাইলটি তার সঠিক লক্ষ্যে আঘাত হানে । প্রসঙ্গতঃ ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইল হল ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ উদ্যোগ যা BrahMos Aerospace এর অন্তর্গত ।


♥ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স সহ আজকের দিনের বিস্তারিত তথ্য PDF আকারে পাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুণ এবং সংগ্রহ করুণ

সূচীপত্র :

  1. 1-8 জানুয়ারির প্রতিদিনের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা এবং তার তথ্যভিত্তিক বিশ্লেষণ

  2. নির্দিষ্ট দিনে অতীতে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা ও তার বিশদ তথ্য ।

  3. বিভিন্ন ফোবিয়া সম্পর্কে বিশদ তথ্য ।

সংগ্রহ লিঙ্ক : PDF Download Bengali current affairs 


5. বিমান বা আকাশ থেকে Man-Portable Anti-Tank Guided Missile এর সফল পরীক্ষণ করলো Defence Research & Development Organisation (DRDO) । ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ এর পরপরই এদিন মানব বাহী এই মিসাইল এর পরীক্ষণ করা হয় । প্রসঙ্গতঃ DRDO 2005 সালে MPATGM এর কাজ আরম্ভ করে এবং 2015 সালের 27 জানুয়ারি Ministry of Defence (MoD) এই প্রজেক্টের ছাড়পত্র দেয় ।


6. এই প্রথম মানুষের দেহে শুকরের হৃতপিণ্ড প্রতিস্থাপিত হল আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে । বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে 57 বছর বয়স্ক ডেভিড বেন্নেত নামক জনৈক রোগীর দেহে শেষ পর্যায়ে জিনগত পরিবর্তিত শুকরের হৃতপিণ্ড প্রতিস্থাপিত করেন বিশ্ববিদ্যালয়ের MD Bartley P Griffith ।


7. ক্রান্তিয় ঘূর্ণিঝড় কোডি (Cody) আছড়ে পড়ল ফিজি দ্বীপপুঞ্জের পশ্চিম অংশে অবস্থিত ভিটি লেভূ তে । ক্যাটাগরি-1 এর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ফিজির বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয় । প্রসঙ্গতঃ প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিলে ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে থাকে ।


8. খেলো ইন্ডিয়া ইউথ গেম : 2021 এর সময়সূচি পরিবর্তন করা হল । আগামি 5 ই ফেব্রুয়ারি 2022 থেকে 14 ই ফেব্রুয়ারি এর মধ্যে হরিয়ানায় এই খেলা আয়োজন করা হয়েছিল । কিন্তু কোভিড পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হল বলে এদিন জানায় Sports Authority of India (SAI) । প্রসঙ্গতঃ Khelo India Youth Game-2021 অনুষ্ঠিত হবার প্রথম দিনক্ষণ ঠিক হয় 2021 সালের নভেম্বর-ডিসেম্বরে কিন্তু করোনা সংক্রমণের প্রকোপে তা এবছর ফেব্রুয়ারিতে পিছিয়ে দেওয়া হয় । বর্তমান পরিস্থিতিতে তা আরো একবার পিছিয়ে দেওয়া হল । পরিস্থিতি দেখে পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে ।


9. দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার বড় অংশ শেয়ার কিনবে কেন্দ্র । ভোডাফোন আইডিয়ার কাছে স্পেকট্রাম বাবদ কেন্দ্রের কাছে বকেয়া টাকা বাজার থেকে তোলার জন্য সংস্থাটিকে শেয়ারে পরিণত করার অনুমতি দিয়েছে সংস্থার বোর্ড । এই শেয়ারের 35.8 শতাংশ কেন্দ্র নেবে বলে ভোডাফোনের তরফে জানানো হয়েছে। বাকি শেয়ারের 28.5 শতাংশ থাকবে ভোডাফনের হাতে এবং 17.8 শতাংশ শেয়ার থাকবে আইডিয়া গ্রুপের হাতে। বাকি শেয়ার থাকবে সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে।


♥ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স সহ আজকের দিনের বিস্তারিত তথ্য PDF আকারে পাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুণ এবং সংগ্রহ করুণ

সূচীপত্র :

  1. 1-8 জানুয়ারির প্রতিদিনের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা এবং তার তথ্যভিত্তিক বিশ্লেষণ

  2. নির্দিষ্ট দিনে অতীতে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা ও তার বিশদ তথ্য ।

  3. বিভিন্ন ফোবিয়া সম্পর্কে বিশদ তথ্য ।

সংগ্রহ লিঙ্ক : PDF Download Bengali current affairs 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!