মাধ্যমিক ২০১৮ সম্ভাব্য জটিল কিছু প্রশ্নের সমাধান | ভূগোল । তৃতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

দ্বিতীয় পর্বের পর থেকে…

প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন

দ্বিতীয় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন

এ বছরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পরীক্ষাতে বেশ কিছু জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছে ছাত্র-ছাত্রীরা। এগুলির মধ্যে কিছু কিছু প্রশ্নের সমাধান করতে পেরেছে আবার কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভব হয় নি। তাই সকল পরিক্ষার্থীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের সকল জটিল প্রশ্ন গুলি নিয়ে আমরা এর আগে দুটি পর্ব আলোচনা করেছি। আজকের পর্বে একিরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। আমরা আশাবাদী সকলের কাজে লাগবে। ( কপিরাইট © 2017-2019|স্টুডেন্টস কেয়ার ™ |সর্বস্বত্ব সংরক্ষিত ) বিনা অনুমতিতে লেখাগুলি কপি করা কপি রাইট আইনত অপরাধ!

Join us on Telegram

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে

 

৫৩. কোন্‌ বিখ্যাত ঐতিহাসিক ডেল্টা বা বদ্বীপের নামকরণ করেন?

হেরোডোটাস
হেরোডোটাস

উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস

৫৪. চান্দ্রদিন কত দিনে হয়?

উঃ ২৭ দিন ৮ ঘন্টা

৫৫. একটি দীর্ঘস্থায়ী পরিবেশ দূষক হল কী?

উঃ DDT

WBCS – প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

৫৬. আফ্রিকার স্টেপস তৃনভূমি কি নামে পরিচিত?

তৃনভূমি
তৃনভূমি

উঃ ভেল্ড।

৫৭. তরল বর্জ্যের অপসারণ ব্যবস্থাকে কি বলে?

উঃ নিষ্কাশন

৫৮. একটি শিল্পজাত কঠিন বর্জ্যের নাম লেখো।

উঃ বাই ফিলাইস যৌগ

৫৯. শিবালিক পর্বতের পাদদেশে অনেকগুলি পলল পাখা যুক্ত হয়ে যে ভূমিরূপ তৈরী হয় তার নাম কী?

উঃ ভাবর

৬০. একটি ধাতব বিষাক্ত বর্জ্যের নাম লেখো।

উঃ পারদ

৬১. খাম্বাত উপসাগরে পতিত একটি নদীর নাম লেখো।

তাপ্তি নদী অববাহিকা
তাপ্তি নদী অববাহিকা

উঃ তাপ্তি

৬২. কোন্‌ অরন্যকে ভারতের সাভানা বলা হয়?

উঃ শুষ্ক পর্ণমোচী অরন্যকে।

৬৩. ভারতের একটি আল্পীয় উদ্ভিদের নাম লেখো।

রডোডেন্ড্রন
রডোডেন্ড্রন

উঃ রডোডেন্ড্রন

৬৪. ত্রিম্বক উচ্চভূমি থেকে যে নদীটি সৃষ্টি হয়েছে তার নাম কী?

উঃ গোদাবরী

৬৫. উন্মুক্ত এলাকাসহ কৃষি জমির রঙ উপগ্রহচিত্রে কোন্‌ রঙে দেখানো হয়?

উঃ সাদা

৬৬. ভারতের কোন্‌ কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী?

চন্ডিগড় শহর
চন্ডিগড় শহর

উঃ চন্ডিগড়

৬৭. নরওয়ে উপকুলে বরফ মুক্ত থাকে কোন্‌ সামুদ্রিক স্রোতের প্রভাবে

উত্তর আটলান্টিক স্রোত
উত্তর আটলান্টিক স্রোত

উঃ উপসাগরীয় স্রোতের শাখা উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে।

৬৮. মালনাদ শব্দের অর্থ কী?

উঃ উচ্চভূমি

৬৯. মাউন্ট তাকাহি কিসের উদাহরণ?

নুনাটক্‌স
চিত্র একটি নুনাটক্‌স দেখতে পাচ্ছেন

উঃ নুনাটক্‌সের উদাহরণ

৭০. সুসিমা স্রোত কোন্‌ মহাসাগরে দেখা যায়?

উঃ প্রশান্ত মহাসাগরে

৭১. সিজিগি শব্দের অর্থ কী?

উঃ যোগ বিন্দু

৭২. বর্জ্য কাচ কিসের বিকল্প হিসাবে ব্যবহার হয়?

উঃ অ্যাসফল্টের বিকল্প হিসাবে।

৭২. জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাকটেরিয়ার প্রভাবে কমে গেলে তাকে কী বলে?

উঃ BOD (Biological Oxygen Demand)।

৭৩. অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদের বৃদ্ধির মাধ্যমে জলাশয় ভরাট হয়ে গেলে তাকে কী বলে?

উঃ ইউট্রোফিকেশন।

৭৪. ছোটোনাগপুর মালভূমির উচ্চতম অংশ কোন্‌ অঞ্চল?

উঃ প্যাট অঞ্চল

UGC NET GEOGRAPHY প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

৭৫. আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝের অংশের নাম কী?

উঃ দ্য গ্রেট ফল্ট।

৭৬. গঙ্গার বাম তীরের দীর্ঘতম উপনদীর নাম কী?

গঙ্গা নদী অববাহিকা
গঙ্গা নদী অববাহিকা

উঃ ঘর্ঘরা (১০৮০ কিমি)।

৭৭. ভারতের বৃহত্তম জলাভূমি কোন্‌টি?

উঃ তামিলনাডুর ভিলুপুরম উপদ্বীপের কালিভেলি লবণাক্ত হ্রদ।

৭৮. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মাটি কী নামে পরিচিত?

উঃ ধাঙ্কার।

৭৯. ভারতে অরন্য আচ্ছাদনের পরিমান সর্বনিম্ন কোন্‌ রাজ্যে?

উঃ পাঞ্জাব।

৮০. ভারতের আন্তর্জাতিক জাতীয় সড়কপথ কোনটি?

উঃ NH 35 (কলকাতা- যশোহর)

৮১. এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৯৫ সালের ১ এপ্রিল।

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!