মাধ্যমিক ইতিহাস সমগ্র | শেষ মুহুর্তের প্রস্তুতি | প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, দাদা-ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা বলতে আমরা যেটাকে বুঝি সেটা হল মাধ্যমিক পরীক্ষা। একনিষ্ঠ প্রস্তুতি ও নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে এই পরীক্ষাতে খুব ভাল ভাবেই উত্তীর্ণ হওয়াটা খুব কঠিন কাজ নয়। যাই হোক, পরীক্ষার্থীদের শেষ মুহুর্তে সাহায্য করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চেষ্টা করছি সকলকে কিছু শর্ট প্রশ্ন সহকারে সাহায্য করার জন্য। এগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে সাথে বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে ইতিহাস বিষয়ক বিভাগে খুবি কাজে লাগবে। চলুন শুরু করা যাক প্রথম পর্ব।

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেক

১. ইতিহাসের জনক নামে পরিচিত কে?

উঃ হেরোডোটাস

Join us on Telegram

২. ‘ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’ মন্তব্যটি কে করেছেন?

উঃ ই. এইচ. কার

৩. অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয় কবে?

উঃ ১৯২৯ খ্রীঃ

৪. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ কার্ল মার্কস।

[আরও পড়ুন- মাধ্যমিক ইতিহাস প্রস্তুতি অসংখ্য প্রশ্ন উত্তর]

৫. ভারতের প্রথম শ্রমিক সনহগঠনটি হল?

উঃ শ্রমজীবি সমিতি

৬. পৃথিবীর সবচেয়ে প্রাচীন খেলাটি কোন্‌টি?

উঃ মানাকালা

আরও পড়ুন- মাধ্যমিক ভূগোল শেষ মুহুর্তের প্রস্তুতি

৭. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কে?

উঃ স্যার সৈয়দ আহমেদ

৮. বাংলার নানা সাহেব নামে পরিচিত কে?

উঃ রামরতন রায়

৯. ‘কংগ্রেস সোশালিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৩৪ খ্রীঃ

১০. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন কে?

উঃ নবগোপাল মিত্র

১১. ইন্ডিয়া অফিস লাইব্রেরি অবস্থিত কোথায়?

উঃ ইংল্যান্ড

১২. রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল কোথায়?

উঃ বোম্বাই

১৩. একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে?

উঃ মাদারি পসি

১৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী ছিলেন কে?

উঃ মধুসুদন রায়

১৫. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কে রচনা করেন?

উঃ স্বামী বিবেকানন্দ

১৬. ‘তেভাগা’ আন্দোলনের একজন নেত্রী হলেন?

উঃ সুদীপা সেন

১৭. ‘অল ইন্ডিয়া হোমরুল লিগ’ প্রতিষ্ঠা করেন কে?

উঃ অ্যানি বেসান্ত

১৮. ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন কে?

উঃ ডেভিড হেয়ার

১৯. ‘জাতীয় বিজ্ঞান চর্চার জনক’ কাকে বলা হয়?

উঃ মহেন্দ্রলাল সরকার কে।

২০. বিপিনচন্দ্র পালের রচিত আত্মজীবনীর নাম কী?

উঃ সত্তর বছর

 

যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!