প্রাথমিক টেট পরিবেশবিদ্যা পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর 8 MCQ Free PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

Primary TET Board Model/Sample Question Answers : পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষ পর্ষদ 2022 সালে যে প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা নিতে চলেছে তার নতুন পাঠ্যক্রম (Syllabus) এবং নমুনা প্রশ্ন প্রদান করেছে। প্রাথমিক টেট পরিবেশবিদ্যা পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর গুলি অনেকের অজানা, তাই MGI TET Online Coaching Centre এর সাথে মিলিত প্রচেষ্টায় আমরা Primary TET Board Model/Sample Question Answers গুলি এই নিবন্ধে আলোচনা করলাম।

আজকের বিষয়ে থাকছে Primary TET Board Environmental Studies Model Question Answers (পর্ষদ কর্তৃক প্রাথমিক টেট পরিবেশবিদ্যা পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর )

শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যাDownload
বাংলা Download
ইংরেজিDownload
গণিতDownload
পরিবেশ বিদ্যাDownload
প্রাথমিক টেট পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর

প্রাথমিক টেট পরিবেশবিদ্যা পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর

1. নিলিখিত কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসাবে ধরা যেতে পারে?

(A) বিশ্ব থেকে স্থানীয়

Join us on Telegram

(B) বিমূর্ত থেকে মূর্ত

(C) অজ্ঞাত থেকে জ্ঞাত

(D) জ্ঞাত থেকে অজ্ঞাত

উঃ (D) জ্ঞাত থেকে অজ্ঞাত

2. পরিবেশবিদ্যা শ্রেণিকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠগ্রহণ করছে তখন একে বলা হয়

(A) আনুষ্ঠানিক শিক্ষা।

(B) অনানুষ্ঠানিক শিক্ষা

(C) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা

(D) সামাজিক শিক্ষা

উঃ (C) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা

3. বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা কলা যেতে পারে

(A) বিদ্যালয়ের পরিবেশকে উন্নত করা

(B) পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করা

(C) অভিভাবকের সচেতনতাকে উন্নত করা

(D) পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করা

উঃ (B) পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করা

4. একজন পরিবেশবিদ্যার শিক্ষক কিছু মটরগাছ কয়েকটি জমিতে লাগালেন। কয়েক সপ্তাহ পর ছাত্রীদের তিনি ফলাফল দেখালেন ও প্রাপ্ত ফলাফলটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করালেন। এতে যে বিষয়টি তিনি শেখাতে চাইলেন

(A) হাইপোথিসিস কীভাবে তৈরি করতে হয়

(B) কোনো সমস্যার ফলাফল কীভাবে খুঁজে বার করতে হয়।

(C) কীভাবে পরিমাপ করতে হয়

(D) কীভাবে গণনা করতে হয়

উঃ (A) হাইপোথিসিস কীভাবে তৈরি করতে হয়

5. ‘পুড়িয়ে ফেলা’ কথাটি নিম্নের কোনটি সঙ্গে সম্পর্কযুক্ত?

(A) খোলাস্থানে বর্জ্য ফেলা

(B) যানবাহন থেকে গ্যাস নির্গত করা

(C) বর্জকে পুনর্ব্যবহার করা।

(D) কঠিন বর্জকে ব্যবস্থাপিত করা

উঃ (D) কঠিন বর্জকে ব্যবস্থাপিত করা

6. প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?

(A) 1st জুন

(B) 5th জুন

(C) 7th জুন

(D) 21st জুন

উঃ (B) 5th জুন

7. হেপাটাইটিস B হল একটি ____ বাহিত রোগ।

(A) খাদ্য

(B) বায়ু

(C) জল

(D) রক্ত

উঃ (D) রক্ত

পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ১ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৩ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ৪ক্লিক করুন
পরিবেশবিদ্যা প্যাডাগোজি পর্ব ক্লিক করুণ
Primary TET Practice SET PDF List

8. কোন বছর ভারতে ‘বন্যপ্রাণ (সংরক্ষণ) আইন’ বাস্তবায়ন করা হয়?

(A) 1970

(B) 1971

(C) 1972

(D) 1974

উঃ (C) 1972

প্রাথমিক টেট পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর

শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যাDownload
বাংলা Download
ইংরেজিDownload
গণিতDownload
পরিবেশ বিদ্যাDownload
প্রাথমিক টেট পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর

Primary TET Board Environmental Studies Model Question Answer PDF

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!