প্রাথমিক টেট গণিত পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর 10 MCQ Free PDF
Primary TET Board Model/Sample Question Answers : পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষ পর্ষদ 2022 সালে যে প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা নিতে চলেছে তার নতুন পাঠ্যক্রম (Syllabus) এবং নমুনা প্রশ্ন প্রদান করেছে। প্রাথমিক টেট পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর গুলি অনেকের অজানা, তাই MGI TET Online Coaching Centre এর সাথে মিলিত প্রচেষ্টায় আমরা প্রাথমিক টেট গণিত পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর (Primary TET Board Mathematics Model Question Answers) গুলি এই নিবন্ধে আলোচনা করলাম।
প্রাথমিক টেট পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর
শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা | Download |
বাংলা | Download |
ইংরেজি | Download |
গণিত | Download |
পরিবেশ বিদ্যা | Download |
প্রাথমিক টেট গণিত পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর
1. যদি 0.99999 + x = 1.0 হয়, তবে x =
(A) 0.00001
(B) 0.000001
(C) 1.00001
(D) 0.11111
উঃ (A) 0.00001
সমাধানঃ
0.99999 + x = 1.0
বা, x = 1.0 – 0.99999
বা, x = 0.00001
2. নীচের চিত্রের সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ABC ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল =

(A) 10 একক2
(B) 9 একক2
(C) 9 একক
(D) 9.5 একক2
[এখানে একক = দৈর্ঘ্য একক]
উঃ (B) 9 একক2
3. যুগ্ম অথচ মৌলিক এমন সংখ্যার সংখ্যা হল-
(A) 1
(B) 2
(C) 3
(D) 5
উঃ (A) 1
বিঃ দ্রঃ একমাত্র যুগ্ম এবং মৌলিক সংখ্যা হল 2। সুতরাং যুগ্ম অথচ মৌলিক সংখ্যা হল- 1টি (সংখ্যার সংখ্যা বলেছে)
4. আপনার কাছে 100.25 টাকা আছে এবং পরে আপনি 9.70 টাকা দিয়ে একটি ক্যান্ডি কিনলেন। তাহলে আপনার কাছে কতটাকা অবশিষ্ট আছে?
(A) 99.55 টাকা
(B) 99.45 টাকা
(C) 91.55 টাকা
(D) 90.55 টাকা
উঃ (D) 90.55 টাকা
সমাধানঃ অবশিষ্ট টাকা= (100.25-9.70)
= 90.55 টাকা
5. একজন শীক্ষার্থী কোনো বইয়ের 73/111 অংশ 37/222 অংশ এবং 22/333 অংশ তিন দিনে পড়েছে। তারপর বইয়ের যতটা পড়া বাকি থাকে তা হল-
(A) 73/666 অংশ
(B) 73/222 অংশ
(C) 73/111 অংশ
(D) 79/666 অংশ
উঃ (A) 73/666 অংশ
6. একটি ভাল অঙ্কে ভাজক ফল ভাগশেষের দিগুণ ও ভাগফল, ভাললেবের অর্ধেক ও গণশেষ 12 হলে, ভাজ্য হবে-
(A) 144
(B) 72
(C) 156
(D) 256
উঃ (C) 156
সমাধানঃ প্রশ্নানুসারে ভাগশেষ = 12, ভাগফল = 12/2=6, এবং ভাজক = 12×2=24
সূত্রানুসারে, ভাজ্য = (ভাজক x ভাগফল)+ ভাগশেষ
= (24 x 6) + 12
= 144+12
= 156
7. গণিতে ফুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিবৃতিটি
(A) মিথ্যা, কারণ এটি শিক্ষার্থীর অসাবধানতা প্রদর্শন করে।
(B) মিথ্যা, কারণ গণিতকে ত্রুটিমুক্ত হতে হবে
(C) সত্য, কারণ এতে শিক্ষককে শিক্ষার্থীর বিষয় সংক্রান্ত বোধগম্যতা বুঝতে সাহায্য করে।
(D) সত্য, কারণ ভুল কম বুদ্ধ্যাঙ্ক নির্দেশ করে।
উঃ (C) সত্য, কারণ এতে শিক্ষককে শিক্ষার্থীর বিষয় সংক্রান্ত বোধগম্যতা বুঝতে সাহায্য করে।
8. গণিতে প্রতিকারমূলক শিক্ষণের উদ্দেশ্য কী?
(A) শিখন সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীকে সাহায্য করা।
(B) শিক্ষার্থীকে অধিক সময় ধরে শিখনের সুযোগ প্রদান করা।
(C) অতিরিক্ত ক্লাস পেতে শিক্ষককে সাহায্য করা।
(D) সুষম বণ্টনযুক্ত সময় তালিকা তৈরি করতে প্রধান শিক্ষিকা/শিক্ষককে সাহায্য করা
উঃ (A) শিখন সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীকে সাহায্য করা।
9. দুটি অখণ্ড সংখ্যার গ. সা. গু. হল-
A) দুটি সংখার প্রত্যেকটি অখণ্ড সংখার চেয়ে সর্বদা ছোট
(B) দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোট বা সমান
(C) দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা বড়ো
D) দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোট বা সমান হবে যদি অখন্ড সংখ্যা দুটি অ-শূন্য হয়।
উঃ D) দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোট বা সমান হবে যদি অখন্ড সংখ্যা দুটি অ-শূন্য হয়।
10. প্রাথমিক অরে গণিতের প্রস্তুতিকালীন মূল্যায়নের অন্তর্গত-
(A) সাধারণ ভুলগুলি চিহ্নিতকরণ
(B) গ্রেডিং ও র্যাঙ্কিং
(C) পদ্ধতিগত জ্ঞান পরিমাপ।
(D) শিখনের ফাঁক চিহ্নিতকরণ
উঃ (D) শিখনের ফাঁক চিহ্নিতকরণ
দ্রব্যষ্ট্যঃ এই মূল্যায়নের পাঁচটি সূচক হল-
- অংশগ্রহণ
- প্রশ্ন ও অনুসন্ধান
- ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য
- সমানুভুতি ও সহযোগিতা
- নান্দনিকতা ও সৃষ্টিশীলতা প্রকাশ
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
গণিত পর্ষদ নমুনা প্রশ্নের উত্তর PDF
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF