মাধ্যমিক ২০১৮ সম্ভাব্য জটিল কিছু প্রশ্নের সমাধান | ভূগোল । দ্বিতীয় পর্ব
এর আগে আমরা প্রথম পর্বে ২৫টি জানা অজানা জটিল প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করেছি। (প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন)। আরও একবার সকল মাধ্যমিক ২০১৮ এর পরীক্ষার্থীদের স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এ বছরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পরীক্ষাতে বেশ কিছু জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছে ছাত্র-ছাত্রীরা। এগুলির মধ্যে কিছু কিছু প্রশ্নের সমাধান করতে পেরেছে আবার কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভব হয় নি। তাই সকল পরিক্ষার্থীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের সকল জটিল প্রশ্ন গুলির সমাধান করে একটি প্রশ্ন উত্তরের তালিকা আমরা প্রকাশ করলাম। আমরা আশাবাদী সকলের কাজে লাগবে। দ্বিতীয় পর্বে আরও ২৭টি প্রশ্ন ও উত্তর দেওয়া হল। ( কপিরাইট © 2017-2019|স্টুডেন্টস কেয়ার ™ |সর্বস্বত্ব সংরক্ষিত ) বিনা অনুমতিতে লেখাগুলি কপি করা কপি রাইট আইনত অপরাধ!
প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে
২৬. কোন্ নিয়ত বায়ুর অপর নাম পূবালী বায়ু

উঃ আয়ন বায়ু
২৭. সমুদ্র উপকুল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলা হয়?

উঃ ফিয়র্ড
UGC NET GEOGRAPHY প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন
২৮. ‘ভারতের নায়াগ্রা’ বলা হয় কোন্ জলপ্রপাতকে?
উঃ ছত্তিশগড়ের চিত্রকুট জলপ্রপাতকে।
২৯. পীরপঞ্জাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ ইন্দ্রাসন।
৩০. পেরিজির সঙ্গে সিজিগির মিলনে যে প্রবল জোয়ার সংঘটিত হয় তাকে কী বলে?
উঃ প্রক্সিজিয়ান
৩১. ভারতের মক্কা বলা হয় কোন্ শহর কে?
উঃ সুরাট
৩২. ছত্তিশগড়ের দক্ষিনের মালভূমির নাম কী?

উঃ দন্ডকারণ্য
৩৩. মৌসুমি বায়ু কোন মহাসাগরে প্রবাহিত হয়?
উঃ ভারত মহাসাগরে
৩৪. কৃষ্ণ মৃত্তিকার রঙ কালো হয় কোন্ অক্সাইডের কারনে?
উঃ টাইটানিয়াম অক্সাইড
৩৫. ভারতে চাষযোগ্য জমির কত শতাংশ জমিতে গম চাষ করা হয়?
উঃ ১৫ শতাংশ
৩৬. ভারতের প্রতিরক্ষা যান নির্মিত হয় এমন একটি শহর হল কী?
উঃ জব্বলপুর
৩৭. কোন্ দুই মাসে বায়ুচাপের পার্থক্য সর্বাধিক পরিলক্ষিত হয়?
উঃ জানুয়ারি ও জুলাই মাসে।
৩৮. উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা সারাবছর প্রায় সরলরেখায় অবস্থান করে কোন্ জলবায়ু অঞ্চলে?
উঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।
৩৯. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম মূখি ঢালে কোন ধরণের মৃত্তিকা দেখা যায়?
উঃ ল্যাটেরাইট মৃত্তিকা।
৪০. ইউট্রোফিকেশান কোন্ উৎসের বর্জ্যের প্রভাবে ঘটে?
উঃ কৃষিজ বর্জ্য ও গৃহস্থালিয় বর্জ্য।
৪১. উত্তর-পূর্ব ভারতের পর্বতশ্রেনি গুলিকে কী নামে ডাকা হয়?
উঃ পূর্বাচল
৪২. নদী যে পরিমান বস্তু বহন করে তাকে কী বলে?
উঃ নদীর বহন ক্ষমতা বলে
৪৩. পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কলকাতা
৪৪. ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কী?

উঃ খারদুংলা
৪৫. ভূপৃষ্ঠে গড় ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে কত মিলিবার?
উঃ ১২.৬ মিলিবার।
৪৬. কোনো একটি মাসে সব্বোনিম্ন ভাটা কখন দেখা যায়?
উঃ অমাবস্যা তিথিতে
৪৭. নরওয়েতে স্ক্র্রাবার থেকে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ কোনটি?
উঃ লেজিওনিয়ার্স।
৪৮. বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম লিখ।
উঃ পাইরোলিসিস।
৪৯. বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলা হয়?
উঃ ইনসিনারেশন।
৫০. ভারতে বিপদজনক বর্জ্য আইনটি প্রচলিত হয় কবে?
উঃ ১৯৮৯ সালে।
৫১. গ্রাবরেখা পুঁতির মালার মত গঠিত হলে তাকে কি বলে?
উঃ অগ্রবর্তী গ্রাবরেখা বলে
৫২. তুলা উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়?
উঃ জিনিং
প্রশ্ন সূত্র- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নাবলি সংকলন ২০১৭-১৮