প্রকাশিত হল প্রাথমিক টেট বিজ্ঞপ্তি 2022 : যোগ্যতা, আবেদন পদ্ধতি
প্রাথমিক টেট বিজ্ঞপ্তি 2022 ঃ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা এবছরের প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। Primary TET – এ কিভাবে আবেদন করবেন? প্রাথমিক টেট দেওয়ার জন্য নূন্যতম বয়স কত? প্রাথমিক টেটের ফর্ম ফিলাপের জন্য কত টাকা দিতে হবে? প্রাথমিক টেট পরীক্ষা দেওয়ার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সকল বিষয়ে এই নিবন্ধে ধাপে ধাপে আলোচনা করা হল। ফর্ম ফিলাপের আগে অন্তত ভালো করে পড়েনিন একবার।
কিভাবে ফর্ম পূরণ করবেন Step by Step প্রক্রিয়াটি আগে যানুন। এখানে ক্লিক করুণ
14 অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হল প্রাথমিক টেট 2022 এর বিজ্ঞপতি।
প্রাথমিক টেট বিজ্ঞপ্তি 2022
পরীক্ষার নাম | WB Primary TET |
পর্ষদের নাম | WBBPE |
শ্রেণি | প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী |
মোট নম্বর | 150 |
প্রশ্নের ধরণ | MCQ |
পরীক্ষার সময় | 2 ঘন্টা 30 মিনিট |
পরীক্ষার বিজ্ঞপ্তি | ২৯ সেপ্টেম্বর ২০২২ |
পরীক্ষার দিন | ১১ ডিসেম্বর ২০২২ |
শূণ্যপদ | ১১ হাজার (সম্ভাব্য) |
যোগ্যতা | HS+D.El.Ed (or B.Ed) |
আবেদন শুরু | ১৪ অক্টোবর ২০২২ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
বিভাগ | প্রাথমিক TET সিলেবাস |
সরকারী ওয়েবসাইট | WBBPE.ORG |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | ক্লিক করুণ |
PTET 2022 পরীক্ষা কবে হবে?
১১ ডিসেম্বর ২০২২ রাজ্যে হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা।
প্রাথমিক টেটে 2022 আবেদন শুরু কবে?
প্রাথমিক টেটে আবেদন শুরু হয়েছে 14 অক্টোবর বিকাল 4টা থেকে এবং আবেদন চলবে 3 নভেম্বর রাত 12 টা পর্যন্ত
প্রাথমিক টেটে আবেদন করার ওয়েবসাইট
প্রাথমিক টেটে আবেদন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ভিজিট করে.
প্রথমে https://wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে যান।
তারপর ক্লিক করুণ “Online Application for Teachers Eligibility Test 2022 (TET-2022) For Class I to V” অপশনে।
তারপর নিজের সম্পর্কে বিস্তারিত পূরণ করে নথিপত্র আপলোড করে, ফিলাপ করা ফর্মটি ডাউনলোড করে রেখে দিন
ওপরের ওয়েবসাইট যদি কাজ না করে তাহলে আরও একটি ওয়েবসাইট দেওয়া হল। এই ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন জানাতে পারবেন WBBPE.ORG
শিক্ষাগত যোগ্যতাঃ
কিভাবে ফর্ম পূরণ করবেন Step by Step প্রক্রিয়াটি আগে যানুন। এখানে ক্লিক করুণ
প্রাথমিক টেটে কারা আবেদন করতে পারবে?
প্রাথমি টেট ২০২২ এর জন্য কারা আবেদন করতে পারবে নিচে বিস্তারিত ভাবে বর্ণনা করা হল-
(i) ক্লাস I-V যাদের ডিগ্রী রয়েছে
কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক (বা এর সমতুল্য) এবং প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা (যে নামেই পরিচিত হোক না কেন)
অথবা
কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক (বা এর সমতুল্য) এবং প্রাথমিক শিক্ষার 4 বছরের স্নাতক (B.El.Ed.)
অথবা
কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক (বা এর সমতুল্য) এবং ডিপ্লোমা ইন এডুকেশন (বিশেষ শিক্ষা), রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (R.C.I.) দ্বারা স্বীকৃত একটি কোর্সও বিবেচনা করা হবে।
অথবা
কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতক এবং ব্যাচেলর অফ এডুকেশন (বি.এড)
বিঃ দ্রঃ 5% সংরক্ষণ যাদের জন্য- সিনিয়র সেকেন্ডারি বা তার সমমানের পরীক্ষায় 5% নম্বর শিথিলকরণ (অর্থাৎ 45%) তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC-A এবং OBC-B), অব্যাহতিপ্রাপ্ত বিভাগগুলির জন্য অনুমোদিত হবে EC), প্রাক্তন সৈনিক, শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) এবং DH (ডেথ-ইন-হারনেস) বিভাগের প্রার্থীদের জন্য।
ii) যাদের ডিগ্রী এখনও হাতে আসেনিঃ নতুন প্রাথমিক টেটে বি.এড (2020-22) এবং ডিএলএড (2020-22)-এ ট্রেনিং নিচ্ছেন এমন ছাত্র ছাত্রীরাও বসতে পারবেন। এছাড়াও যারা সম্প্রতি বি.এড এবং ডিএলএড বা ডি.এড-ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছেন, তারাও প্রাথমিক টেটে আবেদন করতে পারবেন।
দুই বছরের D.El.Ed এর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিরা এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোর্স এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি এমন ব্যক্তিরা যারা দুই বছরের ডিএডের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন।
অথবা
এই বিজ্ঞপ্তির তারিখে আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোর্স এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি এবং যারা এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.Ed.(বিশেষ শিক্ষা) কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি তারাও TET-2022-এ বসার জন্য যোগ্য হবেন।
অথবা
যারা এই বিজ্ঞপ্তির তারিখে NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed.) কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি তারাও TET-2022-এ বসার জন্য যোগ্য হবেন।
অথবা
যারা D.El.Ed./D.Ed নিচ্ছেন (বিশেষ শিক্ষা)/বিএড প্রশিক্ষণ (সেশন 2020-2022) এবং যারা D.El.Ed./D.Ed এ যোগ্যতা অর্জন করেছে। (বিশেষ শিক্ষা)/বিএড পার্ট-১ পরীক্ষায় (সেশন 2020-2022) TET-2022-এর জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে।
অথবা
যারা D.El.Ed./D.Ed (বিশেষ শিক্ষা)/D.El.Ed./D.Ed বা বিএড কোর্সে ভর্তি হয়েছেন তাদেরো TET-2022-এর জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে।
বিঃ দ্রঃ 5% সংরক্ষণ যাদের জন্য- সিনিয়র সেকেন্ডারি বা তার সমমানের পরীক্ষায় 5% নম্বর শিথিলকরণ (অর্থাৎ 45%) তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC-A এবং OBC-B), অব্যাহতিপ্রাপ্ত বিভাগগুলির জন্য অনুমোদিত হবে EC), প্রাক্তন সৈনিক, শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) এবং DH (ডেথ-ইন-হারনেস) বিভাগের প্রার্থীদের জন্য।
প্রাথমিক টেটে বসার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স সীমা কত?
প্রাথমিক টেটে বসার সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বয়স সীমার মধ্যে প্রার্থীরা বসতে পারবে।
আবেদন ফি
টাকা অনলাইন আবেদন ফি প্রদান 150/- সাধারণ প্রার্থীদের জন্য, রুপি। OBC-A এবং OBC-B প্রার্থীদের জন্য 100/- এবং Rs. 50/- SC, ST, PH প্রার্থীদের জন্য।
প্রার্থীরা ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারেন। অতিরিক্ত প্রক্রিয়াকরণ চার্জ প্রযোজ্য হবে।
ভাষা
প্রথম ভাষা: আবেদনকারীদের প্রথম ভাষা হিসাবে উল্লেখিত ভাষার যেকোন একটি বেছে নিতে হবে: বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলেগু। পছন্দ হবে স্কুলে শিক্ষার মাধ্যমের ভিত্তিতে।
দ্বিতীয় ভাষা: ইংরেজি (সকলের জন্য প্রযোজ্য)
কত নম্বর পেলে প্রাইমারি টেটে পাস করা যাবে?
যোগ্যতার নম্বর: যে প্রার্থী PTET-তে পূর্ণ নম্বরের (150) মধ্যে 60% বা তার বেশি স্কোর করবে তাকে TET-2022 পাস করা প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। তবে SC, ST, OBC-A, OBC-B, PH, EC, প্রাক্তন সৈনিক এবং DH (ডেথ-ইন-হারনেস) প্রার্থীদের জন্য 5% (অর্থাৎ 55%) শিথিলকরণ করা হবে ।
মনে রাখবেনঃ PTET-এর যোগ্যতা অর্জন করা কোনো ব্যক্তিকে নিয়োগের চাকরির অধিকার প্রদান করবে না কারণ এটি নিয়োগের জন্য যোগ্যতার মানদণ্ডগুলির মধ্যে একটি মাত্র।
প্রাথমিক টেট এর জন্য কি কি বই পড়বো?
প্রাথমিক টেটের জন্য একটি বই এর তালিকা আপনাদের জন্য তৈরি করা হয়েছে। লিঙ্কে ক্লিক করে জেনে নিন Best book for WB PTET
আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ | ক্লিক করুণ |