এক কথায় প্রকাশ PDF || বাংলা || প্রাথমিক টেট || দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
4.7/5 - (3 votes)

এক কথায় প্রকাশ PDF

বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন

স্বাগতম জানাই সকলকে। এর আগে আমরা বাংলা এক কথায় প্রকাশ PDF এর প্রথম পর্বটি প্রকাশ করেছি। আজ তার দ্বিতীয় পর্ব। আজ আরও ১৩০ টি এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখে নিন-

প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন

১৩১. ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ।

১৩২. ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন — ভাষাবিদ।

Join us on Telegram

১৩৩. ভোজন করতে ইচ্ছুক—বুভুক্ষু।

১৩৪. ভাবা যায় না এমন—অভাবনীয়।

১৩৫. ভ্রমরের গান—গুঞ্জন।

১৩৬. মধুর ধ্বনি—মধুরা।

১৩৭. মরণ পর্যন্ত—আমরণ।

১৩৮. মৃতের মতো অবস্থা—মুমূর্ষু।

১৩৯. মেধা আছে যার—মেধাবী।

১৪০. ময়ূরের ডাক—কেকা।

১৪১. মায়ের মতো যে ভূমি—মাতৃভূমি।

১৪২. মিষ্টি কথা বলে যে—মিষ্টভাষী।

১৪৩. যে গাছ অন্য গাছের ওপর জন্মে— পরগাছা।

১৪৪. যে নারীর পুত্রসন্তান হয়নি—অপুত্রক।

১৪৫. যে পরিণাম বোঝে না— অপরিণামদর্শী।

১৪৬. যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না—বনস্পতি।

১৪৭. যে জামাই শ্বশুরবাড়ি থাকে— ঘরজামাই।

১৪৮. যে মেয়ের বিয়ে হয়নি—অনূঢ়া।

১৪৯. যে পরে জন্মগ্রহণ করেছে—অনুজ।

প্রতিটি পোস্টের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নজর রাখুন-ক্লিক করুন

১৫০. যে জমিতে দুবার ফসল হয়—দো-ফসলা।

১৫১. যে সংবাদ বহন করে—সাংবাদিক।

১৫২. যে অত্যাচার করে—অত্যাচারী।

১৫৩. যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে— প্রতিধ্বনি।

১৫৪. যে অন্যের অধীন নয়—স্বাধীন।

১৫৫. যে নৌকা চালায়—মাঝি।

১৫৬. যেখানে লোকজন বাস করে— লোকালয়।

১৫৭. যে উপকারীর উপকার স্বীকার করে —কৃতজ্ঞ।

১৫৮. যে হিংসা করে—হিংসক।

১৫৯. যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন।

১৬০. যে বিদেশে থাকে—প্রবাসী।

১৬১. যে আকাশে চরে—খেচর।

১৬২. যা মর্ম স্পর্শ করে—মর্মস্পর্শী।

১৬৩. যা সহজে লাভ করা যায়—সুলভ।

১৬৪. যা সহজে লাভ করা যায়—সুলভ।

১৬৫. যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।

১৬৬. যা বালকের মধ্যেই সুলভ—বালসুলভ।

১৬৭. যা লাফিয়ে চলে—প্লবগ।

WBCS প্রস্তুতি নিন বাড়িতে বসে

১৬৮. যা বুকে হাঁটে—সরীসৃপ।

১৬৯. যা বলার যোগ্য নয়—অকথ্য।

১৭০. যা চুষে খাওয়া যায়—চুষ্য।

১৭১. যা জলে জন্মে—জলজ।

১৭২. যা দেখা যাচ্ছে—দৃশ্যমান।

১৭৩. যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব।

১৭৪. যা একইভাবে চলে —গতানুগতিক।

১৭৫. যা বাক্যে প্রকাশ করা যায় না— অবর্ণনীয়।

১৭৬. যা কষ্ট করে জয় করা যায়— দুর্জয়।

১৭৭. যা হবেই/হইবে—ভাবী।

১৭৮. যা সহজে দমন করা যায় না— দুর্দমনীয়।

১৭৯. যা মাটি ভেদ করে ওঠে—উদ্ভিদ।

১৮০. যা ফুরায় না—অফুরান।

১৮১. যা জলে চরে—জলচর।

১৮২. যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ।

১৮৩. যা পূর্বে ঘটেনি—অভূতপূর্ব।

১৮৪. যার তল স্পর্শ করা যায় না— অতলস্পর্শী।

১৮৫. যার বিশেষ খ্যাতি আছে—বিখ্যাত।

১৮৬. যার নাম কেউ জানে না— অজ্ঞাতনামা।

১৮৭. যার পত্নী গত হয়েছে—বিপত্মীক।

১৮৮. যার ভাতের অভাব—হাভাতে।

১৮৯. যার মমতা নেই—নির্মম।

১৯০. যার তুলনা হয় না—অতুলনীয়।

১৯১. যার সীমা নেই—অসীম।

১৯২. যার তুলনা নেই—অতুলনীয়।

১৯৩. যার অন্ত নেই—অন্তহীন।

১৯৪. যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু।

১৯৫. গরু রাখার স্থান — গোহাল।

১৯৬. ঢেউয়ের ধ্বনি — কল্লোল।

১৯৭. পুবের বাতাস — পুবালি।

১৯৮. গরু চরায় যে — রাখাল।

১৯৯. গাভির ডাক — হাম্বা।

২০০.জানা আছে যা—জ্ঞাত।

২০১. বিদেশে থাকে যে — প্রবাসী।

২০২. পুতুল পূজা করে যে — পৌত্তলিক।

২০৩. রুপার মতো — রুপালি।

২০৪. মাটির তৈরি শিল্পকর্ম — মৃৎশিল্প।

২০৫. আঠা যুক্ত আছে যাতে — আঠালো।

২০৬. চালচলনের উৎকর্ষ — সভ্যতা।

২০৭. পুরুষানুক্রমিক — ঐতিহ্য।

২০৮. চিত্রকর্মের কাঠামো — নকশা।

২০৯. জীবন পর্যন্ত — আজীবন।

২১০. জনশূন্য স্থান — নির্জন।

২১১. যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় — বনস্পতি।

২১২. মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষ — মৌমাছি।

২১৩. জ্ঞানের সঙ্গে বিদ্যমান — সজ্ঞান।

২১৪. আপনাকে ভুলে থাকে যে — আপনভোলা।

২১৫. বিলম্বে নয় এমন — অবিলম্বে।

২১৬. স্থির নয় এমন — অস্থির।

২১৭. ফুল হতে জাত — ফুলেল।

২১৮. আলাপ করতে তৎপর — আলাপী।

২১৯. আলোচনার বিষয়বস্তু — আলোচ্য।

২২০. মুক্তি কামনা করে যে — মুক্তিকামী।

২২১. মৃত্তিকা দিয়ে নির্মিত — মৃন্ময়।

২২২. স্রোত আছে যার — স্রোতস্বতী।

২২৩. প্রাচীন ইতিহাস — প্রত্নতাত্ত্বিক।

২২৪. প্রাণিদেহ থেকে লব্ধ — প্রাণিজ।

২২৫. রোগনাশক গাছগাছড়া — ভেষজ।

২২৬. আলো ছড়ায় যে পাখি — আলোর পাখি।

২২৭. শিক্ষা করছে যে — শিক্ষানবিশ।

২২৮. বিচিত্রতায় পূর্ণ যা — বৈচিত্র্যপূর্ণ।

২২৯. খাদ নেই যাতে — নিখাদ।

২৩০. বনে বাস করে যে — বনবাসী।

২৩১. যা বনে চরে — বনচর।

২৩২. আকাশ ও পৃথিবী — ক্রন্দসী।

২৩৩. অন্বেষণ করার ইচ্ছা — অন্বেষা।

২৩৪. উদ্দাম নৃত্য — তাণ্ডব।

২৩৫. যা সহজেই ভেঙে যায় — ঠুনকো।

২৩৬. বিনা অপরাধে সংঘটিত হত্যা — গণহত্যা

২৩৭. যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেই- অবিসংবাদী

২৩৮. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ- শ্বাপদসংকুল

২৩৯. যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা

২৪০. যে নারী বীর সন্তান প্রসব করে- বীরপ্রসূ

২৪১. যে নারীর কোন সন্তান হয় না- বন্ধ্যা

২৪২. যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে- কাকবন্ধ্যা

২৪৩. যে নারীর স্বামী প্রবাসে আছে- প্রোষিতভর্তৃকা

২৪৪. যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে- প্রোষিতপত্নীক

২৪৫. যে পুরুষের চেহারা দেখতে সুন্দর- সুদর্শন (স্ত্রীলিঙ্গ- সুদর্শনা)

২৪৬. যে রব শুনে এসেছে- রবাহুত

২৪৭. যে লাফিয়ে চলে- প্লবগ

২৪৮. যে নারী কখনো সূর্য দেখেনি- অসূর্যম্পশ্যা

২৪৯. যে নারীর স্বামী মারা গেছে- বিধবা

২৫০. যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে- নবোঢ়া

২৫১. যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী

২৫২. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদ্গমন

২৫৩. সকলের জন্য প্রযোজ্য- সর্বজনীন

২৫৪. সকলের জন্য হিতকর- সার্বজনীন

২৫৫. স্ত্রীর বশীভূত হয় যে- স্ত্রৈণ

২৫৬. সেবা করার ইচ্ছা- শুশ্রুষা

২৫৭. শত্রুকে/অরিকে দমন করে যে- অরিন্দম

২৫৮. মৃতের মত অবস্থা যার- মুমূর্ষু

২৫৯. বেদ-বেদান্ত জানেন যিনি- বৈদান্তিক

২৬০. পূর্বজন্ম স্মরণ করে যে – জাতিস্মর

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!