প্রাচীন ভারতের বিভিন্ন শিলা লিপি PDF || Ancient Indian Inscriptions list
প্রাচীন ভারতের বিভিন্ন শিলা লিপি
স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগত। আজকের বিষয় প্রাচীন ভারতের বিভিন্ন শিলা লিপি PDF। এই PDF টি তে প্রায় ২১টি বিভিন্ন রাজার আমলের শিলালিপির একটি তালিকা দেওয়া রয়েছে। যেটি প্রতিটি প্রতিযোগিতা মূলক পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। PDF টি পোস্টের শেষে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।
- বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা
- সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান PDF
- ভারতের বিভিন্ন রাজবংশ , প্রতিষ্ঠাতা, প্রথম ও শেষ সম্রাটের নামের তালিকা
- জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF
- ভারতের মনীষীদের ডাক নাম বা উপনাম
- ষোড়শ মহাজনপদ তালিকা PDF
- ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটকদের তথ্য
- ভারতের ঐতিহাসিক সন্ধি
ক্র. নং. | লিপি/প্রশস্তি | কার সম্বন্ধে/আমলে | রচয়িতা |
---|---|---|---|
১ | নাসিক প্রশস্তি | সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণী | গৌতমী বলশ্রী |
২ | নানাঘাট শিলালিপি | সাতবাহনরাজ প্রথম সাতকর্ণীর | রানি নয়নিকা |
৩ | এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্ত | হরিষেণ |
৪ | আইহোল প্রশস্তি | দ্বিতীয় পুলকেশী | রবিকীর্তি |
৫ | হাতিগুম্ফা লিপি | কলিঙ্গরাজ খারবেল | |
৬ | গোয়ালিয়র প্রশস্তি | প্রথম ভোজরাজ | |
৭ | জুনাগড় প্রশস্তি | শকক্ষত্রপরাজ রুদ্রদামন | |
৮ | ব্রাহ্মী লিপি | অশোক | |
৯ | সম্পট লিপি | কনিষ্ক | |
১০ | ভিতারি শিলালিপি | স্কন্ধগুপ্ত | |
১১ | তাঞ্জোর লিপি | প্রথম রাজেন্দ্র চোল | |
১২ | এরাণ শিলালিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | |
১৩ | তিরুমালাই লিপি | প্রথম রাজেন্দ্র চোল | |
১৪ | গঞ্জাম লিপি | গৌড়রাজ শশাঙ্ক | |
১৫ | খালিমপুর তাম্রলিপি | ধর্মপাল | |
১৬ | গিরনার শিলালিপি | চন্দ্রগুপ্ত মৌর্য | |
১৭ | দেওড়া প্রশস্তি | বিজয় সেন | |
১৮ | উত্তর মেরু লেখ | চোল রাজাদের কথা জানা যায় | |
১৯ | দিব্যদান | অশোকের রাজত্বকাল সম্বন্ধে জানা যায় | |
২০ | মুঙ্গের লিপি | গৌড়রাজ দেবপাল | |
২১ | ক্রয়োদশ লিপি | অশোকের অনুশোচনা ও মানসিক পরিবর্তনের কাহিনি জানা যায় |
- বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা
- সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান PDF
- ভারতের বিভিন্ন রাজবংশ , প্রতিষ্ঠাতা, প্রথম ও শেষ সম্রাটের নামের তালিকা
- জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF
- ভারতের মনীষীদের ডাক নাম বা উপনাম
- ষোড়শ মহাজনপদ তালিকা PDF
- ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটকদের তথ্য
- ভারতের ঐতিহাসিক সন্ধি
ভারতের বিভিন্ন শিলা লিপি PDF Download