ভারতের রাজ্য অনুযায়ী উল্লেখযোগ্য হ্রদ PDF
ভারতের রাজ্য অনুযায়ী উল্লেখযোগ্য হ্রদ
হ্রদ হল ভূ-বেষ্টিত লবণাক্ত বা মিষ্টি স্থির জলের বড় আকারের জলাশয়। হ্রদ উপসাগর বা ছোট সাগরের মত কোন মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়, তাই এতে জোয়ার ভাটা হয় না। বিভিন্ন ভূ-তাত্ত্বিক কারণে মাটি নিচু হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। স্তরীভূত শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে, অনেক বড় আকারের শিলাস্তর ফাটলের আকারে স্থানচ্যুত হলে, কিংবা ভূমিধ্বসের ফলে পাহাড়ী নদীর গতিপথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। এছাড়া হিমবাহের মাধ্যমেও অনেক হ্রদ তৈরি হয়। হিমবাহগুলি এদের গতিপথে ভূ-পৃষ্ঠে গভীর খাঁজের সৃষ্টি করে এবং পরবর্তীতে কোন কারণে হিমবাহগুলি সরে গেলে এসব স্থানে হ্রদের সৃষ্টি হয়। ভারতের রাজ্য অনুযায়ী উল্লেখযোগ্য হ্রদ এর নাম গুলি আমরা আজ জেনে নেবো।
ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা গুলি জানার জন্য এখানে ক্লিক করুণ
♦ ভারতের রাজ্য অনুযায়ী উল্লেখযোগ্য হ্রদ
১. অন্ধ্রপ্রদেশ- পুলিক্যাট হ্রদ, কোল্লেরু হ্রদ, কানিয়াইরি হ্রদ, নাগার্জুন সাগর
২. আসাম- হাফলং হ্রদ, চাপানালা, শিবসাগর হ্র্ , জয়সাগর হ্রদ, গৌরীসাগর হ্রদ, চানডুবি হ্রদ, রুদ্রসাগর হ্রদ, শিবসাগর, দীপর বিল পক্ষী অভয়ারণ্য, সোন বিল, সারন বিল
৩. বিহার- কানওয়ার হ্রদ (একটি পক্ষী অভয়ারণ্য)
৪. হিমাচলপ্রদেশ- ভৃগু হ্রদ, চন্দ্রতাল, চান্দের নাউন, খাজ্জিয়ার, দশৈর, দেহনাসর হ্রদ, ঢংকার হ্রদ, গোবিন্দসাগর হ্রদ , কাম্রুনাগ হ্রদ কারেরি হ্রদ, লামা দল, মহাকালী হ্রদ, ম্যাকচিয়াল, মণিমহেশ হ্রদ, নাকো হ্রদ, পান্ডোহো, পোং বাঁধ হ্রদ পরাসর হ্রদ, রেওয়ালসর হ্রদ, সুরজ তাল
৫. চণ্ডীগড়- সুখনা হ্রদ
৬. গুজরাট– হামিরসার হ্রদ, কাঙ্করিয়া হ্রদ, নল সরোবর, নারায়ণ সরোবর, সর্দার সরোবর বাঁধ, থোল হ্রদ, বস্ত্রাপুর হ্রদ
৭. হরিয়ানা- বড়খল হ্রদ, ব্লু বার্ড হ্রদ, ব্রহ্ম সরোবর, দমদমা হ্রদ, কর্ণ হ্রদ, সন্নিহিত সরোবর, সুরজকুণ্ড, তিলয়ার হ্রদ
৮. জম্মু ও কাশ্মীর- আঞ্চর হ্রদ, ডাল হ্রদ, মানসবল হ্রদ, মনসর হ্রদ, প্যাঙ্গং হ্রদ, শেষনাগ হ্রদ, ছোমোরিরী হ্রদ, উলার হ্রদ, নিগীন হ্রদ, বেরিনাগ হ্রদ, ছোকর হ্রদ
৯. কর্ণাটক- আগারা হ্রদ, বেল্লান্দুর হ্রদ, হেব্বাল হ্রদ, লালবাগ হ্রদ, মাড়িওয়ালা হ্রদ, পুতেন্নাহাল্লি হ্রদ, উলসূর হ্রদ, ওয়ারথুর হ্রদ, মহীশূর শহরের হ্রদসমূহ:, কারানজি হ্রদ, কুক্কারাহাল্লি হ্রদ, লিঙ্গামবুধী হ্রদ, দাবণগিরি জেলার হ্রদসমূহ, শান্তিসাগর, হোন্নামানা হ্রদ, পম্পা সরোবর
৯. কেরালা- অষ্টমুদি, কুট্টানাদ, মানাঞ্চিরা, মানাকডি কয়াল, পরাভুর কয়াল, পুন্নামাদা, শাস্থমকোট্টা, বড়াক্কেচিরা, ভানচিকুলাম, বেল্লায়নী, ভেম্বনাদ।
১০. মধ্যপ্রদেশ- ভোজ হ্রদ, ছোটা তালাও, তাওয়া জলাধার, মোতি, লোয়ার, সারঙ্গ পানি, শাহপুর, আওয়া রিজারভর, আপার।
১১. মহারাষ্ট্র- গোরেওয়াড়া হ্রদ, Khindsi Lake, লোনার হ্রদ, Pashan Lake, পবই হ্রদ, Rankala Lake, সলিম আলী হ্রদ, শিবসাগর হ্রদ, Talao Pali, Tansa Lake, তুলশী হ্রদ, উপবন হ্রদ, বৈতরণা হ্রদ, Venna Lake, বিহার হ্রদ, Chatri Lake
১২. মণিপুর- লোকতাক হ্রদ
১৩. মেঘালয়- উমিয়াম হ্রদ
১৪. মিজোরাম- পালক ডিল, ট্যাম ডিল
১৫. ওড়িশা- অনশুপা, চিলকা, কাঞ্জিয়া
১৬. পুদুচেরী- Bahour Lake, Oustery Lake, Velrampet Lake
১৭. পাঞ্জাব- হরিকে, কাঞ্জলি, রোপার
১৮. রাজস্থান- আনা সাগর হ্রদ, বালসামন্দ, ধেবার, জয়সামন্দ, জল মহল, মান সাগর, কায়লানা, নাক্কি, পুষ্কর, রাজসামন্দ, রামগড়, তালওয়ারা, সম্বর, ফতে সাগর, রংসাগর, উদয় সাগর,
১৯. সিকিম- গুরুদঙ্গমার, খেচিওপালরি, সঙ্গমো, চোলামু
২০. তামিলনাডু- বেরিজাম, চেম্বারামবাক্কাম, কলিভেলি, কাবেরিপক্কম, কোদাইকানাল, উটি, পেরুমাল, ইরি, রেড হিলস্, শোলাভরম, সিঙ্গানালুর, ভীরানাম
© Copy Right- স্টুডেন্টস কেয়ার দ্বারা সমস্ত কপি রাইট সংরক্ষিত। অনুমতি ছাড়া ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ব্লগে এই লেখা প্রকাশ করা যাবেনা। কপি রাইটের বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুণ
২১. তেলেঙ্গানা- আলওয়াল, চেরুভু, দুর্গম চেরুভু, হুসেন সাগর, ওসমান সাগর, সফিলগুডা, সামীরপেট
২২. উত্তরপ্রদেশ- আমাখেরা, বড়ুয়া সাগর তাল, বেলাসাগর, ভাদি তাল, চন্ডো তাল, কীথাম, নাচন তাল, রামগড় আল, শিখা ঝিল
২৩. উত্তরাখন্ড- স্কেলিটন, ভীমতাল, নৈনিতাল, দোদিতাল, সাততাল, নৌকুচিয়াতাল
২৪. পশ্চিমবঙ্গ- দেবর, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, জোড় পোখরি, মিরিক, রবীন্দ্র সরবর, সাঁতরাগাছি লেক, সেঞ্চল।
♦ ভারতের হ্রদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলি জেনে নিন
১. ভারতের বৃহত্তম উপহ্রদ- চিলিকা, ওড়িশা
২. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ- সম্বর হ্রদ, রাজস্থান
৩. ভারতের দীর্ঘতম হ্রদ- ভেম্বনাদ, কেরালা
৪. ভারতের বৃহত্তম কয়াল- ভেম্বনাদ, কেরালা
৫. ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ- প্যাংগং হ্রদ (৪৩৫০ মিটার), লাদাখ
৬. উপদীপীয় ভারতের বৃহত্তম হ্রদ- কালিভেলি, তামিলনাডূ
৭. ভারতের বৃহতম স্বাদুজলের হ্রদ- উলার হ্রদ। কাশ্মীর উপত্যকা
৮. ভারতের সর্বাধিক দূষিত হ্রদ- ভোজ, মধ্যপ্রদেশ
৯. উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ- লোকটাক হ্রদ, মণিপুর
১০. কঙ্কালের হ্রদ নামে পরিচি- রূপকুন্ড হ্রদ, উত্তরাখন্ড
১১. ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ- গোবিন্দ বল্লভ পান্ট সাগর, রিহান্ড বাঁধে, উত্তরপ্রদেশ
১২. ভারতের উচ্চতম হ্রদ- চোলামু হ্রদ (৫,৩৩০ মি), সিকিম।
১৩. ভারতের গভীরতম হ্রদ- গোবিন্দ বল্লভ পান্ট সাগর (গভীরতা ১৬৩ মি)।
১৪. ধ্বসের ফলে সৃষ্টি হওয়া হ্রদ – হিমাচলের স্পিতি উপত্যাকার চন্দ্রতাল হ্রদ।
১৫. হিমবাহ উপত্যাকার সৃষ্ট হ্রদ – কুমায়ুন হিমালয়ের বাসুকি তাল,চোরাবালি তাল
১৬. ভারতের সার্ক হ্রদ – গঙ্গোত্রী ও জেমু গতিপথে করি হ্রদ।
১৭. ভারতের একটি প্লায়া হ্রদ – রাজস্থানের সম্বর
১৮. ভারতের একটি অশ্বখুরাকৃতি হ্রদ – প:ব নদীয়া ও মুর্শিদাবাদ জেলার ভাগিরথী নদীর গতিপথে।
১৯. ভারতের একটি বদ্বীপ হ্রদ – কৃষ্ণা ও গোদাবরী দ্বীপের মধ্য দ্বয়ে কোলেরু হ্রদ।
২০. ভারতের একটি আগ্নেয় জ্বালামুখ হ্রদ – মহারাষ্ট্রের লোনার
PDF Download করার জন্য এখানে ক্লিক করুণ
© Copy Right- স্টুডেন্টস কেয়ার দ্বারা সমস্ত কপি রাইট সংরক্ষিত। অনুমতি ছাড়া ফেসবুক, হোয়াটস অ্যাপ বা কোনো ব্লগে এই লেখা প্রকাশ করা যাবেনা। কপি রাইটের বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুণ
Tag- Indian lake, indian largest lake, indian largest fresh water lake, indian highest lake, ভারতের হ্রদ, ভারতের বৃহতম হ্রদ, ভারতের উচ্চতম হ্রদ, ভারতের লবণাক্ত হ্রদ