ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা || Important Lake of India || PDF Download

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Some Important Lake of India

হ্রদ হল ভূ-বেষ্টিত লবণাক্ত বা মিষ্টি স্থির জলের বড় আকারের জলাশয়। হ্রদ উপসাগর বা ছোট সাগরের মত কোন মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়, তাই এতে জোয়ার ভাটা হয় না। বিভিন্ন ভূ-তাত্ত্বিক কারণে মাটি নিচু হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। স্তরীভূত শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে, অনেক বড় আকারের শিলাস্তর ফাটলের আকারে স্থানচ্যুত হলে, কিংবা ভূমিধ্বসের ফলে পাহাড়ী নদীর গতিপথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। এছাড়া হিমবাহের মাধ্যমেও অনেক হ্রদ তৈরি হয়। হিমবাহগুলি এদের গতিপথে ভূ-পৃষ্ঠে গভীর খাঁজের সৃষ্টি করে এবং পরবর্তীতে কোন কারণে হিমবাহগুলি সরে গেলে এসব স্থানে হ্রদের সৃষ্টি হয়। Some Important Lake of India



হ্রদের নামধরনঅবস্থান
চিলকা হ্রদ (ভারতের বৃহত্তম উপহ্রদ)- লবণাক্ত জলের হ্রদওড়িশা উপকূল
সম্বর হ্রদ (ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ)- লবণাক্ত জলের হ্রদরাজস্থানের জয়পুর
ভেম্বনাদ (ভারতের দীর্ঘতম হ্রদ/ ভারতের বৃহত্তম কয়াল)- ভারতের লবণাক্ত জলের হ্রদকেরালা
প্যাংগং হ্রদ (ভারতের উচ্চতম (৪৩৫০ মিটার) লবণাক্ত জলের হ্রদ)- লবণাক্ত জলের হ্রদজম্মু ও কাশ্মীরের লাদাখে
কালিভেলি (উপদীপীয় ভারতের বৃহত্তম হ্রদ)- লবণাক্ত জলের হ্রদতামিলনাডূ
পুলিকট হ্রদ- লবণাক্ত জলের হ্রদঅন্ধ্রপ্রদেশ ও তামিলনাডূ সীমান্তে অবস্থিত
সো মোরারিলবণাক্ত জলের হ্রদলাদাখ
ভীরানপুজাহালবণাক্ত জলের হ্রদকোচিন (কেরালা)
উলার হ্রদ (ভারতের বৃহতম স্বাদুজলের হ্রদ)- স্বাদুজলের হ্রদকাশ্মীর উপত্যকা
ভোজ (ভারতের সর্বাধিক দূষিত হ্রদ)- স্বাদুজলের হ্রদমধ্যপ্রদেশ
লোকটাক হ্রদ (উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ)- স্বাদুজলের হ্রদমণিপুর (এখানে বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশানাল পার্ক কইবুল লামজা রয়েছে)
রূপকুন্ড হ্রদ (কঙ্কালের হ্রদ নামে পরিচি)- স্বাদুজলের হ্রদউত্তরাখন্ড
কোলেরু (ভারতের অন্যতম বৃহত্তম হ্রদ)- স্বাদুজলের হ্রদঅন্ধ্রপ্রদেশে (গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত)।
ভীরানামস্বাদুজলের হ্রদতামিলনাডু
ডাল হ্রদস্বাদুজলের হ্রদকাশ্মীর উপত্যকা
সাংপো হ্রদস্বাদুজলের হ্রদসিকিম
সাস্থামকোটাস্বাদুজলের হ্রদকেরালা
রেনুকাস্বাদুজলের হ্রদহিমাচলপ্রদেশ
গোবিন্দ বল্লভ পান্ট সাগর (ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ)- কৃত্রিম হ্রদরিহান্ড বাঁধে, উত্তরপ্রদেশ
পুস্কর হ্রদকৃত্রিম হ্রদরাজস্থান
সুখনা হ্রদকৃত্রিম হ্রদচন্ডীগড় (পাঞ্জাব)
তাওয়া জলাশয়কৃত্রিম হ্রদমধ্যপ্রদেশ
ওসমান সাগর- কৃত্রিম হ্রদহায়দ্রাবাদ, তেলেঙ্গানা
হিমায়ুত সাগরকৃত্রিম হ্রদহায়দ্রাবাদ, তেলেঙ্গানা


Join us on Telegram

PDF Download Now Click Here


ভারতের বিভিন্ন রাজ্যের হ্রদের নাম ও বিভিন্ন তথ্য গুলি জানুন এখানে ক্লিক করে

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!