ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা || Important Lake of India || PDF Download
Some Important Lake of India
হ্রদ হল ভূ-বেষ্টিত লবণাক্ত বা মিষ্টি স্থির জলের বড় আকারের জলাশয়। হ্রদ উপসাগর বা ছোট সাগরের মত কোন মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়, তাই এতে জোয়ার ভাটা হয় না। বিভিন্ন ভূ-তাত্ত্বিক কারণে মাটি নিচু হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। স্তরীভূত শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে, অনেক বড় আকারের শিলাস্তর ফাটলের আকারে স্থানচ্যুত হলে, কিংবা ভূমিধ্বসের ফলে পাহাড়ী নদীর গতিপথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। এছাড়া হিমবাহের মাধ্যমেও অনেক হ্রদ তৈরি হয়। হিমবাহগুলি এদের গতিপথে ভূ-পৃষ্ঠে গভীর খাঁজের সৃষ্টি করে এবং পরবর্তীতে কোন কারণে হিমবাহগুলি সরে গেলে এসব স্থানে হ্রদের সৃষ্টি হয়। Some Important Lake of India
হ্রদের নাম | ধরন | অবস্থান |
---|---|---|
চিলকা হ্রদ (ভারতের বৃহত্তম উপহ্রদ)- | লবণাক্ত জলের হ্রদ | ওড়িশা উপকূল |
সম্বর হ্রদ (ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ)- | লবণাক্ত জলের হ্রদ | রাজস্থানের জয়পুর |
ভেম্বনাদ (ভারতের দীর্ঘতম হ্রদ/ ভারতের বৃহত্তম কয়াল)- | ভারতের লবণাক্ত জলের হ্রদ | কেরালা |
প্যাংগং হ্রদ (ভারতের উচ্চতম (৪৩৫০ মিটার) লবণাক্ত জলের হ্রদ)- | লবণাক্ত জলের হ্রদ | জম্মু ও কাশ্মীরের লাদাখে |
কালিভেলি (উপদীপীয় ভারতের বৃহত্তম হ্রদ)- | লবণাক্ত জলের হ্রদ | তামিলনাডূ |
পুলিকট হ্রদ- | লবণাক্ত জলের হ্রদ | অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডূ সীমান্তে অবস্থিত |
সো মোরারি | লবণাক্ত জলের হ্রদ | লাদাখ |
ভীরানপুজাহা | লবণাক্ত জলের হ্রদ | কোচিন (কেরালা) |
উলার হ্রদ (ভারতের বৃহতম স্বাদুজলের হ্রদ)- | স্বাদুজলের হ্রদ | কাশ্মীর উপত্যকা |
ভোজ (ভারতের সর্বাধিক দূষিত হ্রদ)- | স্বাদুজলের হ্রদ | মধ্যপ্রদেশ |
লোকটাক হ্রদ (উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ)- | স্বাদুজলের হ্রদ | মণিপুর (এখানে বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশানাল পার্ক কইবুল লামজা রয়েছে) |
রূপকুন্ড হ্রদ (কঙ্কালের হ্রদ নামে পরিচি)- | স্বাদুজলের হ্রদ | উত্তরাখন্ড |
কোলেরু (ভারতের অন্যতম বৃহত্তম হ্রদ)- | স্বাদুজলের হ্রদ | অন্ধ্রপ্রদেশে (গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত)। |
ভীরানাম | স্বাদুজলের হ্রদ | তামিলনাডু |
ডাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | কাশ্মীর উপত্যকা |
সাংপো হ্রদ | স্বাদুজলের হ্রদ | সিকিম |
সাস্থামকোটা | স্বাদুজলের হ্রদ | কেরালা |
রেনুকা | স্বাদুজলের হ্রদ | হিমাচলপ্রদেশ |
গোবিন্দ বল্লভ পান্ট সাগর (ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ)- | কৃত্রিম হ্রদ | রিহান্ড বাঁধে, উত্তরপ্রদেশ |
পুস্কর হ্রদ | কৃত্রিম হ্রদ | রাজস্থান |
সুখনা হ্রদ | কৃত্রিম হ্রদ | চন্ডীগড় (পাঞ্জাব) |
তাওয়া জলাশয় | কৃত্রিম হ্রদ | মধ্যপ্রদেশ |
ওসমান সাগর- | কৃত্রিম হ্রদ | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
হিমায়ুত সাগর | কৃত্রিম হ্রদ | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
ভারতের বিভিন্ন রাজ্যের হ্রদের নাম ও বিভিন্ন তথ্য গুলি জানুন এখানে ক্লিক করে