বৃহত্তম গোলাপি চাঁদ ! এপ্রিলেই দেখা যাবে ২০২০ সালের বৃহত্তম গোলাপি চাঁদ!
২০২০! সম্ভবত একবিংশ শতকের সবচেয়ে হতাশাজনক, বিস্মরণযোগ্য একটি বছর। বছরের শুরু থেকে কি কি ঘটেনি, অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার থেকে শুরু করে, সারা ভারত ব্যপী “No CAA, No NRC” মিছিল, এবং সম্প্রতি সারা বিশ্ব ব্যাপী ‘করোনা মহামারি’। এই যৌগিক দুর্দশার শেষ নেই বললেই চলে!
যাইহোক, এসবের মাঝে আমরা অসাধারণ কিছু মূহুর্তের সাক্ষী থাকতে চলেছি আজ ও আগামিকাল, অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল ২০২০।
সুপারমুন কী?
সুপারমুনের (supermoon) কক্ষপথ পৃথিবীর নিকটতম। আমাদের গ্রহ থেকে এই নিকটতম দূরত্বের কারণেই চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। এমনিতে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার কিন্তু সুপার মুন অবস্থায় চাঁদ দেখা যাবে ৩,৫,০৩৫ কিমি দূর থেকে।
তবে পূর্ণিমা হলেই কিন্তু সুপারমুন নাও হতে পারে কারণ চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আমাদের গ্রহ থেকে আরও অনেক দূরে থাকলেও পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যেতে পারে। CNET-র একটি প্রতিবেদন অনুযায়ী, ৮ এপ্রিলের সুপারমুন এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম সুপারমুন হবে।
ভারতের আকাশেসুপার মুন কবে দেখা যাবে?
জ্যোতির্বিদ দের মতে ৭ এপ্রিল সন্ধ্যা থেকে চাঁদ বড় হতে শুরু করবে এবং ৮ এপ্রিল সকাল ৮ টা বেজে ৫ মিনিটে চাঁদকে সবচেয়ে বড় দেখাবে।
একে গোলাপি চাঁদ বলা হচ্ছে কেন?
পূর্ণিমার চাঁদের নামকরণের বিষয়টি সাধারণত আমেরিকান অঞ্চল এবং ঋতুগুলির উপর নির্ভর করে। প্রতিবেদন অনুযায়ী, ‘গোলাপি চাঁদ’ নামটি গোলাপি ফুলের (Phlox subulata) নামের উপর ভিত্তি করে দেওয়া। এই ফুল উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে ফোটে এবং এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার চাঁদকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও ডাকা হয়।
গোলাপি মুন সাধারণ পূর্ণিমার চাঁদের থেকে কত বড়ো ও উজ্জ্বল দেখায়?
সুপার মুন সাধারণ পূর্ণিমার চাঁদের থেকে ১৪ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। ফলে বলা বাহুল্য, আজ আকাশ আলো করতে চলা এই চাঁদই এ বছরের বৃহ্ত্তম চাঁদ।
২০২০ সালের শেষ সুপারমুন কখন দেখা গিয়েছিল?
২০২০ সালের এখনও অব্দি শেষ সুপারমুন ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে দেখা গিয়েছিল। মার্চের সুপারমুনকে ডাকা হয়েছিল সুপার ওয়ার্ম মুন (Worm Moon) নামে।