71+ শিশু শিক্ষা সম্পর্কিত উক্তি ও প্রবক্তা PDF

পোস্টটি শেয়ার করুন
3.5/5 - (4 votes)

শিশু শিক্ষা সম্পর্কিত উক্তি ও প্রবক্তা : আপনি কি প্রাইমারি টেট (PTET), উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি (UPTET) টেট কিংবা সেন্ট্রাল টেট (CTET) প্রার্থী? তাহলে আপনি সঠিক যায়গাতে উপস্থিত হয়েছেন। আজকে এই পোস্টের মাধ্যমে বিভিন্ন টেটের প্রস্তুতির জন্য শিশু শিক্ষা ও বিকাশের গুরুত্বপূর্ণ তথ্য গুলি PDF আকারে আপনাকে প্রদান করবো।

আজকে এই পোস্টে 71টি শিশু শিক্ষা সম্পর্কিত উক্তি ও প্রবক্তার নামের তালিকা PDF আকারে প্রকাশ করলাম। যেগুলি আপনি আপনার মুঠো ফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারবেন।

প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট

বিঃ দ্রঃ শিশু শিক্ষা সম্পর্কিত উক্তি ও প্রবক্তা PDF টি টেবিলের শেষে ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

শিশু শিক্ষা সম্পর্কিত উক্তি ও প্রবক্তা তালিকা

#উক্তিপ্রবক্তা
1শিক্ষা হল ত্রিমুখী প্রক্রিয়া।জন ডিউই
2শিক্ষা হল সামাজিক উন্নতি ও সংস্কারের উপায়।জন ডিউই
3শিক্ষার লক্ষ্য হল শিশুর সামাজিক কার্যকারিতার জন্য যোগ্যতা অর্জন করা।জন ডিউই
4শিক্ষা হল অভিজ্ঞতার পুনঃসংগঠন।জন ডিউই
5অনুরাগ হল নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিশুর মানসিক প্রস্তুতি।হার্বাট
6শিক্ষার কাজ হল মানুষকে জীবন ও জীবিকার উপযোগীহার্বাট স্পেনসার
7শিক্ষা হল চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়।স্বামী দয়ানন্দ
8শিক্ষা হল মানুষের মহত্ত্বের প্রকাশ।স্বামী বিবেকানন্দ
9স্বকীয় এবং অন্তর্জাত বুদ্ধি হল পরিণমন।গেসেল
10প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময়।।রুশো।
11শিক্ষার লক্ষ্য হল প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ।রুশো।
12শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হল শিক্ষা।রুশো।
13প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময়।রুশো।
14প্রকৃতির কাছে ফিরে যাও।রুশো।
15জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী।রুশো।
16শিক্ষার কাজ হল মানুষকে জীবন ও জীবিকার উপযোগীতা করে তোলাহার্বাট স্পেনসার
17শিক্ষার উদ্দেশ্য হল সামগ্রিকভাবে বাঁচার প্রস্তুতি।হার্বাট স্পেনসার
18ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।হার্বাট স্পেনসার
19চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ।হার্বাট স্পেনসার
20পরিণমন হল এক বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটিভাবে সংঘটিত হয়।স্কিনার
21শিক্ষার মধ্যে গ্রহণ, রক্ষণাবেক্ষণ উভয়ই আছে।স্কিনার
22জীবনে যে-কোনো ধরনের বহিঃপ্রকাশই হল সক্রিয়তা।ওয়ার্ডসওয়াথ
23বুদ্ধি হল বিমূর্ত চিন্তন ক্ষমতাটারম্যান
24পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু-শিক্ষার উদ্দেশ্য।জন পেস্তালৎসি
25শিক্ষার উদ্দেশ্য হল মানুষের অন্তর্নিহিত শক্তিগুলির স্বাভাবিক, সুষম ও প্রগতিশীল বিকাশ।জন পেস্তালৎসি
26আমি মনোবিকাশসম্মত শিক্ষা চাইজন পেস্তালৎসি
27লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ।জন পেস্তালৎসি
28শিশুর জীবনের মূল শক্তির উৎস হল স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও আনন্দময় খেলা।হলওয়েল কুক
29বিশেষ কোনো কাজের প্রতি ব্যক্তির যে প্রবণতা তাই-ই হল অনুরাগ।মনোবিদ লাভ
30জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ।উডওয়ার্ড।
31আগ্রহ হল সুপ্ত মনোযোগঅ্যানজেল
32একজন আদর্শ মা একশোজন বিদ্যালয়-শিক্ষকের সমান।জন হারবার্ট
33দূরাগত শিক্ষা হল দূর শিক্ষণ এবং দুর শিখন।কিগ্যান
34মনােবিজ্ঞান হল মানুষের আচরণ সম্পকীয় বিজ্ঞান।জে. বি. ওয়াটসন
35খেলার মাঠ হল শিশুর উন্নয়নের আঁতুড়ঘর।।স্কিনার ও সারিম্যান
36বয়ঃসন্ধি হল পীড়ন ও কষ্টের কাল।স্ট্যানলি
37মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান।হোল্ডিং
38শিখন হল অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া।ক্রো অ্যান্ড ক্রো
39অনুরাগ হল কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ।ক্রো অ্যান্ড ক্রো
40মনোবিজ্ঞান হল চেতনার বিজ্ঞান।অ্যাঙ্গেল
41পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রতিফলন ঘটায়।কিলপ্যাট্রিক
42বুদ্ধি হল শিক্ষালাভের ক্ষমতা।বাকিংহাম।
43শিক্ষার লক্ষ্য হল শিশুর অন্তর্নিহিত সত্ত্বার পরিপূর্ণ বিকাশসাধন।স্বামী বিবেকানন্দ
44বুদ্ধিকে আমরা বুদ্ধি পরিমাপের দ্বারাই নিরুপণ করতে পারি।ফ্রিম্যান
45স্থায়িত্বের দিক থেকে আগ্রহের স্থান বুদ্ধির পরেই।লেটন
46পাঠ্যক্রম হল মানবজাতির সামগ্রিক জ্ঞান ও অভিজ্ঞতার সুসমন্বিতরূপ।ফ্রয়েবেল
47শিখন হল অনুশীলনভিত্তিক আচরণের পরিবর্তন।বার্নাড
48শিক্ষার লক্ষ্য হল – দেহ, মন ও আত্মার সব শ্রেষ্ঠ গুণগুলির সুসামঞ্জস্য বিকাশসাধন।মহাত্মা গান্ধী
49মনােবিদ্যা আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান।ম্যাকডুগাল
50মানুষের গঠনে পরিবেশ নয়, উত্তরাধিকারই মুখ্য ভূমিকা পালন করে।উইগেন
51মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান।অ্যারিস্টটল
52শিক্ষার লক্ষ্য হল সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা।অ্যারিস্টটল
53বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই হল বুদ্ধি।উড্রো
54শিখন হল অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া।গেট্‌স
55শিক্ষার উদ্দেশ্য হল সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা।উইলিয়াম বাগলে
56আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা।উইলিয়াম বাগলে
57পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই-ই হল শিখন।গার্ডেনারমরফি
58অবদমন হল বিস্মরণের মূল কারণ।ফ্রয়েড
59শিখন হল সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় এবং চর্চা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়।কিংসলে ও গ্যারি
60মনোবিজ্ঞান হল আচরণসংক্রান্ত ধণাত্মক বিজ্ঞান।ম্যাকডুগাল।
61শিক্ষার্থী যা কিছু শেখে তাই-ই হল পাঠ্যক্রম।হরনির
62শিক্ষা হল দ্বিমুখী প্রক্রিয়া।জন অ্যাডামস
63“পাঠ্যক্রম হল কয়েকটি বিষয়ের এবং পরিকল্পিত অভিজ্ঞতার শৃঙ্খলাবদ্ধ সমষ্টি।কার্টার ভি গুড
64চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য।রবীন্দ্রনাথ।
65শিক্ষা যেহেতু আদতে দর্শনের ব্যবহারিক প্রয়োগে সেহেতু এটা জীবনের প্রতিটি বিষয়কেই ছুঁয়ে যায়।ড. পার্সিনান।
66জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃতপিঁয়াজে
67বস্তুর মধ্যে থাকে না। মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর চেতনাও হারিয়েছে। কিন্তু তার মধ্যে একপ্রকার আচরণ রয়ে গেছে।উডওয়ার্ড।
68প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়।গিলধ্বরি
69শিক্ষাই সংগতিবিধান, সংগতিবিধানই শিক্ষা।হরনির
70স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন।গেসেল
71জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হল পরিণমন।কোলেসনিক
শিশু শিক্ষা সম্পর্কিত উক্তি ও প্রবক্তা তালিকা

আপনি প্রাথমিক টেট প্রার্থী? প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here

Join us on Telegram

শিশু শিক্ষা সম্পর্কিত উক্তি ও প্রবক্তা PDF

আপনার জন্য আরও রয়েছে!

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!