উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 || HS Geography Suggestion 2023 PDF

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন

সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য ভূগোল বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রকাশ করলাম। আশাকরা যায় এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুত করে গেলে সকল পরীক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারবে। উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন PDF টি পোস্টের নিচের অংশে পাবে

অধ্যায়- ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

১. ভাদোস স্তর ও সম্পৃক্ত স্তরের পার্থক্য লেখো। (২)

২. রিয়া উপকুল ও ফিয়োর্ড উপকুলের পার্থক্য লেখো (৩)

Join us on Telegram

৩. টম্বোলো কাকে বলে? (২)

৪. অ্যাটল কী? (২)

৫. অ্যাকুইফার কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ ব্যাখ্যা কর। (৩)

৬. সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্র সহ বর্ণনা করো। (৫)

৭. কার্স্ট ভূমিরূপ বিকাশের তিনটি শর্ত বা আদর্শ অবস্থা বর্ণনা করো। চিত্র সহ কার্স্ট অঞ্চলের অবনত ভূমিরূপগুলির বিবর্তন আলোচনা করো। (৩+৪)

৮. চুনাপাথর যুক্ত অঞ্চলে গুহায় সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপগুলি বর্ণনা করো। (৪)

৯. বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি উপযুক্ত চিত্র সহ লেখো।  গিজার কী? (৫+২)

অধ্যায়ঃ ক্ষয়চক্রঃ গঠন ও প্রক্রিয়া

১. ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝো? পুনর্যৌবন লাভের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। (২+৫)

২. স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? স্বাভাবিক ও শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য গুলি কিকি লেখো। (২+৫)

৩. স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে? ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রটি চিত্র সহ আলোচনা করো। ২+৫

অধ্যায়ঃ জলনির্গম প্রণালী

১. নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী কী? চিত্র সহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রনালী গুলি আলোচনা করো। (২+৫)

২. পূর্ববর্তী নদী কাকে বলে? (২)

৩. অধ্যারোপিত নদী কাকে বলে? (২)

আরও দেখুন- মাধ্যমিক ইতিহাস সাজেশন

মাধ্যমিক ২০২৩ জীবনবিজ্ঞান সাজেশান pdf

মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান সাজেশান pdf

মাধ্যমিক ২০২৩ ইতিহাস সাজেশান pdf

মাধ্যমিক ২০২৩ বাংলা সাজেশান pdf

অধ্যায়ঃ মৃত্তিকা

১. মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক হিসাবে জলবায়ু, আদি শিলা এবং ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা করো। (৩)

২. মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া গুলি সংক্ষেপে আলোচনা করো।(৪)

৩. মৃত্তিকা সংরক্ষনের উপায়গুলি আলোচনা করো। (৩)

৪. পেডালফার ও পেডোক্যালের পার্থক্য লেখো (২)

৫. অনাঞ্চলিক, আঞ্চলিক ও অন্তঃআঞ্চলিক মৃত্তিকা কাকে বলে? (৩)

৬. মাটির উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য লেখো। (২)

৭. এন্টিসল, মলিসল মৃত্তিকার বৈশিষ্ট লেখো (২)

৮. মাটির ক্যাটেনা কাকে বলে? (২)

৯. প্রাপ্যতা ও পরিমাপ অনুসারে পুষ্টি মৌলের শ্রেনিবিভাগ করো (৩)

অধ্যায়ঃ বায়ুমন্ডল

১. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো (৪)

২. সংক্ষেপে চিত্র সহ ত্রিকোশ মডেল ব্যাখ্যা করো। (৪)

৩. ওজোন স্তর হ্রাসের প্রভাব আলোচনা করো।(৩)

৪. এল নিনো কী? এল নিনো সৃষ্টির কারণ লেখো। বিশ্ব জলবায়ুতে এল নিনোর প্রভাব লেখো। (১+৩+৩)

৫. ENSO কী? ওয়াকার সার্কুলেশন কাকে বলে? মোনেক্স কী? (২+২+২)

৬. মৌসুমি জলবায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। (৩)

৭. স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। (৫)

৮. জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ ও অভিযোজনগত বৈশিষ্টগুলি লেখো। (৪)

৯. জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা গুলি সংক্ষেপে লেখো। (৩)

১০. বিশ্ব উষ্ণায়ের প্রভাব গুলি উল্লেখ করো।

১১. মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরী জলবায়ুর পার্থক্য লেখো। (৩)

অধ্যায়ঃ জীববৈচিত্র্য

১. জীববৈচিত্র কাকে বলে? ইনসিটু ও এক্সিটুর পার্থক্য লেখো। (৩)

২. জীববৈচিত্রের গুরুত্ব/তাৎপর্য গুলি লেখো। জীববৈচিত্র বিনাশে মানুষের ভূমিকা কেমন? (৪+৩)

৩. জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো।

অধ্যায়ঃ দুর্যোগ ও বিপর্যয়

১. দূর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো (৩)

২. বিপর্যয় ব্যাবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। (৪)

৩. PMR কী?(২)

অধ্যায়ঃ কৃষিকাজ

১. কোয়ার্টারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলির পার্থক্য লেখো। (৩)

২. দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেনো ব্যাখ্যা করো। (৩)

৩. উত্তর-পশ্চিম ভারতে গম উৎপাদনে উন্নতির কারণ কী? (৩)

৪. আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি করে সুফল ও কুফল উল্লেখ করো। (৪)

৫. শস্যাবর্তনের তিনটি বৈশিষ্ট্য লেখো। (৩)

৬. ভারতের নীলবিপ্লবের সুবিধা ও অসুবিধা লেখো। (৩)

৭. ব্রাজিলে আখ উৎপাদনে উন্নতিরকারন কী? (৩)

৮. ট্রাক ফার্মিং কাকে কাকে বলে? হার্টিকালচার কী?

অধ্যায়ঃ শিল্প

১. কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নতি লাভ করেছে কেনো? (৩)

২. কানাডা কাগজ শিল্পে উন্নতি লাভ করার কারণ কী? (৩)

৩. ওয়েবারের মত অনুসারে শিল্পের অবস্থানের ওপর কাঁচামালের ভূমিকা কী? (৩)

৪. ভারতে খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ লেখো। (৪)

৫. যুক্তরাষ্ট্রের দক্ষিন-পূর্বের রাজ্যগুলিতে বস্ত্রবয়নশিল্প স্থানান্তরের কারণগুলি কী লেখো। (৩)

৬. আইসোডপেন কী? (২)

৭. রেডিমেড পোশাক শিল্পে ভারতের ক্রম উন্নতির কারণ গুলি কী কী? ৪

অধ্যায়ঃ অর্থনৈতিক কার্যাবলী

১. সুয়েজখাল ও পানামাখালের মধ্যে তুলনা করো। (৩)

২. আধুনিক যোগাযোগ ব্যাবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব কী? (৩)

অধ্যায়ঃ জনসংখ্যা ও জনবসতি

১. ভারতের আদমশুমারি অনুসারে গ্রাম/শহরের সংজ্ঞা দাও। (৩)

২. উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের তুলনা করো। (৪)

৩. গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য লেখো। (৩)

৪. ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি। (২)

৫. জনসংখ্যা বিবর্তনের মডেলটি বর্ণনা করো (৪)

৬. নেক্রোপলিস কাকে বলে। (২)

অধ্যায়ঃ ভারতের অর্থনৈতিক উন্নয়ন

১. উন্নয়ন কাকে বলে? (২)

২. ব্যাঙ্গালুরুতে ইলেক্ট্রনিক্স শিল্পের বিকাশের কারণ বর্ণনা করো। (৪)

৩. পরিকল্পনা অঞ্চল কাকে বলে? মাইক্রো ও ম্যাক্রো পরিকল্পনা অঞ্চল কাকে বলে? (৪)

HS Geography Suggestion 2019 pdf

Copy Right- www.studenscaring.com


ভূগোল সাজেশন, উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ,HS Geography Suggestion, উচ্চ মাধ্যমিক সাজেশন

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!