উচ্চমাধ্যমিক বাংলা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর MCQ || বিভাগ- “বাংলা গল্প”
উচ্চমাধ্যমিক বাংলা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর
সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগতম। সকলের প্রস্তুতি খুব ভালো ভাবেই চলছে নিশ্চই। তোমাদের সুবিধার জন্য আমরা বাংলা বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন গুলিকে আলোচনা করলাম। উচ্চমাধ্যমিক বাংলা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর বিভাগে আজকে আমরা “বাংলা গল্পের” সকল অধ্যায় গুলি থেকে গুরুওপূর্ণ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করবো।
অধ্যায়- কে বাঁচায় কে বাঁচে
১ মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাক ও কেনাকাটা করে
(ক) মৃত্যুঞ্জয়ের ছেলে
(খ) মৃত্যুঞ্জয় এর বাবা
(গ) মৃত্যু এর স্ত্রী
(ঘ) চাকর ও ছোট ভাই
উত্তর- (ঘ) চাকর ও ছোট ভাই
২. মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়?
(ক) দুঃখ হয়
(খ) আনন্দ হয়।
(গ) শরীরে তার প্রতিক্রিয়া হয়
(ঘ) অফিস কামাই হয়।
উত্তর- (গ) শরীরে তার প্রতিক্রিয়া হয়
৩. একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে বেশি মাইনে পায়-
(ক) একশো টাকা
(খ) পঞ্চাশ টাকা
(গ) কুড়ি টাকা
(ঘ) চল্লিশ টাকা
উত্তর- (খ) পঞ্চাশ টাকা
৪. নিখিল প্রতি মাসে ক-জায়গায় টাকা পাঠায়?
(ক) দু-জায়গাতে
(খ) চার জায়গায়
(গ) তিন জায়গাতে
(ঘ) পাঁচ জায়গায়
উত্তর- (গ) তিন জায়গাতে
৫. “সংসারে তার নাকি মন নেই”-কার?
(ক) মৃত্যুঞ্জয়
(খ) নিখিলের
(গ) টুনুর মার
(ঘ) মৃত্যুঞ্জয় ভাইয়ের
উত্তর- (খ) নিখিলের
৬. মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিঙ্ষের জামা এখন-
(ক) পরিচ্ছন্ন হয়েছে
(খ) ছিঁড়ে গেছে
(গ) অদৃশ্য হয়েছে
(ঘ) নতুন হয়েছে
উত্তর- (গ) অদৃশ্য হয়েছে
পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য পেজ নম্বর বেছে নাও
উচ্চমাধ্যমিক বাংলার প্রস্তুতির জন্য এখানে ক্লিক করো