OMR কিভাবে কাজ করে জেনে নিন ? ওএমআর এর কার্যকারিতা
OMR Sheet এর মাধ্যমে কিভাবে পরীক্ষার খাতা দেখা হয়
OMR Sheet এর মাধ্যমে কিভাবে পরীক্ষার খাতা দেখা হয় তার পদ্ধতি আমরা ওনেকেই জানিনা। আজ আপনাদের জানানোর চেষ্টা করবো ওএমার কিভাবে কাজ করে। OMR কিভাবে কাজ করে
♥ OMR কী?
OMR একটি ইনপুট ডিভাইস । ওএমআর (OMR) এক ধরনের ইনপুট ডিভাইস, যার পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) । এটির সাহায্যে স্ক্যানারের মতই লিখিত বিষয়বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া যায় । ওএমআর যন্ত্র কোনো চিহ্ন পাঠ করে ঐ চিহ্নের সঙ্গে সম্পর্কযুক্ত ফলাফল দান করতে পারে । বর্তমানে বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ।

হিসেবে দেখা যায় একটি ওএমআর মেশিন ঘন্টায় ১০০০ থেকে ১০০০০ টি ফর্ম পড়তে পারে। তার মানে মেশিনটি ঘন্টায় ১০০০০ টি শিক্ষার্থীর ফলাফল বের করতে পারে। যেহেতু ১০০% সঠিক রেসাল্ট দেয় তাই শিক্ষার্থীদের জীবন নিয়েও ছিলিমিলি খেলাও হয়না।
♥ OMR কিভাবে কাজ করে?
১) ওএমআর (OMR) বিশেষভাবে ডিজাইন করা ফর্মের মাধ্যমে শিক্ষারর্থীদের পরীক্ষা নেওয়া হয়।
২) ফর্মগুলো যোগাড় করে একটি নিদির্ষ্ট পরিমানে ফর্ম ওএমআর মেসিনে দেওয়া হয়
৩) মেশিনটি একাধারে সবগুলো ফর্ম পড়ার পর, সফটওয়্যার এর মাধ্যমে রেসাল্ট প্রসেসিং করে ফলাফল প্রদান করা হয়
♥ OMR ব্যাবহার করে কি কি করা যায়?
ওএমার প্রযুক্তি ব্যাবহার করে বর্তমানে বিভিন্ন প্রয়োজনীয় কাজ খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করা যায়। নীচে কিছু উদাহরণ দেওয়া হলো-
শিক্ষা ক্ষেত্রে
- পরীক্ষার খাতার ফলাফল
- স্টুডেন্ট সমীক্ষা
- র্কোস অথবা টিচার এভালুয়েশন
- র্কোস রেজিস্ট্রেশন
স্বাস্থ্য ক্ষেত্রে
- স্বাস্থ্য প্রশ্নাবলী
- ওষুধ ব্যবহারের তথ্য
- ক্লিনিকাল মূল্যায়ন
- রোগীর জরিপ
- ডাক্তার জরিপ
- ডাক্তার / নার্স সিডিউলিং
ব্যবসার ক্ষেত্রে
- সার্ভে
- প্রোডাক্ট রির্সাচ
- এপ্লিকেশন
- পেরোল / টাইম শীট
OMR Sheet কিভাবে কাজ করে সম্পূর্ণ পদ্ধতিটি জানার জন্য নিচের ভিডিওটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ পদ্ধতিটি খুব ভালোভাবে দেখানো হয়েছে।