ভূগোল চিন্তার বিকাশ || Geographical Thought || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

SLST Geography MCQ || ভূগোল চিন্তার বিকাশ || Geographical Thought

ভূগোল বিষয়ের MCQ প্রশ্ন উত্তরের মাধ্যমে SLST Geography MCQ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা ভূগোলের SLST পরীক্ষার জন্য প্রদত্ত পাঠক্রম অনুসারে এক একটা টপিক নিয়ে আলোচনা করছি, তার সাথে সাথে মডেল প্রশ্ন সহকারে প্রস্তুতি পর্ব গুলিও চলবে। এই বিভাগে আমরা ভূগোল চিন্তার বিকাশ অধ্যায়ের প্রশ্ন ও উত্তর আলোচনা করবো ধারাবাহিক পর্বের মাধ্যমে। তাই যেনারা SLST Geography MCQ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তারা আমাদের সাইটে প্রতিনিয়ত নজর রাখলে কিছুটা হলেও উপকৃত হবেন। চলুন আজ দেখে নেওয়া যাক ভূগোল চিন্তার বিকাশ অধ্যায়ের  প্রথম পর্বের SLST Geography MCQ ২০টি প্রশ্ন ও উত্তর-

১. ভিদালের সম্ভাবনাবাদে জীবনশৈলীর ব্যাখ্যা কী নামে পরিচিত?

অ) জেনেরি-ডি-ভাই

আ) লেবেন্স্রাউম

Join us on Telegram

ই) উভয়ই

ঈ) কোনোটি নয়

২. ভারতীয় পুরাণে মোট কয়টি দ্বীপের কথা উল্লেখ রয়েছে?

অ) ৪ টি

আ) ৭ টি

ই) ৫টি

ঈ) ৬ টি

৩. নিচের কোনটি ‘ইডিওগ্রাফিক’ চিন্রাধারা?

অ) প্রত্যেক অঞ্চল অনন্য বা স্বতন্ত্র

আ) আঞ্চলিক স্বাতন্ত্র্য বা অনন্যতা প্রকৃত অর্থে ব্যতিক্রম

ই) অ এবং আ উভয়ই

ঈ) কোনোটি নয়

৪. ‘সামাজিক ন্যায় বিচার ও শহর’ গ্রন্থের রচয়িতা কে?

অ) গ্রেগরি

আ) হেটলার

ই) স্কিফার

ঈ) ডেভিড হার্ভে

৫. কালিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে?

অ) হ্যাগার স্ট্র্যা

আ) জে. পিয়াগেট

ই) ক্লদ লেডি স্ট্রাউস

ঈ) সায়ার

[[ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন সকল আপডেটের জন্য]]

৬. ভূগোলের সাংশ্লেষিক চরিত্র সম্পর্কে যিনি প্রথম আলোকপাত করেন তিনি হলেন-

অ) র‍্যাটজেল

আ) হার্টশন

ই) গ্রিফিট টেলর

ঈ) কার্ল রিটার

৭. ‘প্রয়োজন বলে কিছু নেই যা আছে সর্বত্র সম্ভাবনা’- এই উক্তিটি কার?

অ) ফেবার

আ) হামবোল্ট

ই) রিটার

ঈ) ব্ল্যাঁশ

৮. বস্তুবাদী দর্শনের মূল বক্তব্য কী?

অ) বস্তুই মুখ্য, আত্মা বা চেতনা তার উৎপাদন

আ) বস্তু থেকে ভাবের জন্ম হয়

ই) সমস্ত বাস্তব আসলে মানুষের মন গড়া

ঈ) কোনোটি নয়

৯. গঠনবাদের প্রধান প্রবক্তা কে?

অ) ক্লদ লেভি স্ট্রাউস এবং জাঁ পিয়াগেট

আ) টলেমি

ই) কোঁৎ

ঈ) হামবোল্ট

আরও পড়তে পারেন-

১০. হার্বাটসন স্বাভাবিক অঞ্চলগুলিকে কয়টি ভাগে ভাগ করেন?

অ) ৪ টি

আ) ৫ টি

ই) ৬ টি

ঈ) ৭ টি

১১. নিচের কোন্‌ ভৌগোলিক মূলক ভূগোলের সাথে যুক্ত নয়?

অ) ডেভিড হার্ভে

আ) ব্রায়ান বেরি

ই) উইলিয়াম বাংগে

ঈ) কেউ নয়

১২. আরব ভৌগোলিকরা কিসের উন্নতি ঘটায়?

অ) সমুদ্রবিজ্ঞানি

আ) অ্যাসট্রোনমি

ই) গাণিতিক ভূগোল

ঈ) প্রাকৃতিক ভূগোল

১৩. টলেমি জ্যোতির্বিদ্যায় গাণিতিক মডেলের অবতারণা করেন কোন গ্রন্থে?

অ) দি আউটলাইন অব জিওগ্রাফি

আ) অ্যালমাগস্ট

ই) দুটোই

ঈ) কোনোটি নয়

১৪. মানচিত্র ভূগোলের জন্মদাতা কে?

অ) পেশেন

আ) হুমবোল্ট

ই) র‍্যাটজেল

ঈ) ব্লাশ

১৫. গণিত ও প্রকৃতির মিশ্রণ দেখা যায় কোন্‌ গ্রন্থের অংশে?

অ) একুমেন

আ) কসমস

ই) অ্যান্টিপড

ঈ) আরকুন্ড

উত্তর

১/অ, ২/আ, ৩/অ, ৪/ঈ, ৫/অ, ৬/ই, ৭/অ, ৮/অ, ৯/অ, ১০/অ, ১১/ঈ, ১২/ই, ১৩/আ, ১৪/ই, ১৫/অ

ধন্যবাদ আপনাদের স্টুডেন্টস কেয়ারের সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

স্টুডেন্টস কেয়ারে আপনি আপনার লেখা প্রকাশ করতে চান? তাহলে  আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

#ভূগোল #স্কুল সার্ভিস কমিশন #SLST ভূগোল #WBSLST #SLST MCQ #SLST Geography Practice Set #WBSSC #ভূগোল চিন্তা #Geographical Thought #ভূগোল চিন্তার বিকাশ

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!