WBCS প্রস্তুতি || ভারতের ইতিহাস ৩০ টি SAQ প্রশ্ন || ষষ্ঠ পর্ব
ভারতের ইতিহাস || Indian History in Bengali
ভারতের সকল সরকারি চাকরীর পরিক্ষাতে ভারতের ইতিহাস বিষয়টি অন্যান্য বিষয়ের মত সমান গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনে বাংলা ভাষায় ইতিহাস প্রস্তুতির জন্য ভালো কোনো ওয়েবসাইট পাবেন না। অবসর সময়ে আপনার সখের মোবাইল ফোন ঘাঁটা ঘাটি করতে করতে আপনার আগত চাকরীর পরীক্ষাতে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্যই আমরা সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলিকে অনলাইনে উপযুক্ত পরিমান দেওয়ার একটা প্রচেষ্টা করছি। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পথে আজ WBCS প্রস্তুতির জন্য ভারত এর ইতিহাস থেকে ৩০টি SAQ প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য দিলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ইতিহাসের আগের পর্বগুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন।
১. ‘রশিদ আলি দিবস’ কবে পালিত হয়?
উঃ ১২ ফেব্রুয়ারি ১৯৪৬ খ্রিষ্টাব্দে
২. ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহিদ কে?
উঃ প্রীতিলতা ওয়াদেদ্দার
৩. আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানি বাহিনীর নেত্রী কে ছিলেন?
উঃ লক্ষী স্বামীনাথন
৪. ‘The Sea around us’- বইটি কার লেখা?
উঃ র্যাচেল কারসন এর লেখা
৫. জমিদার সভার সভাপতি কে ছিলেন?
উঃ রাধাকান্তদেব
৬. ‘সত্তর বছর’ নামক আত্মজীবনীটি কার লেখা?
উঃ বিপিন চন্দ্র পালের লেখা
৭. রানি গুইডালো কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
উঃ আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত
৮. দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ হয়েছিল কোথায়?
উঃ মেদিনীপুরে
৯. ভারতের জাতীয় মহাফেজ খানা কোথায় অবস্থিত?
উঃ দিল্লিতে অবস্থিত
১০. ‘দীপালি সংঘ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ বিপ্লবী লিলা রায়
১১. বামাবোধিনী পত্রিকাটি প্রকাশিত হয় কবে?
উঃ ১৮৬৩ সালে
১২. ‘অব্যক্ত’ গ্রন্থটির লেখক কে?
উঃ জগদীশচন্দ্র বসু
[[ আরও পড়ুন- সাধারণ জ্ঞানের ভান্ডার ]]১৩. যতীন দাশ কতদিন অনশন করে মারা যান?
উঃ ৬৪ দিন
১৪. ‘ট্রেন টু পাকিস্তান’ উপন্যাসের লেখক কে?
উঃ খুশবন্ত সিং
১৫. পটলডাঙ্গা একাডেমি-র বর্তমান নাম কী?
উঃ হেয়ার স্কুল
১৬. সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে?
উঃ কৃষ্ণকুমার মিত্র
১৭. History From Below- গ্রন্থটি কে কবে লেখেন?
উঃ ই. পি. থমসন ১৯৬৬ সালে
১৮. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন গড়ে ওঠে কোথায়?
উঃ গুজরাটে
১৯. ‘ভারতমাতা’ নামক চিত্রটির স্রষ্টা ছিলেন কে?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
২০. ‘দামিন-ই-কোহ’ কী?
উঃ পাহাড়ের প্রান্ত দেশ
২১. নববিধান ব্রাম্ভসমাজের প্রতিষ্ঠা কে?
উঃ কেশবচন্দ্র সেন
[[SLST প্রস্তুতি ]]২২. ‘সত্তর বৎসর’ নামক আত্মজীবনীটি কার?
উঃ বিপিনচন্দ্র পাল
২৩. ‘আধি নয়, তেভাগা চাই’- কোন্ আন্দোলনের স্লোগান?
উঃ তেভাগা আন্দোলনের স্লোগান
২৪. আলেকজামডার ডাফ প্রতিষ্ঠা করেন?
উঃ জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন
২৫. ‘হিন্দ স্বরাজ’ গ্রন্থটি রচনা করেছিলেন কে?
উঃ গান্ধিজি
২৬. ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটির লেখক কে?
উঃ ক্যারেল কারসন
২৭. নেহেরু লিয়াকৎ চুক্তি সাক্ষরিত হয় কবে?
উঃ ১৯৫০ সালে
২৮’ভারত স্ত্রী মহামন্ডল’ প্রতিষ্ঠা হয় কবে?
উঃ ১৯১১ সালে
২৯. ‘ব্রাম্ভধর্মের অনুষ্ঠান পদ্ধতি’ বইটি কে রচনা করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
৩০. বাংলায় কৃষক প্রজাপার্টি কে প্রতিষথা করেন?
উঃ এ. কে. ফজলুল হক
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পরবর্তী পোস্ট পড়ার জন্য আগাম আমন্ত্রন জানিয়ে রাখলাম। স্টুডেন্টস কেয়ারের সাথে থাকুন। ভালো থালুন।