খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের , চাঁদের বুকেই অক্ষত বিক্রম, ইসরোর হাতে এল ছবি

পোস্টটি শেয়ার করুন
Rate this post

গত ৭ সেপ্টেম্বর চাঁদে ল্যান্ডিংয়ের সময়ে বিচ্ছিন্ন হয়েছিল আরতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম যোগাযোগ। চাঁদের বুকে নামার ২.১ কিমি দূরেই পথে হারায় বিক্রম। ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। তার পর থেকেই ইসরোর তরফে বিক্রমের সন্ধান শুরু হয় জোরকদমে। জানানো হয়, এর সন্ধান পেতে আগামী ১৪ দিন ইসরোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী ১৪ দিনই হল চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের আয়ুষ্কাল। এর পর ল্যান্ডারটি আর সক্রিয় থাকবে না। তবে এক দিন বাদেই বিক্রমের অক্ষত থাকার বিষয়টি আশা জাগিয়েছে বিজ্ঞানীদের।

অবশেষে বিক্রমের সন্ধান পেল ইসরো৷ বিক্রমের অক্ষত অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে৷ অরবিটারের থারমাল ইমেজের মাধ্যমে বিক্রমের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷ ‘থার্মাল ইমেজিং’-এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠের  তাপমাত্রা পরিমাপ করে আলাদা করে চিহ্নিত করা গিয়েছে ল্যান্ডার বিক্রমের অবস্থান।   বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসরো৷ তবে, এখনও পর্যন্ত বেতার যোগাযোগ বিচ্ছন্ন৷ বিক্রমের সন্ধান মিলতেই নতুন করে উজ্জীবিত ইসরো৷

রবিবার ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, “বিক্রমের সঙ্গে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে অরবিটারের ক্যামেরায় ধরা পড়া ছবি থেকে জানা গিয়েছে, অক্ষত অবস্থায় রয়েছে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম”।

পড়ুন সেই টুইট

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!