জওহরলাল নেহেরু : স্বাধীন ভারতের প্রথম মনোনীত (Nominated) প্রধানমন্ত্রী
💠 জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru):
স্বাধীন ভারতের প্রথম মনোনীত (Nominated) প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। তৎকালীন ভারতীয় ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটন ক্ষমতা হস্তান্তরের সময় নেহেরুকে ভারতের প্রথম মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন।
কার্যকালঃ তিনি 1947 সালের 15 ই আগস্ট থেকে 1952 সালের 15 ই এপ্রিল পর্যন্ত 5 বছর 8 মাস তার কার্যকাল অতিবাহিত করেন।
তার এই সময়কালে উল্লেখযোগ্য ঘটনা :
i) 15 ই আগস্ট ব্রিটিশ ভারতের অবসান ঘটে এবং স্বাধীন ভারতের উত্থান ঘটে এবং ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল শপথ নেন । ii) 1947 সালের 13 ই সেপ্টেম্বর নেহেরু ভারত ও পাকিস্তানের হিন্দু ও মুসলিম দের স্থান বদলের প্রস্তাব রাখেন ।iii) 26 শে অক্টোবর 1947 এ জম্মু-কাশ্মির ভারতের অন্তর্ভুক্ত হয় । iv) 27 শে অক্টোবর জম্মু-কাশ্মির দখল নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয় । v) 1947 সালের 9 ই নভেম্বর জুনাগড় ভারতের সাথে যুক্ত হয় । vi) 1948 সালের 30 শে জানুয়ারি মহাত্মা গাঁধী হত্যা হয় । vii) 1948 সালের 25 শে ফেব্রুয়ারি Accession to India কার্যকর হয় । viii) 1948 সালের 3 রা আগস্ট Atomic Energy Commission of India গঠিত হয় । ix) 1948 সালের 12 ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয় । x) 1949 সালের 1 লা জানুয়ারি Reserve Bank of India (RBI) কে জাতীয়করণ করা হয় । xi) 1949 সালের 27 শে জুলাই UN এর মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে করাচী চুক্তি স্বাক্ষরিত হয় । xii) 1949 সালের 15 ই অক্টোবর ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয় । xiii) 1949 সালের 26 শে নভেম্বর ভারতের নতুন সংবিধান গণপারিষদ দ্বারা গৃহীত হয় । xiv) 1949 সালে ভারতীয় সংবিধানে 370 ধারা অন্তর্ভুক্ত হয় । xv) 1949 সালের 28 শে ডিসেম্বর Crown Representative’s Police থেকে Central Reserve Police Force (CRPF) এর উত্থান ঘটে । xvi) 1950 সালের 25 শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় । xvii) 1950 সালের 26 শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং ডঃ রাজেন্দ্র প্রাসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি ভবনে আসেন । xviii) 1950 সালের 28 শে জানুয়ারি সুপ্রিমকোর্ট গঠিত হয় । xix) 1950 সালের 15 ই মার্চ Planning Commission গঠিত হয় । xx) 1950 সালের 31 শে জুলাই ভারত-নেপাল মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় । xxi) 1950 সালের 15 ই ডিসেম্বর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনাবসান হয় । xxii) 1951 সালের 4-11 ই মার্চ দিল্লীতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় । xxiii) 1951 সালের 18 ই জুন The Constitution (First Amendment) Act, 1951 কার্যকর হয় । xxiv) 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় । xxv) 1951 সালের 21 শে অক্টোবর ডঃ শ্যামা প্রাসাদ মুখোপাধ্যায় এর তত্বাবধানে দিল্লীর রঘুমল গার্লস হাই স্কুলে ভারতীয় জনতা পার্টি (BJP) প্রতিষ্ঠিত হয় । xxvi) 1951 সালের 25 শে অক্টোবর 499 আসনে প্রথম লোকসভা ভোট আরম্ভ হয় । xxvii) 1951 সালের 5 ই নভেম্বর ভারতের মধ্য রেলওয়ে ও পশ্চিম রেলওয়ে জোন গঠিত হয় । xxviii) 1951 সালের 5 ই ডিসেম্বর ভারতের জনপ্রিয় শিল্পাচার্য তথা “ভারত মাতা” ছবিটির স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে । xxix) 1952 সালের 21 শে ফেব্রুয়ারি প্রথম লোকসভা ভোট সমাপ্ত হয় । xxx) 1952 সালের 15 ই এপ্রিল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন ।
লেখাটির তথ্যসূত্রঃ প্রসঙ্গঃ ভারত কথা (নিচে দেওয়া লিঙ্ক থেকে বইটি সংগ্রহ করতে পারেন)
ভারতের বিভিন্ন অজানা তথ্য জানার পূর্ণাঙ্গ একটি বই। অবশ্যই সংগ্রহে রাখুন।
সংগ্রহ লিঙ্ক : https://amzn.to/3AZnkGK
