ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি | MCQ | তৃতীয় পর্ব
দ্বিতীয় পর্বের পর……..
হ্যালো রিডারস! সকলে ভালো আছেন নিশ্চই। আমরা ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে করে চলেছি তার আজ তৃতীয় পর্ব। সকলে ফর্ম ফিলাপ শুরু করেদিয়েছেন এতদিনে। সাথে সাথে একটু মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে থাকুন। পরীক্ষা সম্ভবত মার্চ-এপ্রিল মাসের দিকে হতে পারে, তাই হাতে মাত্র আর ২ মাস রয়েছে। চলুন দেখে নেওয়া যাক তৃতীয় পর্ব-
প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন
দ্বিতীয় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন
১. আইহোলের বিষ্ণু মন্দির কোন্ যুগের স্থাপত্যের নিদর্শন-
অ) চোল
আ) চালুক্য
ই) রাষ্ট্রকুট
ঈ) পল্লব
২. একজন ব্যাটস্ম্যানের ১১ টি ইনিংসে গড় রান ৯০। জালিয়াতির অভিযোগে ১০ তম ইনিংসটির রান বাদ দেওয়ায় তার গড় রান ১০ কমে গেল। ১০তম ইনিংসে সে কত রান করেছিল?
অ) ২১০
আ) ১২০
ই) ১৯০
ঈ) ১৯৫
আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।
৩. বাষ্পচাপের সাথে তাপমাত্রার সম্পর্ক যে সমীকরণের দ্বারা প্রতিষ্ঠিত সেটি হল-
অ) কিরচফের সূত্র
আ) ক্লসিয়াস-ক্লাপেরনের সূত্র
ই) আরহেনিয়াসের সূত্র
ঈ) ট্রাউটনের সূত্র
৪. কোনটি মাছকে জলের গভিরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে?
অ) পায়ু পাখনা
আ) মায়োটামপেশি
ই) পৃষ্ঠ পাখনা
ঈ) বক্ষ ও শ্রেণি পাখনা
৫. অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে?
অ) ডাউন পদ্ধতি
আ) হেবার পদ্ধতি
ই) স্পর্শ পদ্ধতি
ঈ) হল পদ্ধতি
৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
অ) ৮ % বৃদ্ধি
আ) ৮% হ্রাস
ই) ১০ % বৃদ্ধি
ঈ) ১০% হ্রাস
৭. কোথায় ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে?
অ) লস অ্যাঞ্জেলস
আ) লন্ডন
ই) প্যারিস
ঈ) নিউ ইয়র্ক
৮. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?
অ) সাইটোকাইনোসিস
আ) টারমিনালাইজেশন
ই) কেরিওকাইনোসিস
ঈ) ডায়াকাইনেসিস
মাধ্যমিক ২০১৮ ভূগোলের সম্ভাব্য প্রশ্ন জানার জন্য এখানে ক্লিক করুন
৯. পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে কী বলে?
অ) আদর্শ
আ) নিষ্ক্রীয় মৌল
ই) সন্ধিগত মৌল
ঈ) কোনোটি নয়
১০. ৫ টাকায় ৬টি হিসাবে কিছু লেবু কিনে ৩ টাকায় ৪টি হিসাবে বিক্রি করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
অ) ১০% ক্ষতি
আ) ১০% লাভ
ই) ১৫% লাভ
ঈ) ২০% ক্ষতি
১১. ভারতের জাতীয় ও রাজ্য স্তরে দারিদ্র গণনার জন্য নিম্নলিখিত গুলির মধ্যে নোডাল এজেন্সি কোনটি?
অ) অর্থ কমিশন
আ) গ্রামীণ মন্ত্রক
ই) স্বরাষ্ট্র মন্ত্রক
ঈ) যোজনা কমিশন
সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন
১২. স্থির চাপে ১০% আয়তন বৃদ্ধির জন্য কেলভিন স্কেলে কত শতাংশ উষ্ণতা বৃদ্ধি পায়-
অ) ১০%
আ) ২০%
ই) ৫%
ঈ) ৫০%
১৩. ১, ০.১২৫, ১/২৭, ১/৬৪, ? , ১/২১৬
অ) ০.০২৫
আ) ১/৮
ই) ১/১২৮
ঈ) ০.০০৮
১৪. কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে কোন্ রোগটি হয়?
অ) অ্যানথ্রাকোসিস
আ) নিউমোকোনিওসিস
ই) বিসিনোসিস
ঈ) কোনটি নয়
১৫. পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা হল-
অ) ৮
আ) ১০
ই) ১৮
ঈ) ৩২
উত্তর
১/আ, ২/ই, ৩/আ, ৪/ই, ৫/ঈ, ৬/অ, ৭/ই, ৮/ই, ৯/অ, ১০/অ, ১১/ঈ, ১২/অ, ১৩/ঈ, ১৪/ই, ১৫/ই
যে কোনো মতামতের জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের ইমেল ([email protected]) মারফৎ পাঠান।