ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি | MCQ | দ্বিতীয় পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

প্রথম পর্বের পর………… প্রথম পর্বের প্রশ্ন ও উত্তর গুলি পড়ার জন্য এখানে ক্লিক করুন

তৃতীয় পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন

প্রথম পর্বে ভালো সাড়া পাওয়ার পর সকল পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় পর্বে ১৫ টি প্রশ্ন ও উত্তর সহকারে MCQ ধাঁচে একটি সেট প্রকাশ করলাম। আমরা রোজ ১৫-২০ টি করে ভারতীয় রেলের গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা প্রস্তুতি র জন্য MCQ প্রশ্ন ও উত্তর প্রকাশ করে থাকবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। এবং যদি কোনো উপদেশ অথবা আপনার কাছে কোনো তথ্য থেকে থাকলে সেগুলি সকলের সাথে ভাগ করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে। আজ শুরু করা যাক দ্বিতীয় পর্ব-

আমাদের ফেসবুক পেজ লাইক করুন এখান থেকে।

Join us on Telegram

১. কাবেরী জলবিরোধ সংক্রান্ত বিষয়ে নিচের কোন্‌ রাজ্যটি জড়িত নয়?

অ) কেরালা

আ) অন্ধ্রপ্রদেশ

ই) তামিলনাডু

২. মানবদেহে লেডজনিত দূষীত পদার্থ দূর করতে ব্যবহার করা হয়-

অ) Ca-EDTA

আ) DMG

ই) সিস প্লাটিন

ঈ) জাইসের লবণ

মাধ্যমিক ২০১৮ ভূগোলের সম্ভাব্য প্রশ্ন জানার জন্য এখানে ক্লিক করুন

৩. মহম্মদ বিন কাশিম ভারত আক্রমন করেছিলেন কবে?

অ) ৭১২ খ্রিঃ

আ) ৭১৩ খ্রীঃ

ই) ৭০৫ খ্রীঃ

ঈ) ৭২১ খ্রীঃ

৪. বিধানসভায় রাজ্যপাল যতজন ইঙ্গ-ভারতীয় সদস্য নিয়োগ করেন-

অ) ১ জন

আ) ২ জন

ই) ৩ জন

ঈ) ৪ জন

৫. মানুষের ফুসফুস বায়ু ধারকত্বের (ভাইটাল ক্যাপাসিটি) পরিমাণ হল-

অ) ৩৫০০ মিলিমিটার

আ) ৪৫০০ মিলিমিটার

ই) ৫০০ মিলিমিটার

ঈ) ১২০০ মিলিমিটার

৬. অ্যালকোহলের হিমাঙ্ক কত?

অ) ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড

আ) -১৩০ ডিগ্রি সেন্টিগ্রেড

ই) -৬০ ডিগ্রি সেন্টিগ্রেড

ঈ) -৫০ ডিগ্রি সেন্টিগ্রেড

সকল সরকারি চাকরীর পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ক্লিক করুন

৭. ৬, ১৮, ৫৪, ? , ৪৮৬, ১৪৫৮

অ) ১৬৪

আ) ১৬০

ই) ১৬৮

ঈ) ১৬২

৮. ১১১ : ৩৭ :: ১২৩ : ?

অ) ৪১

আ) ৩১

ই) ২১

ঈ) ৭১

৯. ‘ভেল অফ স্ট্র্যামথুর’ কোথায় অবস্থিত?

অ) রুমানিয়ায়

আ) সাইবেরিয়ায়

ই) স্কটল্যান্ডের মিডল্যান্ড ভ্যালিতে

ঈ) কর্সিকায়

মাধ্যমিক ইতিহাস

১০. ভারতের কোনো রাজনৈতিক দলের পতাকা ও প্রতীক কে নির্ধারণ করে থাকে?

অ) রাষ্ট্রপতি

আ) বিচার বিভাগ

ই) আইন বিভাগ

ঈ) নির্বাচন কমিশন

১১. ভারতের জাতীয় পশু –

অ) প্যানথেরা ইউনিক্যাল

আ) প্যানথেরা টাইগ্রিস

ই) প্যানথেরা ওন্‌ফা

ঈ) কোনোটি নয়

১২. হিমাচল প্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর নাম কী?

অ) সুরেশ ভরদ্বাজ

আ) মহেন্দ্র সিং

ই) জয়রাম ঠাকুর

ঈ) নীরজ নায়ার

১৩. কোনো আসলের ২% হারে ২ বছরের সরল সুদ ৬০ টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ কত হবে?

অ) ৬০.৬০ টাকা

আ) ৫০.৫০ টাকা

ই) ৮০.৬০ টাকা

ঈ) ৮০.৮০ টাকা

১৪. একটি পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, ৮০% অঙ্কে পাশ করে এবং ১০% উভয় বিষয়ে ফেল করে। যদি ১৪৪ জন উভয় বিষয়ে পাশ করে, তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত?

অ) ১২৫

আ) ২০০

ই) ২৪০

ঈ) ৩৭৫

১৫. ২০১৭ সালে ভারতের কোন রাজ্য ‘কোরিয়া ট্যুরিজম উৎসব’ আয়োজন করেছে?

অ) রাজস্থান

আ) হরিয়ানা

ই) গুজরাট

ঈ) উত্তরপ্রদেশ

উত্তর-

১/আ, ২/অ, ৩/অ, ৪/অ, ৫/আ, ৬/আ, ৭/ঈ, ৮/অ, ৯/ই, ১০/ঈ, ১১/আ, ১২/ই, ১৩/অ, ১৪/ই, ১৫/আ

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!