ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র তালিকা PDF | List of forest research institutes in India

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

আজকের নিবন্ধে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র তালিকা PDF (List of forest research institutes in India in Bengali) প্রদান করা হল। যা বিভিন্ন চাকরীর পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভারতীয় বন পরিষেবা (Indian Forest Service)

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) হল ভারত সরকারের তিনটি সর্বভারতীয় পরিষেবার মধ্যে একটি। অন্য দুটি সর্বভারতীয় পরিষেবা হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা Indian Administrative Service (IAS) এবং ভারতীয় পুলিশ পরিষেবা বা Indian Police Service (IPS)৷ এটি ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট, 1951 (All India Services Act, 1951) এর অধীনে 1966 সালে গঠিত হয়েছিল।

এর আগে, ভারতে ব্রিটিশ সরকার 1867 সালে ইম্পেরিয়াল ফরেস্ট সার্ভিস গঠন করেছিল যা ভারত সরকার আইন 1935 পাস না হওয়া পর্যন্ত এবং প্রদেশগুলিতে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত ফেডারেল সরকারের অধীনে কার্যকরি ছিল।

ইতিহাসঃ

Join us on Telegram

1864 সালে, ব্রিটিশ রাজ ইম্পেরিয়াল ফরেস্ট বিভাগ প্রতিষ্ঠা করে; জার্মান বন কর্মকর্তা ডাইট্রিচ ব্র্যান্ডিস, বন মহাপরিদর্শক নিযুক্ত হন। ইম্পেরিয়াল ফরেস্ট্রি সার্ভিস 1867 সালে ইম্পেরিয়াল ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনস্ত সংগঠিত হয়েছিল।

1867 থেকে 1885 সাল পর্যন্ত নিযুক্ত কর্মকর্তারা জার্মানি এবং ফ্রান্সে এবং 1885 থেকে 1905 সাল পর্যন্ত কুপার্স হিল, লন্ডনে প্রশিক্ষণপ্রাপ্ত হন, যা রয়্যাল ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ নামেও পরিচিত। 1905 থেকে 1926 সাল পর্যন্ত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (স্যার উইলিয়াম শ্লিচ), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল ফরেস্ট্রি সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ দেয়।

ভারতের বননীতি 1894 সালে তৈরি হয়েছিল এবং 1952 সালে এবং আবার 1988 সালে সংশোধিত হয়েছিল।

ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র তালিকা (List of forest research institutes in India)

ভারতে বেশ কয়েকটি বন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যা বিভিন্ন গবেষণা কোর্স এবং প্রকল্পগুলি প্রদান করে। দেশের অন্যতম জনপ্রিয় বন গবেষণা প্রতিষ্ঠানটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন দেহরাদুনকে (Forest Research Institution Dehradun) ভারতের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাচীনতম হিসেবে গণ্য করা হয় এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন (ICFRE) দ্বারা পরিচালিত হয়।

আরও পড়ুনঃ ভারতের রামসার সাইটের তালিকা PDF

ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র

ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট প্রথমে ব্রিটিশ ইম্পেরিয়াল ফরেস্ট স্কুল হিসাবে শুরু হয়েছিল এবং পরে 1906 সালে ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নামে নামকরণ করা হয়েছিল। ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হল বনবিদ্যার ক্ষেত্রে প্রধান প্রতিষ্ঠান। ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এখন ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত বন গবেষণা প্রতিষ্ঠান। এটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। ভারতের বন গবেষণা প্রতিষ্ঠানগুলিকে বিস্তৃতভাবে চারটি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে যা হল –

  1. স্বায়ত্তশাসিত বন গবেষণা প্রতিষ্ঠান (Autonomous Forest Research Institutes)
  2. রাজ্য সরকারের অধীনে বন গবেষণা প্রতিষ্ঠান (Forest Research Institutes under State Government)
  3. ভারতে বন গবেষণা কেন্দ্র (Forest Research Centre in India)
  4. জাতীয় প্রতিষ্ঠান (National Institutes)

1) ভারতের স্বায়ত্তশাসিত বন গবেষণা প্রতিষ্ঠান:

স্বায়ত্তশাসিত গবেষণা ইনস্টিটিউট হল সরকার-অধিভুক্ত কলেজ যা তাদের একাডেমিক কাঠামো গঠনের জন্য স্বাধীন। স্বায়ত্তশাসিত বন গবেষণা প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রিত হয় নিম্নের দুটি বোর্ডের দ্বারা-

  1. পরিবেশ ও বন মন্ত্রণালয় (Ministry of Environment and Forests)
  2. ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন (Indian Council of Forestry Research and Education)

i) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে বন গবেষণা প্রতিষ্ঠান

পরিবেশ ও বন মন্ত্রক হল ভারত সরকারের মন্ত্রক, যার লক্ষ্য ভারতের বন ও পরিবেশ পরিকল্পনা, প্রচার, সমন্বয়, তত্ত্বাবধান এবং বাস্তবায়ন করা। পরিবেশ ও বন মন্ত্রকের অধীনস্থ বন গবেষণা ইনস্টিটিউটগুলি নীচে দেওয়া হল৷

বন গবেষণা প্রতিষ্ঠানঅবস্থান
গোবিন্দ বল্লভ পন্ত ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টআলমোড়া (উত্তরাখন্ড)
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্টভোপাল (মধ্যপ্রদেশ)
ইন্ডিয়ান প্লাইউড ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটব্যাঙ্গালুরু (কর্ণাটক)
ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউটদেরাদুন (উত্তরাখন্ড)
ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র

ii) ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের অধীনে বন গবেষণা প্রতিষ্ঠান:

ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন হল একটি স্বায়ত্তশাসিত সংস্থা যেটি বন গবেষণা পরিচালনা করে, বনায়নের উন্নতির জন্য কৌশল বিকাশ করে এবং বনবিদ্যা শিক্ষাকে প্রভাবিত করে। স্বায়ত্তশাসিত বন গবেষণা ইনস্টিটিউট এর অবস্থান নিচে দেওয়া হল।

বন গবেষণা প্রতিষ্ঠানঅবস্থান
ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (FRI)দেরাদুন (উত্তরাখন্ড)
মরু অঞ্চলের অরণ্য গবেষণা কেন্দ্র বা অ্যারিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (AFRI)যোধপুর (রাজস্থান)
হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটসিমলা (হিমাচল প্রদেশ)
ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভারসিটিহায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিংকোয়েম্বাটুর (তামিলনাডূ)
ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটিরাঁচি (ঝাড়খণ্ড)
উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটব্যাঙ্গালুরু (কর্ণাটক)
আর্দ্র পর্নমোচী অরণ্য গবেষণা কেন্দ্র বা রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটজোড়হাট (আসাম)
ক্রান্তীয় অরণ্য গবেষণা কেন্দ্র বা ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটজবলপুর (মধ্যপ্রদেশ)
ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র

2. রাজ্য সরকারের অধীনে অরণ্য গবেষণা কেন্দ্র

কেন্দ্রীয় সরকার-অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও, ভারতে রাজ্যভিত্তিক সরকারি বন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। রাজ্য গবেষণা প্রতিষ্ঠানগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং এর সমাবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাজ্য বন গবেষণা কেন্দ্রগুলি নীচে তালিকাভুক্ত করা হল-

বন গবেষণা প্রতিষ্ঠানঅবস্থান
কেরালা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটপিচি, ত্রিশুর (কেরালা)
ফরেস্ট কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়মেট্টুপালায়ম (তামিলনাডূ)
ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটকানপুর (উত্তরপ্রদেশ)
রাজ্য বন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্ররায়পুর (ছত্তিশগড়)
রাজ্য বন গবেষণা কেন্দ্রজবলপুর (মধ্যপ্রদেশ)
রাজ্য বন গবেষণা কেন্দ্রচেন্নাই (তামিলনাডূ)
রাজ্য বন গবেষণা কেন্দ্রলুধিয়ানা (পাঞ্জাব)
রাজ্য বন গবেষণা কেন্দ্রঅরুণাচল প্রদেশ
ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র

3. ভারতে বন গবেষণা কেন্দ্র

ফরেস্ট রিসার্চ সেন্টার একটি অলাভজনক সংস্থা যা বনবিদ্যা গবেষণার বৈজ্ঞানিক সুবিধা প্রদান করে, এবং এটির লক্ষ্য

  • প্রভাব জন্য গবেষণা
  • ধারণক্ষমতা উন্নয়ন
  • ব্যস্ততা এবং আউটরিচ

নীচে ভারতের শীর্ষ বন গবেষণা কেন্দ্রগুলি দেওয়া হল-

বন গবেষণা কেন্দ্রঅবস্থান
বাঁশ এবং বেতের জন্য উন্নত গবেষণা কেন্দ্রআইজল (মিজোরাম)
বন-ভিত্তিক জীবিকা ও সম্প্রসারণের জন্য কেন্দ্র (CFLE)আগরতলা (ত্রিপুরা)
বন গবেষণা ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রছিন্দওয়ারা (মধ্যপ্রদেশ)
সামাজিক বনায়ন এবং ইকো-রিহ্যাবিলিটেশন কেন্দ্রএলাহাবাদ (উত্তরপ্রদেশ)
ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র

4. ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফরেস্ট রিসার্চ

নীচে ভারতের বন গবেষণার জন্য জাতীয় ইনস্টিটিউটের তালিকা রয়েছে।

বন গবেষণা প্রতিষ্ঠানঅবস্থান
পরিবেশ শিক্ষা কেন্দ্রআহমেদাবাদ (গুজরাট)
C.P.R. পরিবেশ শিক্ষা কেন্দ্রচেন্নাই (তামিলনাডূ)
প্রাণী ও পরিবেশ কেন্দ্রব্যাঙ্গালুরু (কর্ণাটক)
পরিবেশ অর্থনীতিতে শ্রেষ্ঠত্ব কেন্দ্রচেন্নাই (তামিলনাডূ)
স্থানীয় স্বাস্থ্য ঐতিহ্যের পুনরুজ্জীবনের জন্য প্রতিষ্ঠানব্যাঙ্গালুরু (কর্ণাটক)
পরিবেশ বিজ্ঞান কেন্দ্রব্যাঙ্গালুরু (কর্ণাটক)
অধঃপতন বাস্তুতন্ত্রের পরিবেশ ব্যবস্থাপনা কেন্দ্রদিল্লী
খনির পরিবেশের জন্য কেন্দ্রধানবাদ (ঝাড়খণ্ড)
সেলিম আলী সেন্টার ফর অর্নিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রিজবলপুর (মধ্যপ্রদেশ)
ক্রান্তীয় বোটানিক গার্ডেন এবং গবেষণা কেন্দ্রতিরুবনন্তপুরম (কেরালা)
ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র

বন গবেষণা অধ্যয়নের জন্য চাকরির সুযোগ

বনায়ন পেশাজীবীদের অবশ্যই বন ও বন সম্পদ সংরক্ষণ করতে হবে, বন্যপ্রাণী সংরক্ষণ ও রক্ষা করতে হবে, বন সম্পদ পরিচালনা করতে হবে, বনায়ন, বন সম্পদের উন্নয়ন করতে হবে। বিদেশী গবেষণা অধ্যয়নের জন্য জনপ্রিয় চাকরির সুযোগ নিচে তালিকাভুক্ত করা হয়েছে

  • এগ্রি-ক্রেডিট ম্যানেজার
  • ফার্মিং ম্যানেজার
  • জুলজিক্যাল পার্ক
  • বন্যপ্রাণী গবেষণা ইনস্টিটিউট
  • বন্যপ্রাণী বিভাগ
  • বন বিভাগ
  • জাতীয় উদ্যান ও অভয়ারণ্য
  • বন নার্সারি

আমাদের লেখাগুলি পড়ে যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন।

আরও পড়ুনঃ

ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র (FAQ)

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!