ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯ -এর সেরার তালিকা || PDF Download

পোস্টটি শেয়ার করুন
Rate this post

২০১৯ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে একগুচ্ছ পুরস্কার ছিনিয়ে নিল ‘রাজি’। সেরা ছবির শিরোপা পেল মেঘনা গুলজারের ‘রাজি’। নিখুঁত অভিনয় প্রতিভার প্রকাশ ঘটানোর স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন ছবির মুখ্য অভিনেত্রী আলিয়া ভট। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট।

ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ। ছবির কেন্দ্রীয় চরিত্র কাশ্মীরের মুসলিম তরুণী সেহমতের ভূমিকায় অভিনয় করেন আলিয়া। যার নিষ্পাপ অনভিজ্ঞ জীবন পালটে দেয় বাবা হিদায়াত খান (রজিত কাপুর)-এর সিদ্ধান্ত। বাবার নির্দেশে চরবৃত্তির মতো বিপজ্জনক কাজে নামতে হয় সেহমতকে।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯ -এর সেরার তালিকা

  • সেরা ছবি: রাজি
  • সমালোচক মনোনীত শ্রেষ্ঠ চলচ্চিত্র: অন্ধাধুন
  • সেরা অভিনেতা: রণবীর কাপুর (সঞ্জু)
  • সেরা ডেবিউ অভিনেতা- ইশান খাট্টার (বিয়ন্ড দ্য ক্লাইউডস)
  • সমালোচকের চোখে সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা
  • সমালোচকের চোখে সেরা অভিনেতা: রণবীর সিং (পদ্মাবত)
  • সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রাজি)
  • সেরা ডেবিউ অভিনেত্রী- সারা আলি খান ( কেদারনাথ)
  • সমালোচকের চোখে সেরা অভিনেত্রী: নীনা গুপ্তা (বাধাই হো)
  • সেরা পরিচালক: মেঘনা গুলজার (রাজি)
  • সেরা ডেবিউ পরিচালক- অমর কৌশিক (স্ত্রী)
  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: গজরাজ রাও (বাধাই হো) এবং ভিকি কৌশল (সঞ্জু)
  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: সুরেখা সিক্রি (বাধাই হো)
  • সেরা সঙ্গীত অ্যালবাম: সঞ্জয় লীলা বনসালির পদ্মাবত
  • সেরা সংলাপ- অক্ষত ঘিলিদিয়াল (বাধাই হো)
  • সেরা লিরিক্স: রাজি ছবির ‘অ্যায় বতন’
  • সেরা গল্প- অনুভব সিনহা (মুল্ক)
  • সেরা গায়ক: অরিজিৎ সিং (অ্যা ওয়াতান) (রাজি)
  • সেরা গায়িকা: ‘পদ্মাবত’ ছবির ‘ঘুমর’ গানের জন্য শ্রেয়া ঘোষাল
  • মরণোত্তর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে প্রয়াত শ্রীদেবীকে।
  • সেরা সঙ্গীত- অন্ধাধুন
  • সেরা আবহ সঙ্গীত- ড্যানিয়াল জর্জ, অন্ধাধুন
  • সেরা সঙ্গীত ডিজাইন- কুনাল শর্মা (টুম্বাড)
  • সেরা নৃত্যপরিচালনা- ক্রুতি মহেশ মিদ্যা (পদ্মাবত)
  • সেরা চিত্রনাট্য- পঙ্কজ কুমার (টুম্বাড)
  • সেরা সম্পাদনা- পূজা লাধা শ্রুতি (অন্ধাধুন)
  • সেরা পোশাক– শীতল শর্মা (মান্টো)
  • সেরা ভিএফএক্স-জিরো

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯ -এর সেরার তালিকা || PDF Download

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!