সরকারি চাকরী পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর || দ্বিতীয় পর্ব || ৫০ টি প্রশ্ন

পোস্টটি শেয়ার করুন
Rate this post

সরকারী চাকরি পেতে হলে চাই যথাযত প্রস্তুতি। আর এই প্রস্তুতির জন্য চাই উপযুক্ত পরিমান স্টাডি মেটেরিয়ালস। তাই আমরা ঠিক করেছি বিভিন্ন ধরণের সরকারী চাকরী এর পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর সহকারে স্টাডি মেটেরিয়ালস দেবো। যেগুলি আগত বিভিন্ন ধরণের যেমন গ্রুপ-ডি/সি, WBCS, Railway Exam, PSC Exam ইত্যাদি পরীক্ষাগুলির ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এই বিষয়ে আমরা আশাবাদী। আজকের দ্বিতীয় পর্বে সরকারি চাকরী পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর (গুরুত্বপূর্ণ ৫০ টি) দেওয়া হল।  আমাদের সকল পোস্টের আপডেট সময়ে পেতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখুন। ক্লিক করুন এখানে অথবা সার্চ করুন Students Care.

প্রথম পর্বটি পড়ার জন্য এখানে ক্লিক করুন

১. অ্যাজ়োট (Azote) নাম আগে ছিল যে গ্যাসের ?

উত্তর : নাইট্রোজেন

Join us on Telegram

২. ভারত কবে থেকে রাষ্ট্রসংঘের সদস্য দেশ ?

উত্তর : ১৯৪৫ সাল থেকে

৩. শ্রীপান্থ কার ছদ্মনাম ?

উত্তর : নিখিল সরকার

৪. বিশ্ব ধরিত্রী দিবস ২২ এপ্রিল। ২০১৭ সালের থিম কী ?

উত্তর : Environmental & Climate Literacy

৫. ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয় ?

উত্তর : জিওফ্রে চসারকে

৬. সাগর বাহেতি কে ?

উত্তর : ম্যারাথন রানার। ইনি ভারতের প্রথম দৃষ্টিশক্তিহীন রানার যিনি ঐতিহাসিক বস্টন ম্যারাথনে দৌড় শেষ করেছেন।

৭. টাল (TAAL) আগ্নেয়গিরি কোথায় ?

উত্তর : ফিলিপিন্সে

৮. মঙ্গলগ্রহে কাজ করছে নাসার একটি যান কিউরিওসিটি। এটিকে কবে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয় ?

উত্তর : ২৬ নভেম্বর, ২০১১

৯. কম্পিউটার ক্ষেত্রে পরিচিত নাম USB। কী এটি ?

উত্তর : ইউনিভার্সাল সিরিয়াল বাস

১০. বিশ্ব হেরিটেজ দিবস কবে ?

উত্তর :  ১৮ এপ্রিল

১১. বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় কবে ?

উত্তর : ১৯৪৬ সালে

১২. ভারতের জাতীয় পরিবেশ নীতি (National Environment Policy) কবে মন্ত্রিসভার অনুমোদন পায় ?

উত্তর : ১৮ মে, ২০০৬ সালে

১৩. অক্টোপাসের কটি হৃৎপিণ্ড থাকে ?

উত্তর : তিনটি

১৪. India Wins Freedom গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর : আবুল কালাম আজাদ

১৫. ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল কবে গঠিত হয় ?

উত্তর : ১৮ অক্টোবর, ২০১০

১৬. সংবিধান সংশোধন সংক্রান্ত পার্লিয়ামেন্টের ক্ষমতা- সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে ?

উত্তর : আর্টিকল ৩৬৮

১৭. ওয়াশিংটন DC। অ্যামেরিকার রাজধানী। DC- টি কী ?

উত্তর : ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া

১৮. তাপের উত্তম শোষক কোন তল ?

উত্তর : কালো অমসৃণ তল

১৯. প্রাকৃতিক গ্যাসে সর্বাধিক কোন গ্যাস থাকে ?

উত্তর : মিথেন

২০. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কারা ?

উত্তর : বিল গেটস ও পল অ্যালেন

২১. সিয়াম (SIAM) কোন দেশের পূর্বনাম ?

উত্তর : থাইল্যান্ড

২২. CTBT কী ? এটি কীসের সঙ্গে জড়িত ?

উত্তর : কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। পরমাণু চুক্তি

২৩. যুক্তরাজ্যের মুদ্রা কী ?

উত্তর : পাউন্ড স্টার্লিং

২৪. সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় ?

উত্তর : আহমেদাবাদ

২৫. L-ascorbic অ্যাসিড নামে পরিচিত কোন ভিটামিন ?

উত্তর :  ভিটামিন সি

২৬. ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস কী হিসেবে ঘোষণা করা হয়েছে ?

উত্তর :  রামসার সাইট

২৭. EPROM কী ?

উত্তর : ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি

২৮. কোন প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারতে কৃষক দিবস পালিত হয় ?

উত্তর : চৌধুরী চরণ সিং। ২৩ ডিসেম্বর

২৯. দা ওয়েস্ট ল্যান্ড – কার লেখা ?

উত্তর : টি এস এলিয়ট

৩০. থিওরি অফ ন্যাচরাল সিলেকশনের প্রবক্তা কে ?

উত্তর : ডারউইন

৩১. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয় ?

উত্তর : অ্যালান টুরিং

৩২. বিলিরুবিনের নিঃসরণ কোথা থেকে হয় ?

উত্তর : লিভার

৩৩. হাইড্রোফোন কী ?

উত্তর : জলতলে শব্দতরঙ্গকে চিহ্নিত ও রেকর্ডকারী মাইক্রোফোন

৩৪. লিচ্ছভি দৌহিত্র নামে পরিচিত ছিলেন কে ?

উত্তর : সমুদ্রগুপ্ত

৩৫. প্রেটি গুড প্রাইভেসি কে তৈরি করেন ?

উত্তর : ফিল জিমারম্যান

৩৬. বর্তমান ভারত কে লিখেছেন ?

উত্তর : স্বামী বিবেকানন্দ

৩৭. সৌদি আরবে নদীর সংখ্যা কয়টি ?

উত্তর : শূন্য। সৌদি আরবে কোনও নদী নেই

৩৮. ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি ছিল ?

উত্তর :  IRS-1A

৩৯. কম্পিউটারে OS বলতে কী বোঝায় ?

উত্তর: অপারেটিং সিস্টেম

৪০. RTGS পদ্ধতিতেও ফান্ড ট্রান্সফার হয়। পুরো কথা কী ?

উত্তর : রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট

৪১. জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা কত সালে স্থাপিত হয় ?

উত্তর : ১৮৭০

৪২. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর : এ কে ফজ়লুল হক

৪৩. এলাচে কোন রাসায়নিকের জন্য গন্ধ হয় ?

উত্তর : সিনেওল

৪৪. দা ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন ?

উত্তর : জওহরলাল নেহরু

৪৫. ব্লেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স-এর প্রবক্তা কে ?

উত্তর : গ্রেগর জোহান মেন্ডেল

৪৬. পিউজিলিস্ট (Pugilist) কাকে বলা হয় ?

উত্তর :  বক্সার

৪৭. ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোন শহরে ?

উত্তর : পুনে

৪৮. অ্যাডলফ হিটলারের মৃত্যু কবে হয় ?

উত্তর : ৩০ এপ্রিল, ১৯৪৫

৪৯. রিহান্দ থার্মাল পাওয়ার স্টেশন কোথায় ?

উত্তর :  সোনভদ্রা, উত্তরপ্রদেশ

৫০. থেসপিয়ান আর্ট বলতে কা বুঝি ?

উত্তর : নাটকের সঙ্গে জড়িত কলা। ট্র্যাজেডিও বোঝায়

৫১. কীসের গতি মাপতে ম্যাক (Mach) ব্যবহার হয় ?

উত্তর : বিমান

কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। কোনো প্রশ্ন নিয়ে মতানৈক্য থাকলে আমাদের অবশ্যই জানাবেন। এবং আপনারা চাইলে আমাদের লেখা পাঠাতে পারেন। ধন্যবাদ সকলকে।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!