WBCS Preliminary 2018 Solved Question Paper free PDF Download

পোস্টটি শেয়ার করুন
Rate this post

WBCS Preliminary 2018 Solved Question Paper free PDF Download

WBCS Preliminary 2018 Solved Question Paper Part 1 Click Here

১০১ (i) Tom, Dick এবং Harry — বুদ্ধিমান

(ii) Tom, Brown এবং Jack — কঠোর পরিশ্রমী

(iii) Brown, Harry এবং Jack — সৎ

Join us on Telegram

(iv) Tom, Dick এবং Jack — উচ্চাকাঙ্খী  ?

নিম্নলিখিত কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্খী নয় ?

(A) Tom       (B) Dick       (C) Harry       (D) Jack

১০২. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে ?

(A) 2.2 < 2.02 < 2.002 < 2.222

(B) 2.002 < 2.02 < 2.2 < 2.222

(C) 2.02 < 2.22 < 2.002 < 2.222

(D) উপরের কোনোটিই নয়

১০৩. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও

(A) 4 জন সদস্য নিয়ে        (B) 5 জন সদস্য নিয়ে       (C) 6 জন সদস্য নিয়ে      (D) 7 জন সদস্য নিয়ে

১০৪. চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বৃদ্ধি 300 হলে ঐ চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত ? (চোঙের উচ্চতা ধ্রুবক রাখা হল)

(A) 1500%       (B) 600%       (C) – 600%      (D) উপরের কোনোটিই নয়

১০৫. ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে ?

(A) বুদ্ধঘোষ        (B) অশ্বঘোস       (C) নাগার্জুন       (D) পাণিনি

১০৬. চিলকা হ্রদ হল

(A) নোনা জলের হ্রদ

(B) স্বাদু জলের হ্রদ

(C) বর্ষাকালে স্বাদু জলের হ্রদ

(D) গীষ্মকালে নোনা জলের হ্রদ

১০৭. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার’ নামে জনপ্রিয় ছিলেন’ ?

(A) ই ভি রামাস্বামী নাইকার      (B) সি ভি রমন পিল্লাই       (C) বই আর আম্বেদকর      (D) জ্যোতিবা ফুলে

১০৮. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়  ?

(A) দীনবন্ধু       (B) নীলদর্পণ        (C) নীলদর্শন       (D) আনন্দমঠ

১০৯. 16 bits (বিটস) -এর সমাহারকে বলে

(A) ওয়ার্ড       (B) নিবিল       (C) মেমরি ব্লক       (D) বাইট

১১০. ভারতের —— রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।

(A) বিহার       (B) ওডিশা       (C) কর্ণাটক       (D) রাজস্থান

১১১. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?

(A) সুরকোটাডা        (B) লোথাল        (C) ধোলাভিরা        (D) বানওয়ালি

১১২. ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) গোপাল ঝা      (B) ধর্মদেব সোলাঙ্কি        (C) সঞ্জয় কোঠারি       (D) মহেন্দ্র নাগপাল

১১৩. একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে

(A) পাথরটি স্পর্শক বরাবর যাবে ।

(B) পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে ।

(C) পাথরটি ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে যাবে ।

(D) উপরের কোনোটিই নয়  ।

১১৪. ‘হিন্দ-হিন্দী-হিন্দু’ কে প্রচার করেছিলেন  ?

(A) লালা লাজপত রাই

(B) মদন মোহন মালব্য

(C) শ্যামাপ্রসাদ মুখার্জী

(D) বাল গঙ্গাধর তিলক

১১৫. একটি সংকেতদ্বারা DEVICE লেখা হয় BAREXA এবং ORNATE লেখা হয় ZVMESA, তাহলে VIDEO শব্দটি ওই সংকেতে কীভাবে লেখা হবে  ?

(A) RIBAZ         (B) REBAZ        (C) RBEAZ        (D) ZABER

১১৬. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?

(A) অঙ্গ       (B) কোশল        (C) মগধ       (D) অবন্তি

১১৭. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

(A) কারাকোরাম      (B) কাশ্মীর       (C) গডউইন অস্টিন        (D) কেনিথ

১১৮. নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়  ?

(A) সুইৎজারল্যান্ড       (B) UAE       (C) দক্ষিণ আফ্রিকা       (D) ব্রাজিল

১১৯. একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে । বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি

(A) আগের মতই ভাসতে থাকবে ।

(B) বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।

(C) কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।

(D) ডুবে যাবে ।

১২০. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?

(A) মোতিলাল নেহেরু       (B) চিত্তরঞ্জন দাশ       (C) গান্ধীজি       (D) হসরত মোহানি

১২১. Coins : Mint : : Bricks : ?

(A) Foundry        (B) Cemetery       (C) Furnace        (D) Kiln

১২২. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

(A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ

(B) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ

(C) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ

(D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ

WBCS Preliminary 2018 Solved Question Paper Part 1 Click Here

১২৩. USB কোন ধরণের স্টোরেজ যন্ত্র ?

(A) মুখ্য       (B) গৌণ       (C) তৃতীয় পর্যায়ক্রম       (D) উপরের কোনোটিই নয়

১২৪. ইন্ডিয়-জর্ডন-মরক্কো ট্রেড অ্যান্ড ইকনোমিক জয়েন্ট কমিটি-এর দশম সম্মেলন অনুষ্ঠিত হল

(A) গ্রেটার নয়ডায়        (B) নতুন দিল্লিতে        (C) ভাস্কো-দা-গামায়        (D) রামেশ্বরম-এ

১২৫. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?

(A) ফাসিয়ান (ফা-হিয়েন)      (B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)      (C) মেগাস্থিনিস       (D) স্ট্রাবো

১২৬. একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, ….. 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায় । ঘড়িটি 2 দিনে কত বার ঘন্টা বাজায় ?

(A) 78       (B) 264       (C) 312       (D) 444

১২৭. কোনটি ‘Social networking site’ নয় ?

(A) লিংডিইন        (B) উইঙ্ক       (C) ফেসবুক      (D) গুগুল প্লাস

১২৮. পাশের চিত্রটি কতগুলি সরলরেখা দ্বারা গঠিত ?

b

১২৯. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া

(B) সুন্দরবন অঞ্চল

(C) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা

(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া

১৩০. এদের মধ্যে কোনটি সাধারণত Android application -এর ভাষা হিসাবে ব্যবহার করা হয় ?

(A) Java       (B) C++       (C) C       (D) PHP

১৩১. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?

(A) বোধগয়া       (B) শ্রাবস্তী        (C) সারনাথ        (D) বৈশালী

১৩২. কোন ভারতীয় অর্থনীতিবিদ ভারতের কৃষিতে নারীদের অবদানের জন্য ‘বালজান প্রাইজ 2017’ পুরস্কার পেয়েছেন ?

(A) দেবিকা জৈন       (B) রোহিণী পাণ্ডে       (C) দীপালি জোশি       (D) বিণা আগরওয়াল

১৩৩. ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :

(A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত

(B) কাশ্মীর উপত্যকা

(C) উত্তর কাশ্মীর সমভূমি

(D) পুঞ্চ

১৩৪. 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?

(A) সাতারা       (B) পুনে       (C) বেলগাঁও       (D) বেরার

১৩৫. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়

(A) স্পাম        (B) ফোলিস        (C) ভাইরাস       (D) বাগস্

১৩৬. গ্রীক লেখকদের রচনায় কাকে ‘স্যান্দ্রোকোট্টস’ বলা হয়েছে  ?

(A) অশোক        (B) বিন্দুসার        (C) চন্দ্রগুপ্ত মৌর্য        (D) ধনানন্দ

১৩৭. নীচের সংখ্যা শ্রেণিটির লুপ্ত সংখ্যাটি কত  ?

3, 8, 6, 14, ?, 20

(A) 12       (B) 20      (C) 42       (D) 9

১৩৮. GNP (Gross National Product) ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না ?

(A) সরকার দ্বারা পণ্য ক্রয়

(B) বেসরকারি বিনিয়োগ

(C) নাগরিকদের মাথাপিছু আয়

(D) নীট বৈদেশিক বিনিয়োগ

১৩৯. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :

(A) হাওড়া       (B) উত্তর ২৪ পরগণা      (C) পাটনা      (D) এন. সি. আর

১৪০. ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল

(A) বিয়োজন       (B) হাইড্রোলাইসিস        (C) বিজারণ       (D) জারণ

১৪১. নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন ?

(A) স্বরাজ দল

(B) 1936 -এ কংগ্রাস

(C) 1942 -এ মুসলিম লীগ

(D) 1946 -এ সর্বদলীয় সম্মেলন

১৪২. ভারত ও মায়্নামারের মধ্যে —— পর্বতশ্রেণি অবস্থিত

(A) লুসাই      (B) নামচা বারোয়া       (C) খাসি       (D) তুরা

১৪৩. রহিত এবং অক্সরের বয়সের পার্থক্য 12 বছর । তাদের উভয়ের বয়সের অনুপাত 3 : 5 । তাহলে অক্সরের  বয়স কত ?

(A) 32 বছর      (B) 24 বছর       (C) 28 বছর       (D) 30 বছর

১৪৪. কিতাব-উল-হিন্দ কার রচনা ?

(A) আল-মাসুদি       (B) আল-বিরুনি       (C) সুলেমান       (D) ফিরদৌসি

১৪৫. ভিনিগারের রাসায়নিক নাম

(A) সোডিয়াম নাইট্রেট       (B) লঘু অ্যাসিটিক অ্যাসিড       (C) ক্লোরাইড অফ লাইম      (D) ক্যালশিয়াম

১৪৬. নীতি আয়োগ তৈরি হয়েছে

(A) Union Cabinet -এ প্রস্তাব পাসের দ্বারা

(B) ভারতীয় সংবিধান সংশোধন -এর দ্বারা

(C) (A) ও (B) উভয়ই দ্বারা

(D) (A) ও (B) কোনোটির দ্বারা নয়

১৪৭. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

(A) কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না ।

(B) ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল ।

(C) কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী ।

(D) উপরের কোনোটিই নয়

১৪৮. রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত ।

(A) গুজরাট সমভূমি      (B) আরাবল্লির পশ্চিম পাদদেশ     (C) উত্তর প্রদেশের উত্তরাঞ্চল       (D) বিহার

১৪৯. ভিটামিন D -এর অভাবে কী রোগ হয়

(A) রাতকানা       (B) রিকেট        (C) স্কার্ভি       (D) চুল উঠে যাওয়া

১৫০. কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন  ?

(A) সমুদ্রগুপ্ত       (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত       (C) স্কন্দগুপ্ত       (D) কুমারগুপ্ত

১৫১. A, B, C, D, E, F, G ও H এই 8 জন একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে । D বসেছে F -এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এবং H -এর ডানদিকের তৃতীয় স্থানে । A বসেছে F -এর ডানদিকের দ্বিতীয় স্থানে, তার পাশে বসেছে H, C বসেছে B -এর ডানদিকের দ্বিতীয় স্থানে এবং F রয়েছে B -এর ডানদিকের তৃতীয় স্থানে । F -এর পাশে G বসেনি । ওপরের তথ্য অনুসারে  A -এর ঠিক বাঁদিকে কে বসেছে ?

(A) H      (B) E       (C) G       (D) B

১৫২. ‘অভিনব ভারত’ নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

(A) ক্ষুদিরাম বোস দ্বারা       (B) ভি. ডি. সাভারকর দ্বারা       (C) প্রফুল্ল চাকী দ্বারা      (D) ভগৎ সিং দ্বারা


১৫৩. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ কথাটি হল

(A) পলিভিনাইল ক্লোরাইড

        (B) পলিভিনাইল কার্বোনেট

(C) ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড

(D) ফসফো ভিনাইল ক্লোরাইড

১৫৪. 2000 সালে নেতাজির জন্মদিন বুধবার হলে, ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার পড়েছিল ?

(A) বুধবার       (B) বৃহস্পতিবার       (C) শুক্রবার       (D) শনিবার

১৫৫. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ

(A) স্যাডেল শৃঙ্গ        (B) ডায়াবোল শৃঙ্গ       (C) কার নিকোবর        (D) উপরের কোনোটিই নয়

১৫৬. ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে ?

(A) আর্যভট্ট       (B) বরাহমিহির       (C) অমরসিংহ       (D) ব্রহ্মগুপ্ত

১৫৭. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?

(A) গ্রাফাইট       (B) জীপসাম        (C) জিঙ্ক       (D) লেড

১৫৮. সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী ‘forcing a person to undergo polygraph, brain mapping and narco analysis tests, as violative of

(A) ধারা 25      (B) ধারা 20      (C) ধারা 21 এবং ধারা 20(3)      (D) ধারা 360

১৫৯. গদর দলের নেতা কে ছিলেন ?

(A) ভগৎ সিং       (B) লালা হরদয়াল        (C) বি. জি. তিলক       (D) ভি. ডি  সাভারকর

১৬০. ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে

(A) জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় -এ

(B) বিহারের পূর্ণিয়া জেলায়

(C) রাজস্থানের জয়্সালমির অঞ্চল -এ

(D) কর্ণাটকের মাইশোর পাহাড় -এ

১৬১. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ঘোষণা করেছে যে সেই দেশ সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে ?

(A) দক্ষিণ কোরিয়া       (B) উত্তর কোরিয়া       (C) চিন        (D) জাপান

১৬২. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?

(A) সতীশ চন্দ্র       (B) বিপান চন্দ্র       (C) রামশরণ শর্মা       (D) অমলেশ ত্রিপাঠী

১৬৩. তনুশ্রী একজন নৃত্যশিল্পী । নৃত্যশিল্পীগন সকলেই যুবতী ।

সিদ্ধান্ত :

(a) সকল যুবতীই নৃত্যশিল্পী ।

(b) সকল নৃত্যশিল্পীই যুবতী ।

(c) তনুশ্রী যুবতী নন এবং সেইহেতু নৃত্যশিল্পী নন ।

(d) তনুশ্রী একজন যুবতী নৃত্যশিল্পী ।

(A) a        (B) b       (C) c       (D) d

১৬৪. সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?

(A) 56       (B) 73      (C) 74      (D) 76

১৬৫. নিম্নোক্ত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চের সন্ত করা হয় ?

(A) দলাই লামা       (B) সিস্টার নির্মলা        (C) মাদার টেরেসা       (D) ডেশমন্ড টুটু

১৬৬. ‘ডলফিন নোজ’ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে

(A) পর্যটন কেন্দ্র

(B) পুরাতাত্ত্বিক কেন্দ্র

(C) জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল

(D) বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে

১৬৭. কে ‘গঙ্গাইকোণ্ডচোল’  উপাধি ধারণ করেন  ?

(A) প্রথম রাজেন্দ্র      (B) প্রথম রাজরাজ       (C) প্রথম রাজাধিরাজ      (D) প্রথম কুলোতুঙ্গ

১৬৮. সূর্যাস্তের পূর্বে একদিন সায়াহ্নে দুই বন্ধু অজয় এবং অমল মুখোমুখি হয়ে পরস্পরের সঙ্গে কথা বলেছিল । যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডানদিকে পড়ে, তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল ?

(A) উত্তর       (B) দক্ষিণ       (C) পশ্চিম      (D) উপরের কোনোটিই নয়

১৬৯. ‘আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান—রাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আইডেন্টিটি’— গ্রন্থটির লেখক কে ?

(A) নীরদ সি. চৌধুরী      (B) অমিত চৌধুরী       (C) অমর্ত্য সেন        (D) অরুন্ধতী রায়

১৭০. Financial inclusion রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে বোঝায়

(A) নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা

(B) সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা

(C) Financial literacy -র জন্য বর্ধিত প্রচেষ্টা

(D) উপরের সবগুলি

১৭১. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি

(A) আন্দামান দ্বীপ       (B) নিকোবর দ্বীপ      (C) ব্যারন দ্বীপ        (D) পাম্বন দ্বীপ

১৭২. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(A) ফজলুল হক       (B) জাফর আলি খান       (C) আল্লাহ বক্স       (D) করম শাহ

১৭৩. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কে ?

(A) সলমন রুশদি       (B) অমিতাভ ঘোষ       (C) কাজুও ইশিগুরো      (D) পাউলো কোয়েলহো

১৭৪. কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন  ?

(A) গিয়াসুদ্দিন বলবন       (B) ইলতুৎমিস        (C) আলাউদ্দিন খলজি       (D) মহম্মদ বিন তুঘলক

১৭৫. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন ?

(A) লালা হংসরাজ        (B) পণ্ডিত গুরুদত্ত       (C) স্বামী দয়ানন্দ সরস্বতী       (D) লালা লাজপত রাই

WBCS Preliminary 2018 Solved Question Paper free PDF Download Click Here


১৭৬. একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে ভরতি হয় । দুটি নলই একসাথে খুলে দেওয়া হল, প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভরতি হয় ?

(A) 8 মিনিট       (B) 9 মিনিট       (C) 10 মিনিট       (D) 12 মিনিট

১৭৭. নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয়

(A) দারিদ্র দূরীকরণ

(B) state units সকল উন্নয়ন মূলক প্রচেষ্টার আলোকপ্রাপ্ত হবে

(C) বকেয়া project শেষ করতে হবে

(D) (A) ও (B) উভয়ই

১৭৮. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?

(A) ফিরোজ শাহ তুঘলক      (B) মহম্মদ বিন তুঘলক      (C) আলাউদ্দিন খলজি     (D) সিকান্দার লোদি

১৭৯. ২০১৭ সালের ১৬ই নভেম্বর থেকে ২০ নভেম্বর কী নাম ‘শিশু অধিকার দিবস’ পালিত হয় ?

(A) সমর্থ, ২০১৭       (B) সমৃদ্ধি, ২০১৭       (C) হউসলা, ২০১৭       (D) হুনার, ২০১৭

১৮০. ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী —— প্রয়োগের মাধ্যমে ।

(A) IADA (Intensive Agricultural District Programme)

(B) IAAP(Intensive Agricultural Area Programme)

(C) IADA and IAAP

(D) উপরের কোনোটিই নয়

১৮১. ‘গোলামগিরি’ গ্রন্থটি কে লেখেন  ?

(A) স্যার সৈয়দ আহমেদ খান      (B) রামমোহন রায়       (C) জ্যোতিবা ফুলে      (D) বি. আর. আম্বেদকার

১৮২. যদি, Squint : Eye, তাহলে Squeeze : ?

(A) Tongue        (B) Cloth       (C) Throat       (D) Hand

১৮৩. কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় -এ অন্তর্ভুক্ত নহে

(A) প্রতিরক্ষা ব্যয়

(B) Economic Service -এর উপর ব্যয়

(C) Social এবং Community Services -এর উপর ব্যয়

(D) রাজ্যগুলিকে অনুদান

১৮৪. ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন ?

(A) মনোজ কুমার       (B) দিলীপ কুমার       (C) অমিতাভ বচ্চন       (D) বিনোদ খান্না

১৮৫. নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :

(A) শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা

(B) ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না

(C) (A) ও (B) দুটিই

(D) উপরের কোনোটিই নয়

১৮৬. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন  ?

(A) মন সিংহ       (B) টোডরমল        (C) ভগবন্ত দাস       (D) বীরবল

১৮৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?

(A) আবুল কালাম আজাদ       (B) সৈয়দ আহমেদ খান        (C) বদ্রুদ্দিন তৈয়াবজি       (D) ফজলুল হক

১৮৮. ২০১৬ সালে দেশের মধ্যে বিদেশি ও অন্তর্দেশীয় ট্যুরিস্ট স্থানগুলির মধ্যে কোন রাজ্য সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে ?

(A) গোয়া      (B) উত্তর প্রদেশ       (C) মহারাষ্ট্র      (D) তামিলনাড়ু

১৮৯. P, Q অপেক্ষা 60% বেশি এবং R অপেক্ষা 30% বেশি । Q এবং R অনুপাত —

(A) 1 : 2       (B) 2 : 1       (C) 13 : 16       (D) 16 : 13

১৯০. বর্তমানে কেন্দ্রীয় সরকার সারা ভারতে JNNURM প্রকল্প দ্বারা .

(A) শহরের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে ।

(B) গ্রামের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে ।

(C) শহর ও গ্রামে অর্থ সাহায্য করে পরিবহন, বস্তি উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য ।

(D) সীমিত অর্থ সাহায্য করে গ্রামের রাস্তা উন্নতির জন্য ।

১৯১. হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?

(A) জাহাঙ্গীর      (B) শাহজাহান       (C) আকবার       (D) ঔরঙ্গজেব

১৯২. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ?

(A) লি বিন অয়াহ      (B) রাহায়ু মাজাম       (C) হালিমা ইয়াকুব      (D) সেলিমা কোমোর

১৯৩. একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে । তার প্রকৃত লাভের শতকরা হার

(A) 20%        (B) 40%        (C) 44%        (D) 50%

১৯৪. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

(A) উইনস্টন চার্চিল       (B) ভাইসরয় লর্ড ওয়াভেল        (C) লর্ড মাউন্টব্যাটন       (D) ক্লিমেন্ট অ্যাটলি

১৯৫. পশ্চিমবঙ্গের ‘Dry Port’ -এর অবস্থান হল

(A) কলকাতা       (B) হলদিয়া       (C) কলকাতা, হলদিয়া ও দিঘা       (D) কলকাতা ও হলদিয়া

১৯৬. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংকৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্যে আইন তৈরি করেছে ?

(A) তাজাকিস্তান       (B) উজবেকিস্তান        (C) সিরিয়া        (D) আফগানিস্তান

১৯৭. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?

(A) কুতুবুদ্দিন বখতিয়ার কাকী       (B) নাসিরুদ্দিন কুবাচা        (C) ইলতুৎমিস       (D) Qকুতুবুদ্দিন আইবক

১৯৮. একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2 : 3 এবং অন্য একটি মিশ্রণে ঐ দুই তরলের অনুপাত 5 : 4 ।  এই দুই মিশ্রণ কী অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে উহাদের অনুপাত সমান হবে ?

(A) 2 : 5       (B) 3 : 7        (C) 5 : 9      (D) 9 : 11

WBCS Preliminary 2018 Solved Question Paper Part 1 Click Here

১৯৯. একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে 4.25 মিনিট । ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে সময় দেখাবে

(A) 8.35       (B) 7.25       (C) 7.35       (D) 8.25

২০০. বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সূচনায় অনুমোদন দান করে কোন রাজ্য সরকার, বেসরকারি মালিকদের সরকারি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পথ খুলে দিয়েছে ?

(A) তামিলনাড়ু       (B) বিহার       (C) কেরল        (D) রাজস্থান

WBCS Preliminary 2018 Solved Question Paper free PDF Download Click Here

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!