Weekly Current Affairs December-Second week 2017

পোস্টটি শেয়ার করুন
Rate this post

স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। যেগুলি সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবি প্রয়োজনীয় একটি বিষয়। আমরা আজ ডিসেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ ৮ ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বরের (Weekly Current Affairs December-Second week) মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ন ঘটনার শিরোনাম গুলি আপনাদের সামনে তুলে ধরবো। শুরু করার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সাম্প্রতিক ঘটনাসমূহ || Weekly Current Affairs December-Second week 2017

 

■ সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল, ৫ই জানুয়ারি পর্যন্ত চলবে এবারের অধিবেশন। মনে করিয়ে দেই গত ২০ বছরের মধ্যে এবছরের শীতকালীন অধিবেশনের দিনসংখ্যা সবথেকে কম।

■ ২০১৭ সালের “গেম অফ দি ইয়ার” ঘোষিত হল ‘দি লিজেন্ড অফ জেলডা’।

■ ২০১৭ সালে ব্যালন ডি’ওর জিতেছে রোনাল্ডো। এই ৫ বার ব্যালন ডি’ওর (Ballon d’Or) খেতাব পেলেন রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Join us on Telegram

■ IMDB বা ‘ইন্টারনেট মুভি ডেটা বেস’ অনুযায়ী ২০১৭ সালে ভারতের সেরা অভিনেতা হলেন শাহরুখ খান।

■ অস্কারের দৌড় থেকে ছিটকে গেল নমিনেশন পাওয়া ভারতীয় সিনেমা ‘নিউটন’।

■ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার বা MCI এর বিলোপ সংক্রান্ত বিল পাস হয়ে গেল। যার ফলে এমসিআই-এর জায়গায় আস্তে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।

 

■ প্রয়াত হলেন অভিনেতা নির্দেশক নীরজ ভোরা।

■ সম্প্রতি রাজস্থানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সিদ্ধান্ত নিলেন যে, তাঁরা আঞ্চলিক ভাষায় ইমেল এড্রেস খোলার ব্যবস্থা করতে চলেছে। ভারতের রাজ্যগুলির মধ্যে এই উদ্যোগ সর্বপ্রথম।

■ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে একদিনের ম্যাচে (ODI) এক ইনিংসে ৩০০ বা তার বেশি রান ১০০ বার করার নজির করল ভারতীয় দল।

■ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি করার অনবদ্য নজির গড়লেন রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ২৬৪*, ২০৯, এবং ২০৮।

■ দীপাবলি হল খারাপের বিরুদ্ধে ভালোর জয়। সেই কথা ভেবে দীপাবলির দিনটিকে “আন্তর্জাতিক দীপাবলি দিবস” হিসেবে ঘোষণা করা হোক, এই প্রস্তাব দিলেন সম্মিলিত জাতিপূঞ্জে কাজাখস্তানের স্থায়ী প্রতিনিধি ‘কাইরাত উমারভ’।

 

■ CBSE-এর ষষ্ঠ শ্রেণীর পাঠক্রমে অভিনেতা রজনীকান্তের জীবনী অন্তর্ভুক্ত করা হল।

আরও পড়ুন- নভেম্বর-২০১৭ এর ১৩০ টি কারেন্ট অ্যাফেয়ার্স এক নজরে

■আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবল তারকা ডিয়েগো মারাদোনার ১২ ফুট উচ্চতা যুক্ত ব্রোঞ্জের প্রতিমূর্তি উন্মোচিত হল কলকাতায়।

■ হকি ওয়ার্ল্ড লীগের জার্মানিকে হারিয়ে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় (পুরুষ) হকি দল।

■ ২০১৯ সালের পর থেকে খনিজ তেল উত্তোলনের জন্য অর্থ বরাদ্দ করবে না সিদ্ধান্ত নিয়ে নিল বিশ্ব ব্যাংক।

■ “মাদার টেরেজা মেমোরিয়াল এওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস” পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

■ ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পদকজয়ীদের স্বাস্থ্য যোজনার অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন ্রাখলেন রাজ্যসভার সাংসদ এবং কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

■ পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডীগড় পুলিশ এবার থেকে সিদ্ধান্ত নিল FIR-এ অভিযুক্ত এবং অভিযোগকারীর দের জাত (Caste) উল্লেখ করবে না।

■২০১৮ সালে আফগানিস্তান ক্রিকেট দল প্রথম টেস্ট খেলবে ভারতের সঙ্গে, ভারতের মাটিতে  ঘোষোনা করল বিসিসিআই।

■ ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রাহুল গান্ধী।

■ ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘোষণা করল যে টিভি চ্যানেলগুলি সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত কোনোরকম কন্ডোমের বিজ্ঞাপন সম্প্রচার করতে পারবে না।

■ ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হল ৩১শে মার্চ পর্যন্ত।

■ ২০১৭ সালের  অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হল “Youthquake”।

■ একটি সূত্রের মতে ২০১৬ সালে ভারতে প্রায় ২০ লক্ষ টন বৈদ্যুতিন বর্জ্য ( যাকে ই-ওয়াস্ট বলা হয়) তৈরি হয়েছে।

■ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ১৩৯ দিন থাকার পর পৃথিবীতে ফিরেছেন তিন মহাকাশচারী। যাদের নাম রেন্দি ব্রেসনিক, পাওলো নেসপোলি এবং সার্জে রিয়াজনস্কলি।

■ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রো’ প্রকল্পে শ্রীলঙ্কার হাম্বনতোটা বন্দরটি ৯৯ বছরের লিজে নিল চীন।

■ প্যান্টোন কালার ইনস্টিটিউট ‘অতিবেগুনি রশ্মি’ রঙকে (UV Ray) ২০১৮ সালের “Colour of the Year” ঘোষণা করল।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দেখা হবে ঠিক এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই বিভাগটি তেনাদের সাফল্য কামনা করবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

 

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!