Bengali Comprehension Test 15 MCQ SET 3 | বাংলা বোধ পরীক্ষণ FREE
আজকে আমাদের আলোচনার বিষয় প্রাথমিক টেট বাংলা বোধ পরীক্ষণ MCQ প্র্যাকটিস (Primary TET Bengali Comprehension Test MCQ). Primary Tet পরীক্ষাতে Bengali Comprehension Test থেকে 5 টি প্রশ্ন থাকবে। তাই বিষয়টি খুবই গুরুত্বসহকারে পড়তে হবে, যেহেতু এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।
Bengali Comprehension Test বলতে আমরা বুঝি একটি গদ্যাংশ দেওয়া থাকবে বা একটি পদ্য দেওয়া থাকবে, সেই প্যাসেজটিকে খুব ভালো করে মনোযোগসহকারে পড়ে উত্তরগুলি সমাধান করতে হয়। চলুন আজকে আমরা একটি প্যাসেজ দিলাম এবং সাথে পাঁচটি প্রশ্ন দিলাম। আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করুন।
প্রশ্ন-উত্তর সঙ্কলনে
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’র, প্রাইমারি টেট অনলাইন কোচিং
শিশু মনস্তত্ত্ব ও বিকাশ, বাংলা, ইংরাজি, গণিত এবং পরিবেশ বিদ্যার প্যাডাগোজি ও বিষয় থেকে টপিক ধরে ধরে সম্পূর্ণ ধারণাভিত্তিক আলোচনা ।
বিশদে জানতে ও সংগ্রহ করতে যোগাযোগ করুণ : 8640890159
Bengali Comprehension Test
নিম্নের গদ্যাংশটি পড়ে 1-6 সংখ্যক প্রশ্নের উত্তর দিন ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’। জীবনানন্দ দাশ এই কবিতা লেখার পর কেটে গিয়েছে বেশ কয়েক দশক। এই সময়কালে পৃথিবীর সেই অসুখ আরও গভীরে পৌঁছে গিয়েছে। যার অন্যতম কারণ জলবায়ু বিপর্যয়। সাম্প্রতিক এক গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের (Climate change) কুফলের ধাক্কায় ৬৫ শতাংশ কীটপতঙ্গ এই নীল গ্রহ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। আগামী শতাব্দীর মধ্যেই এই অবস্থা ঘটবে। ফলে মানুষের জীবনধারণ আরও অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে যাবে।
‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। যেখানে বলা হয়েছে জলবায়ুর পরিবর্তনের ফলে পশুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। পতঙ্গদের ক্ষেত্রেও পরিস্থিতি একই। ফলে সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন যতটা ক্ষতি করতে পারবে বলে মনে করা হচ্ছিল, তার থেকেও বেশি ক্ষতি করে দিয়েছে।
এপ্রসঙ্গে বলতে গিয়ে নাসার এক গবেষক ড. কেট ডাফি বলছেন, ”আমাদের একটা এমন পদ্ধতি দরকার যার সাহায্যে তাপমাত্রার প্রভাবে কীটপতঙ্গদের ক্ষতির দিকটি সঠিক ভাবে নির্ধারণ করা যাবে।” তাঁর দাবি, সেদিকে তাকিয়েই তাঁরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। শিগগিরি এবিষয়ে যথাযথ ধারণা করা সম্ভব হবে বলে দাবি কেটের।
গবেষকদের দাবি, পরিস্থিতি ক্রমেই এমন দিকে যাচ্ছে যার ধাক্কায় সারা পৃথিবীর ৩৮টি প্রজাতির পতঙ্গের মধ্যে ২৫টি বিপণ্ণ হয়ে যাবে আগামী শতাব্দীর শুরুতেই। এর পিছনে অন্যতম কারণ স্থানীয় জলবায়ুর নাটকীয় পরিবর্তন।
পৃথিবীর সেরা জীব মানুষ। কিন্তু মানব সভ্যতাও বিপণ্ণ হবে না-মানুষদের বিপণ্ণতায়। আসলে ফল, সবজি, ফুলের ফলনে পতঙ্গের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তারা অবলুপ্ত হলেই মানুষের জীবনধারণও ক্রমেই সমস্যার মুখে পড়বে। কার্যতই বিপণ্ণ হবে মানব সভ্যতার অস্তিত্বও। পরিবেশবিদ ও বিজ্ঞানীরা অবশ্য বহুদিন ধরেই বলছেন, জলবায়ু সংকট ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ করা হচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত সমস্ত সাবধান বার্তা সত্ত্বেও ছবিটা বদলায়নি। এই পরিস্থিতিতে ফের নতুন করে আশঙ্কার কথা শোনালেন গবেষকরা।
জলবায়ু পরিবর্তনের কুফলের ধাক্কায় ৬৫ শতাংশ কীটপতঙ্গ এই নীল গ্রহ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
আগামী শতাব্দীর মধ্যেই এই অবস্থা ঘটবে। ফলে মানুষের জীবনধারণ আরও অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে যাবে।
‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। সেখানেই এই দাবি করা হয়েছে।
1. কীটপতঙ্গ বিলুপ্ত হয়ে যাবে –
A) পরিবেশ থেকে
B) প্রকৃতি থেকে
C) পৃথিবী থেকে
D) জীবজগৎ থেকে
2. ৩৮টি প্রজাতির পতঙ্গের মধ্যে ২৫টি বিপণ্ণ হয়ে যাবে
A) বর্তমান শতাব্দীতে
B) আগামী শতাব্দীর প্রারম্ভে
C) আগামী শতাব্দীর শেষে
D) আগামী শতাব্দীর মাঝামাঝিকালে
3. জলবায়ু পরিবর্তনের ফলে কমছে –
A) বরফের পরিমাণ
B) মানুষের আয়ু
C) জীব বৈচিত্র্য
D) পশুদের প্রজনন ক্ষমতা
4. যে বিজ্ঞানীর কথা বলা হয়েছে তিনি কর্মরত –
A) আমেরিকায়
B) জার্মানিতে
C) নাসায়
D) নাশায়
5. শতাব্দী বলতে বোঝানো হয়েছে –
A) মহিলার নাম
B) দশ বছর সময়কালকে
C) সাত অব্দের সমাহারকে
D) শত অব্দের সমাহারকে
6. কেট একটি –
A) পতঙ্গ প্রজাতি
B) পশু প্রজাতি
C) জলবায়ু পরিবর্তনের অবস্থা
D) কোনটাই নয়
বিনামূল্যে প্রাথমিক টেটের মক টেস্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ
➡ নিম্নের পদ্যাংশটি পড়ে 7-10 সংখ্যক প্রশ্নের উত্তর দিন ।
নারী পুরুষ ভালোবাসায়
ফুলের কুঁড়ি শিশু
অদেখা এই আলোর কণা
ভবিষ্যতের যীশু
সবেই আমি ছোট্ট কুঁড়ি
সবেই তুমি ‘মা’
আগামীর সম্ভাষণে
একটি মাসে পা
শব্দ কিছু আসছে কানে
ভবিষ্যতের আশা
মডেলিং এর ব্যবধানে
আমি ই জিজ্ঞাসা
পুরুষ যিনি ‘বাবা’হবেন
আশীষ রাখেন সাথে
নতুন আমি হবার পথে
বিঁধলো কাঁটা বুকে
দু-তিন মাসেই হৃষ্ট পুষ্ট
আমার আবির্ভাব
ঠাকুরদাদা ভীষণ খুশী
মা এর বজ্রাঘাত
অন্ধকারায় বন্দী প্রাণের
সংগ্রামময় রাত
আশার আলো আসবে কবে
বলবে সুপ্রভাত?
এক এক দিনেই প্রাণ ধুকপুক
পাঁচটি মাসে পা
এক সকালে ছুরির আদর
‘হ্যাঁ’ থেকে হই ‘না’
আসা ও ছিল অন্ধকারে
মাতৃ জঠরবাস
জীবন পাওয়ার আগেই এল
মৃত্যুর সওগাত
দেহের বোঁটায় ছোট্ট প্রাণের
কেন আসা যাওয়া
এক ফুঁ দিয়ে নিভিয়ে আলো
এক লাফে চাঁদ পাওয়া
আলোর জগৎ, রোশনাই আর
সুখ সম্পদ যত
বিশ্ব জগৎ এক করলে
আমার সমান হত
7. কবিতার প্রথম চার লাইনে শিশুর কোন অবস্থার কথা বলা হয়েছে ?
A) কুঁড়ি অবস্থা
B) ভ্রূণ অবস্থা
C) সঙ্কেত অবস্থা
D) কোনটাই নয়
8. শিশুর আবির্ভাবে খুশি হয়েছিল
A) পুরুষ
B) বাবা
C) মা
D) ঠাকুরদা
9. জঠরবাস বলতে বোঝানো হয়েছে –
A) মাতৃ গর্ভকে
B) দেহের বোঁটাকে
C) আলোর জগৎকে
D) আসা কে
10. আশার আলো বলতে বোঝানো হয়েছে –
A) শুভ সংবাদকে
B) শিশুর জন্মলগ্নকে
C) মায়ের শ্নেহকে
D) বিশ্ব জগৎকে
11. আমরা ছাগল বা ঐ জাতীয় পশুকে ডাকার জন্য জিহ্বার সাহায্যে চু-চু শব্দ করি, এই চু-চু শব্দটি –
A) অন্তর্গামী ধ্বনি
B) বহির্গামী ধ্বনি
C) অবিভাজ্য ধ্বনি
D) অঘোষ ধ্বনি
12. মৌলিক স্বরধ্বনির সংখ্যা –
A) 7 টি
B) 9টি
C) 11 টি
D) 12টি
13. নিম্নের কোন বর্গের 5টি ধ্বনিই জ্বিহামূলীয়ধ্বনি ?
A) ‘ক’ -বর্গের
B) ‘চ’ -বর্গের
C) ‘ট’ -বর্গের
D) ‘প’ -বর্গের
14. উদ্ধার ->উধার -> ধার, ধ্বনি পরিবর্তনের এই রীতিটি নিম্নের যে রীতিকেও সমর্থন করে সেটি হলঃ
A) আদিস্বরলোপ
B) প্রাথমিক স্বরলোপ
C) মধ্য স্বরলোপ
D) অন্ত্যস্বরলোপ
15. সাধারণত ‘অপিনিহিতি’ বলতে বোঝায় – শব্দমধ্যস্থিত ‘ই’ বা ‘উ’ এর নির্দিষ্ট স্থানের পূর্বে উচ্চারণের রীতিকে । এই উচ্চারণ রীতিটির নামকরণ করেন –
A) রামেশ্বর শ’
B) সুনীতিকুমার
C) কামিল্যা
D) মধুসূদন দত্ত
Bengali Comprehension Test উত্তর
1. C) পৃথিবী থেকে, 2. B) আগামী শতাব্দীর প্রারম্ভে, 3. D) পশুদের প্রজনন ক্ষমতা, 4. C) নাসায়, 5. D) শত অব্দের সমাহারকে, 6. D) কোনটাই নয়, 7. B) ভ্রূণ অবস্থা, 8. D) ঠাকুরদা, 9. A) মাতৃ গর্ভকে, 10. B) শিশুর জন্মলগ্নকে, 11. A) অন্তর্গামী ধ্বনি, 12. B) 9টি, 13. A) ‘ক’ -বর্গের, 14. A) আদিস্বরলোপ, 15. B) সুনীতিকুমার
PDF-টি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে যুক্ত হন, অথবা টেলিগ্রাম অ্যাপ খুলে সার্চ করুণ “Students Care”
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রথমিক টেট গণিত শিক্ষণবিদ্যা পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট পরিবেশবিদ্যা-পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট বাংলা বোধপরীক্ষণ পর্ব ১ | ক্লিক করুন |
প্রাথমিক টেট ইংরেজি গ্রামার পর্ব-১ | ক্লিক করুণ |
প্রাথমিক টেট বাংলা শিক্ষণবিদ্যা পর্ব-১ | ক্লিক করুণ |