West Bengal Sub-Inspector of School 2018- নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল

পোস্টটি শেয়ার করুন
Rate this post

West Bengal Sub-Inspector of School 2018

পশ্চিমবঙ্গ পিএসসি দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর ২২/২০১৮ তে প্রকাশ পেলো West Bengal Sub-Inspector of School 2018 – নিয়োগের বিজ্ঞপ্তি।

★ শূন্যপদ কয়টি রয়েছে?

মোট শূন্যপদ রয়েছে ৩৩৮ টি।( এর মধ্যে UR- 176, S.C- 74, S.T- 20, OBCA- 34, OBCB- 24, Person with Disabilities 10.

★ যোগ্যতা

West Bengal Sub-Inspector of School- নিয়োগের যোগ্যতামান নিম্নরূপ –

১. প্রয়োজনীয় – অ) স্নাতক বা স্নাতকোত্তরে অন্তত পক্ষে দ্বিতীয় ডিভিশনে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

Join us on Telegram

আ) A Bachelor degree in Teaching or Education from a recognized University or its equivalent;

ই) খুব ভালোভাবে বাংলা ও নেপালি ভাষায় জ্ঞান থাকতে হবে। ভালোভাবে কথা বলতে, লিখতে,বলতে জানতে হবে।

ঈ) অফিসিয়াল কাজের জন্য ব্যাপক সফর করার ক্ষমতা থাকা প্রয়োজন।

২. কাম্য: অ) স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকা দরকার।

আ) অতিরিক্ত পাঠক্রম মূলক কার্যক্রম ( extra-curricular activities) সংগঠিত করার ক্ষমতা থাকতে হবে।

★ বয়সসীমা

০১/০১/২০১৮ এর মধ্যে ৩৬ বছরের কম বয়স হওয়া বাঞ্ছনীয়।
বি: দ্র: SC, ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়িসের ছাড় দেওয়া হয়েছে।

★ বেতন কাঠামো –

Rs. 9,000 /- -Rs. 40,500/- (PB-4), Grade Pay Rs. 4,700/-

★ ফর্মফিলাপ শুরু কবে থেকে?

অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ শুরু হবে ১৭ জুলাই ২০১৮ থেকে।

★ ফর্ম ফিলাপের শেষ তারিখ কবে?

অনলাইনে ফর্ম ফিলাপের শেষ তারিখ ৬ অগাস্ট ২০১৮.

★ ফি প্রদানের সর্বশেষ তারিখ-

অনলাইনে ফি অরদানের শেষ দিন ৬ অগাস্ট। কিন্তু আপনি যদি অফলাইনে টাকা জমা দিতে চান তাহলে UBI এর যে কোনো শাখায় ৭ অগাস্ট এর মধ্যে টাকা জমা দিতে পারবেন

★ অনলাইন ফর্মফিলাপের ওয়েবসাইট

www.pscwbapplication.in

★ WB PSC Sub inspector 2018 পরীক্ষার কবে?

লিখিত পরীক্ষা/ইন্টার্ভিউ এর দিন নির্ধারিত সময়ে নিম্নলিখিত ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
www.pscwbapplication.in
www.pscwbonline.gov.in

★ ফর্ম ফিলাপের ফি কত?

ফর্ম ফিলাপের জন্য ১৬০/- ধার্য করা হয়েছে।
বি: দ্র: SC, ST, OBC প্রার্থীদের এই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না।

ধন্যবাদ

 

West Bengal Sub-Inspector of School 2018 , পশ্চিমবঙ্গ সাব ইন্সপেক্টর পরীক্ষা ২০১৮

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!