Weekly Current Affairs December Third week 2017

পোস্টটি শেয়ার করুন
Rate this post

স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। যেগুলি সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবি প্রয়োজনীয় একটি বিষয়। আমরা আজ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ ১৬ ই ডিসেম্বর থেকে ২৩শে ডিসেম্বরের (Weekly Current Affairs December Third week 2017) মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ন ঘটনার শিরোনাম গুলি আপনাদের সামনে তুলে ধরবো। শুরু করার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে সক্রিয় থাকুন। ওখানে আমাদের সমস্ত পোস্টের আপডেট পেয়ে যাবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন। 

গত সপ্তাহের সাম্প্রতিক খবর পড়ার জন্য দেখুন –Weekly Current Affairs December-Second week 2017

Weekly Current Affairs December Third week 2017

১.  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিজোরামে অবস্থিত ‘টুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পে’র শুভ উদ্বোধন করলেন।

২.  ভারতের সেরা রেস্টুরেন্টের সন্মান পেল দিল্লির ‘ইন্ডিয়ান অ্যাসেন্ট’।

Join us on Telegram

৩.  লা লিগাতে সর্বোচ্চ গোলদাতা এবং বেস্ট প্লেয়ারের পুরষ্কার পেলেন মেসি।

৪.  ২০১৮ সালের মার্চের মধ্যে সমস্ত রেল স্টেশনে এলইডি লাইট লাগানো হবে।

৫.  সরকারি তথ্য অনুযায়ী এবছর কলেজ-বিশ্ববিদ্যালয়ে র‍্যগিংয়ের প্রথম স্থানে উত্তর প্রদেশ। এবছর ৭০ % বৃদ্ধি পেয়েছে।

৬.  জোহানেসবার্গে আয়োজিত কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে ১০টি সোনা পেয়েছে ভারত।

৭.  শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টিতেও জিতল ভারতীয় দল।

৮.  মোবাইল ডেটা ব্যবহারের নিরীখে ভারত বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে। ভারতে প্রতি মাসে ১৫০ কোটি গিগাবাইট মোবাইল ডেটা খরচ হয়। সূত্র নীতি আয়োগের এক প্রতিবেদন।

৯.  জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা অরুণাচল প্রদেশে এক নতুন প্রজাতির সবুজ রঙের ব্যাঙের সন্ধান পেলেন, নামকরণ করলেন- ওডোরানা অরুনাচলেনসিস।

১০. মদ্যপানের দরুন পথ দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে গাড়ি চালকের শাস্তির মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করার সিদ্ধান্ত নিল সরকার।

১১. খুলে দেওয়া হল বিশ্বের সবথেকে খাড়াই রেলপথ। যেটি সুইজারল্যান্ডে অবস্থিত।

১২.  আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির পদ পেলেন রাহুল গান্ধী।

১৩.  কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন সাক্ষী মালিক এবং সুশীল কুমার।

১৪.  প্রায় তিন দশক ধরে ৫৩ বার স্বেচ্ছায় রক্তদানের জন্য ‘ইন্ডিয়ান সোসাইটি ফর ব্লাড ট্রান্সফিউসন এন্ড ইমিউনোহেমাটোলজি” কর্তৃক সম্মানিত হলেন ভারতের জম্মু-কাশ্মীরের ডাক্তার কিরণ শর্মা।

১৫.  কয়লা কেলেঙ্কারি্র জন্য ৩ বছরের কারাবাস হল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার।

১৬.  অন্ধ্রপ্রদেশ সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পেনশন চালু করতে চলেছে। এর আগে কেরালা ও ওড়িশা এই ব্যবস্থা গ্রহণ করেছে।

১৭.  দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড সুপারসিরিজ ফাইনালে রূপো জিতলেন পি.ভি. সিন্ধু।

১৮.  এই নিয়ে টানা ৬ বার গুজরাট বিধানসভা নির্বাচনে জিতল বিজেপি। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে হিমাচল প্রদেশও জয়ী বিজেপি। গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানি এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন জয়রাম ঠাকুর।

১৯.  সিদ্ধান্ত নেওয়া হল গুজরাটের ভদোদরায় ভারতের প্রথম রেল এবং পরিবহন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

২০.  জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে ৬টি সোনা, ৪টি রূপো এবং একটি ব্রোঞ্জ পেল ভারত। এবছরের জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে জার্মানিতে।

২১. পৃথিবীতে আর ৫০ টিরও কম এশিয়াটিক চিতা রয়েছে, অর্থাৎ এশিয়াটিক চিতা অবুলপ্তির পথে, সতর্ক করলেন বিজ্ঞানীরা।

২২.  বিশ্বজুড়ে পরিযায়ী মানুষের সংখ্যা ২৫ কোটি, জানাল সম্মিলিত জাতিপুঞ্জ।ত

২৩.  চার্চ অফ ইংল্যান্ডের প্রথম মহিলা বিশপ হলেন সারা মূল্যালি।

২৪.  ফিলিপিন্সে কাই-টাক ঘূর্ণিঝড়ে মৃত অন্তত ২৬ জন।

২৫.  বিবিসি স্পোর্ট পার্সনালিটি অফ দি ইয়ার হলেন চারবার অলিম্পিকজয়ী মো ফারাহ।

২৬.  লাক্ষাদ্বীপে ভারতের মধ্যে প্রথম “সি ব্রিজ রানওয়ে” নির্মাণ হতে চলেছে।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দেখা হবে ঠিক এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই বিভাগটি তেনাদের সাফল্য কামনা করবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!