এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী || মার্চ ২০১৮ || March 2018

পোস্টটি শেয়ার করুন
Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০১৮

সকলকে নমস্কার জানাই। সকলে নিশ্চই ভালো আছেন। স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। সামনের আমাদের সকলের অনেকগুলি সরকারি চাকরীর পরীক্ষা রয়েছে। তাই নিখুত ভাবে প্রস্তুতির জন্য চাই প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনাসমূহের জ্ঞান। আর সেই জন্যই আমরা এই বিভাগ শুরু করেছি যাতে আপনাদের কিছুটা সাহায্য করতে পারি। আজ মার্চ ২০১৮ এর যাবতীয় সাম্প্রতিক ঘটনাবলী গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে ভারতীয় রেলের একটি বৃহৎ পরীক্ষা রয়েছে। সেখানে রেলের পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলী গুলি খুবি উপযোগী ভূমিকা গ্রহন করবে। দেখে নিন মার্চ ২০১৮ -র ঘটনাসমূহ। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন

  • বিশ্বের বৃহত্তম সোলার পার্কটি যার নাম “শক্তি স্থল” সম্প্রতি উদ্বোধন হল কর্ণাটকের পভাগড়াতে।
  • আন্তর্জাতিক স্পেস স্টেশনে বা ISS ১৬৮ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরে এলেন তিন নভশ্চর।
  • ভারতীয়দের জামাকাপরের নিজস্ব মাপের হবে! হ্যাঁ, জামাকাপড়ের নিজস্ব সাইজ চার্ট তৈরি করতে চলেছে ভারত সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি বা NIFT এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ২৫ হাজার মানুষের উপর যৌথভাবে একটি সমীক্ষা চালিয়ে তালিকাটি প্রস্তুত করবে পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং এটি রূপায়িত করতে সময় লাগবে প্রায় ৩ বছর।
  • মারাঠি ভাষার প্রসারের জন্য উইকিপিডিয়ার সঙ্গে চুক্তি করলো মহারাষ্ট্র সরকার।
  • চতুর্থ বারের জন্য জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হতে চলেছেন অ্যাঞ্জেলা মার্কেল।
  • ISSF বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতলেন মিরাটের শাহজার রিজভি। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন জিতু রাই। এবং মহিলাদের ১০মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতলেন বাংলার মেহুলি ঘোষ।
  • ইউরোপোলের (Europol) প্রথম মহিলা প্রধান হলেন বেলজিয়ামের ক্যাথেরিন ডি বোলে।
  • মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান ও করে দেখালো। ১২ বছর বা তার কমবয়সী মেয়েদের ধর্ষণ করলে শাস্তি হবে ফাঁসি, বিল পাস হয়ে গেলো রাজস্থান বিধানসভায়।
  • বিশেষ আর্থিক সহায়তা হিসেবে অন্ধ্রপ্রদেশ সরকারকে ১২,৪০০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র।
  • যুক্তরাষ্ট্রীয় নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিদ্যা দেবী ভাণ্ডারী।
  • তাল মেমোরিয়াল র‍্যাপিড চেস খেতাব জিতলেন বিশ্বনাথন আনন্দ।
  • আসামে আরো ৬ মাসের জন্য বাড়ানো হল AFSPA (আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৫৮)-এর মেয়াদ।
  • Uber-এর প্রথম কোনো ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন বিরাট কোহলি।বে মধ্যপ্রদেশ সরকার।
  • নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন নেইফিউ রিও।
  • UNICEF- এর নতুন তথ্য অনুসারে, বিগত ১০ বছরে ভারতে বাল্যবিবাহের পরিমান প্রায় ১০% হ্রাস পেয়েছে।
  • আর্মেনিয়ার চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন আর্মেন সার্জসিয়ান।
  • ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর নির্বাচিত হলেন টনি লবি।
  • ২০১৯ সালের ফিফা অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজিত হবে পোল্যান্ডে।
  • শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় নিদাহাস ট্রফি জিতল ভারত।
  • আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে কমবয়সী অধিনায়ক হলেন আফগানিস্তানের প্রতিভা রশিদ খান।
  • পাকিস্তানী আইনসভার উচ্চকক্ষে এর প্রথম হিন্দু দলিত সম্প্রদায়ের সদস্যা সেনেটর নির্বাচিত হলেন কৃষ্ণা কুমারী।
  • সৌদি আরবের আল-আহসাতে এই প্রথম অনুষ্ঠিত হল মেয়েদের জন্য ম্যারাথন।
  • ৯০ তম অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন যথাক্রমে গ্যারি ওল্ডম্যান এবং ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। সেরা ছবির সম্মান পেল The Shape of Water, সেরা পরিচালকের পুরষ্কার পেলেন গ্যুলেরমো ডেল তোরো।
  • চতুর্থ বারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন।
  • নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • যাত্রী পরিষেবার জন্য সেরা বিমান বন্দরের শিরপা পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
  • ৬৭ লক্ষ টাকায় নিলামে্র মাধ্যমে বিক্রি হয়ে গেলো, আপেক্ষিকতা সম্পর্কিত আইনস্টাইনের হাতে লেখা গুরুত্বপূর্ণ একটি চিঠি।

আরও পড়তে পারেন-

  • সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা চালিত হল ‘ডেকান কুইন এক্সপ্রেস’।
  • স্থাপত্য শিল্পের সর্বোচ্চ সম্মান প্রিটজকার (Pritzker) প্রাইজ পেতে চলেছেন ভারতীয় স্থপতি বি ভি যোশী।
  • ফবোর্স-এর ধনীতম মহিলার তালিকায় প্রথম স্থানে রয়েছেন এলিস ওয়াল্টন।
  • ৭০ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত-সৌদি আরবের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে ২২শে মার্চ থেকে।
  • উপরে হলুদ, নিচে লাল এবং মাঝে সাদার মাঝখানে রাজ্যের প্রতীক চিহ্ন দিয়ে- কর্ণাটকের নিজস্ব রাজ্য পতাকার আনুষ্ঠানিক প্রকাশ হল।
  • ISSF শ্যুটিং ওয়ার্ল্ড কাপে সোনা জিতলেন ভারতের অখিল শেওরান।
  • বিদ্যুতের ঘাটতি মেটাতে দিল্লির বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলি বায়ুশক্তির মাধ্যমে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা করেছে।
  • মধ্য প্রদেশ, রাজস্থানের পর এবার হরিয়ানাতেও ১২ বছর বা তার কমবয়সী নাবালিকা ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসি দেওয়ার পক্ষে বিল পাস হল।
  • গুগল ম্যাপে এবার থেকে হুইলচেয়ারে যাতায়াত করার রাস্তাও দেখা যাবে।
  • বাজেটে অন্ধ্র প্রদেশের জন্য বাড়তি সুযোগ সুবিধা ও বরাদ্দ না দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন টিডিপি-র দুজন সাংসদ
  • দরিদ্র পরিবারে সন্তান জন্ম নিলে ১২,০০০ টাকা এবং কেউ মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ৫,০০০ টাকা আর্থিক অনুদান দে

[আরও পড়ুন- কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৮ PDF]

  • বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরেটি যার নাম ‘দি লেসোথো লিজেন্ড। এটি ২৬০ কোটি টাকার বিক্রি হল।
  • প্রয়াত হলেন বর্তমান বিশ্বের স্বনামধন্য পদার্থবিদ স্টিফেন হকিংস(৭৪)।
  • ২০১৮ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড, ভারতের স্থান ১৩৩ নম্বরে।
  • লন্ডনের পর এবার দিল্লীতেও ম্যাডাম তুসোর মোমের মিউজিয়ামে স্থান পেতে চলেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের মোমের মূর্তি।
  • সবথেকে কমবয়সী বিলিয়নার হলেন নরওয়ের বাসিন্দা আলেক্সান্দ্রা অন্ড্রেসান। যার বয়স মাত্র ২১।
  • দোহাতে আয়োজিত স্নুকার টিম ওয়ার্ল্ড কাপ ২০১৮ জিতল পঙ্কজ আদবানির নেতৃত্বে ভারতীয় দল।
  • জাপানি নৌসেনার এই প্রথম মহিলা কমান্ডার নিযুক্ত হল রয়োকো আজুমা।
  • এন্টার্কটিকার ডেঞ্জার আইল্যান্ডে খোঁজ মিলল ১৫ লক্ষ পেঙ্গুইনের ‘মেগা কলোনির’।
  • দীর্ঘ ২৫ বছর পর ত্রিপুরার বাম জামানার অবসান ঘটিয়ে সরকারে এলো বি. জে. পি। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব
  • কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তৈরি হল সম্পূর্ণ পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন যার বাজারমূল্য হবে ২.৫০ টাকা।
  • ভারতের প্রথম সম্পুর্ন সৌরবিদ্যুৎ-চালিত কেন্দ্রশাসিত অঞ্চল হল দিউ।
  • ২০২০ সালের মধ্যেই ভারতের মাননীয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য নিজস্ব বিমান ব্যবস্থা থাকবে
  • অস্ট্রেলিয়ার একদল গবেষক পরিবেশবান্ধব রিচার্জেবল ‘প্রোটোন’ ব্যাটারি তৈরি করেছে বলে দাবি করলেন। ্মনে রাখবেন, এই ব্যাটারিতে লিথিয়ামের পরিবর্তে থাকবে জল ও কার্বন।
  • উন্নতমানের লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য BHEL-এর সঙ্গে চুক্তিবদ্ধ হল ইসরো(ISRO)।
  • পরিবেশ রক্ষার তাগিদে ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছিল আর্থ আওয়ার (Earth Hour), এবছর ভারত সহ ১৮৭ টি দেশে পালিত হল। পরিবেশ রক্ষার প্রচারে সকল আলো বন্ধ করে রাখা হল।
  • এয়ার ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মন কি বাত”।
  • টুইটারের চিফ টেকনিক্যাল অফিসার হলেন আইআইটি বোম্বের “পরাগ আগরওয়াল”।
  • ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স-এ সিঙ্গেলস জিতলেন সেরেনা উইলিয়ামস।
  • দিল্লিতে হল ‘ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ২০১৮’-এর প্রথম সম্মেলন। পরিবেশের স্বার্থে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করার লক্ষে এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি। সম্মেলনে উপস্থিত ছিলেন ৫২টি দেশের প্রতিনিধি দল।
  • বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা উত্তোলন করল বলিভিয়া। পতাকাটি প্রায় ২০০ কিমি দীর্ঘ।
  • বাংলাদেশী বিমান ভেঙে পড়ল নেপালে, নিহত হলেন ৪৯ জন।
  • ভারত এবং ফ্রান্সের যৌথ উদ্যোগে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি হবে, ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যক্রন।
  • ভারতের সর্বোচ্চ জাতীয় পতাকা উত্তোলন করা হল কর্ণাটকের বেলগাউমে। ৯৬০০ বর্গফুট পতাকাটির উচ্ছতাভ১১০ মিটারের থেকেও বেশি।
  • প্রযুক্তিবিদ্যা এবং বৃত্তিশিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নতির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেবে ভারত সরকার, মৌ স্বাক্ষরিত হল।
  • শহরাঞ্চলের রাস্তায় যাত্রীবাহী গাড়ির গতি ৭০কিমি/ ঘন্টা, মালবাহী গাড়ির গতি ৬০কিমি/ ঘন্টা এবং মোটরবাইকের গতি সর্বোচ্চ ৫০ কিমি/ ঘন্টা নির্দিষ্ট করল কেন্দ্র।
  • বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ভারতের জিএসটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কর।
  • ওড়িশার সব দোকানে ওড়িশা ভাষার বোর্ড রাখা বাধ্যতামূলক করা হল।
  • বার্সেলোনার প্রবাদপ্রতিম ফুটবল তারকা লিওনেল মেসি ক্যারিয়ারের ৬০১ তম গোলটি করলেন মাত্র ১২৮ সেকেন্ডে।
  • ভারতের শেষতম ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনটি মায়ানমারকে দেওয়া হল।
  • ভারতীয় ডাক বিভাগ স্টিফেন হকিংসের স্মরণে নতুন প্রচ্ছদ প্রকাশ করল।
  • কাঁঠালকে কেরালার রাজ্য সরকারী ফল হিসেবে ঘোষণা করা হল।
  • কেন্দ্র সরকার প্রযোজিত রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান ২০২০ সালের ৩১শে মার্চ পর্যন্ত চলবে।
  • ২০১৮ সালটিকে জাতীয় ভুট্টা (জোয়ার-বাজরা) বর্ষ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করল কেন্দ্র।
  • একদিনের আন্তর্জাতিকে কনিষ্ঠতম ও দ্রুততম হিসেবে ১০০ উইকেট পেয়ে রেকর্ড গড়লেন আফগানিস্তানের রশিদ খান।
  • ইউনেস্কোর কার্যনির্বাহী পরিষদে ভারতের প্রতিনিধি মনোনীত হলেন জে. এস. রাজপুত।
  • স্বচ্ছ ভারত অভিযানের আওতায় আসামে ১ লক্ষ শৌচালয় নির্মাণের কাজ শুরু হল।
  • যুদ্ধক্ষেত্রে অসামান্য সাহসিকতার জন্য শৌর্য্য পুরষ্কার পেলেন মেজর সতীশ দাহিয়া(মরণোত্তর) এবং কীর্তি পুরষ্কার পেলেন চেতন কুমার চীতা। পুরষ্কারগুলি প্রদান করলেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
  • প্যান কার্ডের সঙ্গে আধার লিংক করার সময়সীমা বাড়ানো হল ৩০শে জুন পর্যন্ত।
  • ভারতকে ব্রহ্মপুত্র নদের জলসংক্রান্ত তথ্য সরবরাহ করবে বলে জানাল ভারতের প্রতিবেশী দেশ চীন।
  • টেক্সাস থেকে প্রথমবার ভারতে আমদানি করা হল লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা LNG। জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
  • বিচারপতি জাওয়াদ রহিমকে ন্যাশনাল গ্রীন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন নিযুক্ত করল সুপ্রিম কোর্ট।
  • প্রয়াত হলেন ব্রিটিশ অলিম্পিয়ান বিল লুকাস যিনি ১৯৪৮ লন্ডন অলিম্পিকে গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছিলেন।
  • ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানার বিধানসভায় উত্থাপিত হল পঞ্চায়েত এবং পৌরসভা বিল।
  • কাজিরাঙা জাতীয় পার্কে গণ্ডার গণনার করে মোট ২৪১৩টি গন্ডারের সন্ধান পাওয়া গেল।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দেখা হবে ঠিক এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং যেনাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই বিভাগটি তেনাদের সাফল্য কামনা করবেন। ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

Join us on Telegram

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!