জলবায়ুবিদ্যা MCQ || Climatology || SLST Geography || প্রথম পর্ব

পোস্টটি শেয়ার করুন
Rate this post

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস পরীক্ষা – ভূগোল || SLST Geography

ভূগোল MCQ প্রশ্ন উত্তরের মাধ্যমে SLST Geography MCQ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা ভূগোলের SLST পরীক্ষার জন্য প্রদত্ত পাঠক্রম অনুসারে এক একটা টপিক নিয়ে আলোচনা করছি, তার সাথে সাথে মডেল প্রশ্ন সহকারে প্রস্তুতি পর্ব গুলিও চলবে। এই বিভাগে আমরা জলবায়ুবিদ্যা অধ্যায়ের প্রশ্ন ও উত্তর আলোচনা করব ধারাবাহিক পর্বের মাধ্যমে। তাই যেনারা SLST Geography MCQ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তারা আমাদের সাইটে প্রতিনিয়ত নজর রাখলে কিছুটা হলেও উপকৃত হবেন। চলুন আজ দেখে নেওয়া যাক জলবায়ুবিদ্যা অধ্যায়ের  প্রথম পর্বের SLST Geography MCQ ২০টি প্রশ্ন ও উত্তর-

১. নিচের কোন উপাদানের ফলে ‘অ্যালবেডো’ সবচেয়ে বেশি হয়?

অ) স্থির জলরাশি

আ) ঘন উল্লম্ব মেঘ

Join us on Telegram

ই) হঠাৎ করে জমে যাওয়া স্বচ্ছ তুষাররাশি

ঈ) সমপ্রজাতি বনভূমি

২. নিম্নলিখিত কোন্‌ সীমান্তে ভূমিপার্শীয় ঢাল সবচেয়ে কম থাকে?

অ) উষ্ণ সীমান্তে

আ) শীতল সীমান্তে

ই) নিশ্চুপ সীমান্তে

ঈ) অক্লুসান সীমান্তে

৩. পার্বত্য অঞ্চলের উপত্যকায় সৃষ্ট কুয়াশাটি কোন পদ্ধতিতে তৈরি হয়?

অ) Advectional

আ) Radiational

ই) Frontal

ঈ) সবগুলি

৪. শিলাবৃষ্টির প্রাথমিক অবস্থাটি হল-

অ) Riming

আ) Frizing

ই) দুটোই

ঈ) কোনোটি নয়

[[ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন সকল আপডেটের জন্য]]

৫. ‘Deflected Trade Winds’ নামটি কে দিয়েছেন?

অ) এসকার

আ) ফন

ই) গিমস

ঈ) কোপেন

৬. ‘বর্ণবলয় বা Halo’ দেখা যায় ____ এর আগমনের সময়?

অ) নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়

আ) ক্রান্তীয় ঘূর্ণিঝড়

ই) প্রতীপ ঘূর্ণিঝড়

ঈ) কোনোটি নয়

৭. নিচের কোন্‌ চক্রটির বায়ুপ্রবাহ পূর্ব থেকে পশ্চিমে হয়?

অ) ফেরেল কোশ

আ) ওয়াকার সঞ্চালন

ই) মেরু কোশ

ঈ) হ্যাডলী কোশ

৮. নিরক্ষরেখার দক্ষিনে বায়ুচাপ কক্ষগুলির বিপরীত অবস্থা সৃষ্টি হওয়াকে কি বলা হয়?

অ) এল নিনো

আ) দক্ষিণের দোদুল্যতা

ই) ENSO

ঈ) লা নিনা

আরও পড়তে পারেন-

৯. টর্নেডোর উৎপত্তি সম্পর্কিত মতবাদ সর্বপ্রথম দিয়েছিলেন কে?

অ) জে. জার্কনেক

আ) ট্রিয়ার্থা

ই) জে. রোসো

ঈ) ক্রিচফিল্ড

১০. মৌসুমী বায়ুর ঋতুভিত্তিক পরীবর্তনশীলতা এবং গতি অভিমুখের ১২০ ডিগ্রীর বেশি দিক পরিবর্তনের ধারনা সর্বপ্রথম কে উল্লেখ করেছিলেন?

অ) Change Chia Cheng

আ) Nien Walt

ই) Almasudi

ঈ) Ekardi E

১১. নিচের কোন মেঘটি ভূপৃষ্ঠ থেকে কম উচ্চতায় তৈরি হয়ে এরোপ্লেন যোগাযোগ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে?

অ) নিম্বোমেঘ

আ) সিরাস মেঘ

ই) কিউমুলাস মেঘ

ঈ) স্ট্র্যাটাস মেঘ

১২. বৃষ্টি কণা সম্পর্কিত অন্তিম ও পতনবেগ এর ধারণা কে প্রথম দেন?

অ) বার্জেরন

আ) সিম্পসন ও ম্যাসন

ই) ল্যাঙ্গমোর

ঈ) ওপরের সবগুলি

১৩. Rotor Cloud কোন অংশে দেখা যায়?

অ) পর্বতের অনুবাত ঢালে

আ) পর্বতের প্রতিবাত ঢালে

ই) পর্বতের মস্তকে

ঈ) সকল স্থানে

১৪. থর্নথয়েট প্রদত্ত ১৯৪৮ সালের শ্রেনিবিন্যাসে দ্বিতীয়ক্রমে শুষ্ক অঞ্চল নির্ধারণের মাপকাঠি হল-

অ) ০ – ১০

আ) ০ – ২০+

ই) ০ – ৩০+

ঈ) ০ – ৪০+

১৫. কোপেনের ET জলবায়ু অঞ্চল কোন অঞ্চলে দেখা যায়?

অ) মেরুবৃত্ত প্রদেশীয় উপকূলবর্তী অঞ্চলে

আ) গ্রীনল্যান্ডের অভ্যন্তরীন অঞ্চলে

ই) সাইবেরিয়ার অভ্যন্তরীন অঞ্চলে

ঈ) মেরু অঞ্চলে

উত্তর

১/ই, ২/অ, ৩/অ, ৪/অ, ৫/ই, ৬/অ, ৭/আ, ৮/আ, ৯/ই, ১০/আ, ১১/ঈ, ১২/ই, ১৩/অ, ১৪/আ, ১৫/অ

ধন্যবাদ আপনাদের স্টুডেন্টস কেয়ারের সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবিদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

স্টুডেন্টস কেয়ারে আপনি আপনার লেখা প্রকাশ করতে চান? তাহলে  আপনারাও আপনাদের মূল্যবান লেখা আমাদের পাঠিয়ে দিতে পারেন। লেখা পাঠানোর জন্য আমাদের নীতিমালাটি পড়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা ইমেল ([email protected]) মারফৎ পাঠান।

#ভূগোল #স্কুল সার্ভিস কমিশন #SLST ভূগোল #WBSLST #SLST MCQ #SLST Geography Practice Set #WBSSC #জলবায়ুবিদ্যা #জলবায়ুবিদ্যা MCQ #Climatology

 

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!