Current Affairs First week of November 2018 PDF Download

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Current Affairs First week of November 2018

কারেন্ট অ্যাফেয়ার্স || নভেম্বরের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৮

স্টুডেন্ট কেয়ারে সকলকে স্বাগতম। আমরা এই বিভাগে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। সামনের আমাদের সকলের অনেকগুলি সরকারি চাকরীর পরীক্ষা রয়েছে। তাই নিখুত ভাবে প্রস্তুতির জন্য চাই প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনাসমূহের জ্ঞান। আর সেই জন্যই আমরা এই বিভাগ শুরু করেছি যাতে আপনাদের কিছুটা সাহায্য করতে পারি। আজ নভেম্বর ২০১৮-র প্রথম সপ্তাহের যাবতীয় সাম্প্রতিক ঘটনাবলী গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখে নিন Current Affairs First week of November 2018 । ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন

১) ২০১৯ সালের ওয়ার্ল্ড কর্পোরেট গেম কোথায় আয়োজিত হবে?

উত্তর- কাতার।

২) ওড়িশার ঝাড়সুগুডা এয়ারপোর্টের নতুন নামকী?

Join us on Telegram

উত্তর- বীর সুরেন্দ্র সাই এয়ারপোর্ট।

৩) গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে ভারতের স্থান কত?

উত্তর- ৬৫ তম। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে সিঙ্গাপুর রয়েছে প্রথম স্থানে

৪) কোন ভারতীয় ভাস্কর বিশ্বের সর্বোচ্চ মূর্তি সর্দার বল্লবভাই প্যাটেলের “স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন করেছেন?

উত্তর- রাম ভি সুতার।

৫) ওলা মোবিলিটি ইনস্টিটিউটের সমীক্ষায় কোন শহরটি ‘ইজ অফ মুভিং ইনডেক্স ২০১৮’-এ শীর্ষস্থানে রয়েছে?

উত্তর- কলকাতা

৬) “ধর্ম গার্ডিয়ান ২০১৮” ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক অনুশীলন?

উত্তর- জাপান

৭) ২০১৮ সালের মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কার নাম ঘোষণা করা হল?

উত্তর- মেরি কম।

৮) Vision Document 2030- এটি কোন বিভাগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা?

উত্তরঃ বন বিভাগ।

৯) প্রথম ‘গ্লোবাল কনফারেন্স অন এয়ার পলিউশন অ্যান্ড হেলথ’ কোথায় আয়োজিত হল?

উত্তরঃ জেনেভায়।

আরও পড়তে পারেন-

১০) বিবিসি-র সেরা ১০০টি বিদেশী ভাষার চলচ্চিত্রের তালিকায় একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসাবে স্থান পেয়েছে কোনটি?

উত্তর- পথের পাঁচালী, পরিচালক- সত্যজিৎ রায়।

১১) ১লা নভেম্বর দিনটি ভারতের কোন কোন রাজ্যের প্রতিষ্ঠাদিবস হিসাবে পালিত হয়?

উত্তর- পাঁচটি রাজ্য ১লা নভেম্বর দিনটি প্রতিষ্ঠা দিবস পালন করে। (যথা-কেরালা, কর্নাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং ছত্রিশগড়।। কেরালা কর্ণাটক এবং মধ্যপ্রদেশ ১৯৫৬ সালে, হরিয়ানা ১৯৬৬ সালে এবং ছত্রিশগড় রাজ্য ২০০০ সালে প্রতিষ্ঠা হয়)

১২) কোন্‌ দেশ ভারতীয়দের সম্মান দেওয়ার জন্য ‘লিটল ইন্ডিয়া গেট’-তৈরি করেছে?

উত্তরঃ ইন্দোনেশিয়া। মেডান শহরে ‘লিটল ইন্ডিয়া গেট’-তৈরি করেছে

১৩) স্বদেশী প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের নাম কী?

উত্তর- আইএনএস অরিহন্ত।

১৪) ভারতের কোথায় সিগনেচার ব্রিজের উদ্বোধন করা হল?

উত্তরঃ দিল্লিতে।

সিগনেচার ব্রিজ
দিল্লির সিগনেচার ব্রিজ

১৫) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের নতুন অধিকর্তা হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর- এস. এস. দেশওয়াল।

১৬) কোন দেশ প্রবাল প্রাচীর রক্ষা করার জন্য সানস্ক্রিন নিষিদ্ধ করেছে?

উত্তর- পালাউ।

১৭) প্রথম কোনো ভারতীয় স্নুকার ‘এশিয়ান স্নুকার ট্যুর’ খেতাব জিতলেন। কে তিনি?

উত্তর- পঙ্কজ আডবাণী।

১৮) নতুন বিচারপতি নিয়োগ হওয়ার পর বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত?

উত্তরঃ ২৮ জন ( একজন মুখ্য বিচারপতি এবং ২৭ জন অন্যান্য বিচারপতি)

১৯) কে সম্প্রতি ইউকো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তরঃ অতুল কুমার গোয়েল।

২০) ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি শতরান অর্জনকারী প্রথম ক্রিকেটার কে?

উত্তর- রোহিত শর্মা।

২১) কোন রাজ্য সম্প্রতি ‘সৌর জলনিধি’ প্রকল্প শুরু করল?

উত্তর- ওড়িশা।

২২) উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর- রমেশ রঙ্গনাথন।

২৩) বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয়?

উত্তর- ৫ই নভেম্বর। ২০১৫ সালে জাপান প্রথম এই দিবসটির সূচনা করেছিল।

২৪) ভারতের কোন প্রবীণ অভিনেতা “Distinguished Fellow-2018” খেতাব পেলেন?

উত্তর- অনুপম খের।

২৫) সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য “আইপিআই-ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০১৮” কে পেয়েছেন?

উত্তর- নম্রতা বিজি আহুজা। নাগা দের গোপন ক্যাম্পের ওপর রিপোর্ট প্রকাশের জন্য।

২৬) কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় Saar Lor Lux Open 218 টুর্নামেন্ট জিতলেন?

উত্তর- শুভঙ্কর দে।

২৭) ২০২২ সাল পর্যন্ত কোন দেশ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আই.টি.ইউ এর কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে?

উত্তর- ভারত।

২৮) ১৩ টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী প্রথম জিমনাস্ট কে?

উত্তর- সিমন বাইলস, মার্কিন যুক্তরাষ্ট্র।

২৯) ২০২০ সালের এপ্রিল মাসে কোন দেশ ফরমুলা-1 আয়োজিত হবে?

উত্তর- ভিয়েতনাম।

৩০) কে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (এআইবিএ) এর সভাপতি নির্বাচিত হলেন?

উত্তর- গফুর রাখিমোভ।

৩১) কে প্রথম WTA খেতাব জিতলেন?

উত্তর- থাইল্যান্ডের লুক্সিকা কুমখুম।

৩২) উত্তরপ্রদেশের কোন জেলাটির নামকরণ “শ্রী অযোধ্যা” করা হল?

উত্তর- ফায়জাবাদ।

৩৩) কেন্দ্রীয় ই-গভর্নেন্স প্রকল্প “সিসিটিএনএস” এর অধীনে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য কোন রাজ্য পুলিশকে কেন্দ্রীয় সরকার পুরষ্কৃত করেছে?

উত্তর- আসাম পুলিশকে।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দেখা হবে ঠিক এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততদিন ভালো থাকবেন.  ফেসবুক পেজ লাইক করার জন্য এখানে ক্লিক করুন।

Tag- Current Affairs First week of November 2018 ,কারেন্ট অ্যাফেয়ার্স, নভেম্বরের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৮

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!