সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (২২-২৯ অক্টোবর)
পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরার সকল চাকরীর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাইটে প্রতি রবিবার নজর রাখবেন ‘সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স (Weekly Current Affairs) বিভাগে’
১. উত্তর প্রদেশ সরকার কর্তব্যরত পুলিশকর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণের পরিমাণ দ্বিগুণ করল অর্থাৎ ২০ লক্ষ থেকে ৪০ লক্ষ করা হল।
২. ২২শে অক্টোবার, ২০০৮ সালে আজকের দিনেই ভারতের প্রথম চন্দ্রাভিযান “চন্দ্রায়ন-১” আজকের দিনেই যাত্রা শুরু করেছিল।
৩. ভারতের মধ্যে এই প্রথম, অন্ধ্রপ্রদেশ সরকার চিকিৎসাক্ষেত্রে ডিজিট্যাল প্রেসকিপশন বাধ্যতামূলক করতে চলেছে।
৪. রেলমন্ত্রী পিযূষ গোয়েল দিল্লির আনন্দ বিহারে ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্ল্যান্ট-এর উদ্বোধন করলেন।
৫. ফিফা ঘোষণা করল- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে বিজয়ী দলের পুরষ্কারমূল্য হবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার যা গত বারের থেকে ৩ মিলিয়ন ডলার বেশি।
৬. নিউজিল্যান্ডের সবথেকে কমবয়সী প্রধানমন্ত্রী হলেন ৩৭ বর্ষীয় জেসিন্দা আর্ডের্ন।
৭. ফোর্বসের তালিকায় ব্র্যান্ড-ভ্যালুর নিরিখে লিওনেল মেসিকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি।
৮. জাপানি মহাকাশ সংস্থা JAXA প্রেরিত ছবিতে দেখা গিয়েছে চাঁদে ৫০ কিমি দীর্ঘ একটি সুড়ঙ্গ রয়েছে।
৯. ‘লোনলি প্ল্যানেট’-এর পর্যটন তালিকায় ২০১৮ সালের সেরা গন্তব্য হিসেবে নির্বাচিত হল চিলি।
১০. সিঙ্গাপুরের সরকার ঘোষণা করল যে ২০১৮ সালের ফেব্রুয়ারির পর থেকে সেখানে নতুন যানবাহন ক্রয় করা চলবে না।
১১. মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ(২০১৭) জিতল ভারতীয় হকি দল।
১২. ডেনমার্ক ওপেন জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত।
১৩. ম্যাকাও ওপেনে ভারতীয় গল্ফার গগনজিত ভুল্লার এশিয়া ট্যুর খেতাব জিতলেন। উল্লেখ্য এটি তার অষ্টম খেতাব।
১৪. জার্মানির একদল গবেষকের মতে, সমুদ্রে প্রাপ্ত প্লাস্টিকের ৯৫% আসে গঙ্গা সহ ১০টি বৃহৎ নদী থেকে।
১৫. ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের রিপোর্ট অনুসারে ২০১৬ সালে ভারতে প্রায় ২৮ লক্ষ মানুষ বিভিন্ন কারণে গৃহীন হয়েছে।
১৬. মাদাগাস্কারে প্লেগের প্রাদুর্ভাবের ফলে ৭৪ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত প্রায় ৮০০ মানুষ।
১৭. ইউ.এস গ্র্যান্ড প্রিক্স জিতল মার্সিডিজের ব্রিটিশ ড্রাইভার লিউইস হ্যামিলটন।
১৮. সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়াই করার জন্য এবার মহিলা কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিল ভারতীয় সেনা।
১৯. মুম্বাইয়ের স্টেশনে পদপিষ্ট হবার ঘটনার পর পায়ে হাঁটার ওভারব্রিজ বানানোর জন্য নিজের MP LAD (লোকাল এরিয়া ডেভেলপমেন্ট) ফান্ড থেকে ২ কোটি টাকা দিলেন সচিন তেন্ডুলকর।
২০. ফিফার (FIFA) বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার পেলেন রিয়াল মাদ্রিদের রোনাল্ডো, সেরা কোচ রিয়াল মাদ্রিদের জিদান।
২১. ইসরোর পক্ষ থেকে জানানো হল আগামী বছর মার্চেই সম্পন্ন হবে ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযান- ‘চন্দ্রায়ন-২’।
২২. নিজের ১৯৪ তম ওয়ান ডে ইনিংসে ৯০০০ রান করে দ্রুততম ৯০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
২৩. Arton Capital-এর পাসপোর্ট সূচক অনুসারে বিশ্বের সবথেকে ক্ষমতাসম্পন্ন পাসপোর্ট হল সিঙ্গাপুরের পাসপোর্ট।
২৪. ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সোনা জিতলেন ভারতীয় শ্যুটার হীনা শিধু এবং জিতু রায়।
২৫. ঝাড়খন্ডে একটি পথ দুর্ঘটনায় মারা গেলেন মিয়ানমারের রাষ্ট্রদূত পিই সো।
২৬. স্কটল্যান্ডে বিশ্বের প্রথম ভাসমান বায়ুকল বিদ্যুৎ উৎপাদন শুরু করল। এই প্রকল্পের মাধ্যমে ২০ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
২৭. ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল দিল্লী প্রশাসনকে নির্দেশ দিল যেন কোনো গবাদি পশুর রক্ত বা আবর্জনা যমুনা নদীর জলে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে।
২৮. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন যে সম্মিলিত জাতিপূঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে ৭০০০ জন ভারতীয় সৈন্য নিযুক্ত রয়েছে, সংখ্যার বিচারে যা তৃতীয় স্থানে।
২৯. প্রয়াত হলেন ‘রক এন্ড রোলে’র কিংবদন্তী শিল্পী ফ্যাটস ডোমিনো।
৩০. এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর রিপোর্ট অনুসারে ভারতের সবথেকে বিত্তশালী আঞ্চলিক দল হল দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম (ডিএমকে)।
৩১. ভারত-চীন সীমান্তে ৩৫০০ কিমি এলাকা পর্যবেক্ষণের জন্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশকে ইসরোর (ISRO) জিস্যাট-৬ উপগ্রহ দেওয়া হল।
৩২. একটি মামলার রায় ঘোষণা করতে গিয়ে সুপ্রিম কোর্ট জানাল যে, গর্ভপাত করানোর জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই।
৩৩. লিঙ্গ নিরপেক্ষতার সূচক হিসেবে তৃতীয় লিঙ্গের মানুষেরা নামের আগে Mx যোগ করতে পারবে বলে জানাল চন্ডীগড় প্রশাসন।
৩৪. সৌদি আরবই বিশ্বের প্রথম দেশ যেখানে রোবটকে নকগরিকতা প্রদান করা হল।
৩৫. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লন্ডনে ‘গোল্ডেন পিকক’ পুরষ্কারে সম্মানিত হলেন।
৩৬. সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হল যে এই বছরের শেষ নাগাদ সমস্ত হাইকোর্ট ডিজিট্যাল হয়ে যাবে।
৩৭. ওবিসি-দের জন্য সংরক্ষণ ৫% বৃদ্ধি করল রাজস্থান সরকার, ২১% থেকে ২৬ শতাংশ করা হল।
৩৮. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে সরে এল পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি।
৩৯. ২৫টি গ্র্যান্ড স্লাম বিজয়ী সুইস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস এই নিয়ে তিনবার এবং শেষবারের মত অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন।
৪০. চীনে যাত্রা শুরু করল বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রাম।উল্লেখ্য যে, এই ট্রাম সম্পুর্ন দূষণমুক্ত।
৪১. ভারতে আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপে স্পেনকে হারিয়ে বিজয়ী ইংল্যান্ড। উল্লেখ্য, এই প্রথম অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপ জিতল ইংল্যান্ড।
৪২. ভারতে অনুষ্ঠিত ফিফা অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপ দুটি কারণে স্মরণীয় হয়ে রইল- সবথেকে বেশি দর্শক এবং সর্বোচ্চ গোল (৫২ ম্যাচে ১৮৩টি গোল)।
৪৩. বিল গেটসকে হারিয়ে বিশ্বের এক নম্বর ধনী হলেন আমাজনের মালিক জেফ বেজোস।