WB Primary TET Online Mock Test Free || in Bengali

পোস্টটি শেয়ার করুন
5/5 - (1 vote)

Primary TET Online Mock Test

Primary TET Online Mock Test : বাড়িতে বসে প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা অনলাইন মাধ্যমে মক টেস্টের আয়োজন করেছি। এই মক টেস্টে আপনি পাবেন পাঁচটি বিভাগ থেকে ৩০টি করে MCQ প্রশ্ন, সর্বোমোট ১৫০ টি প্রশ্ন থাকছে। যেগুলি আপনার প্রস্তুতিতে খুবই সাহায্য করবে।

মক টেস্টের নিয়মাবলী-

শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়


প্রশ্ন সংখ্যা- প্রশ্ন মোট ১৫০টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)

Join us on Telegram

প্রশ্ন মান- প্রতিটি প্রশ্নের জন্যে এক নাম্বার করে আপনি পাবেন। ১৫০টি প্রশ্নের জন্য ১৫০ নাম্বার। অর্থাৎ সর্বোমোট ১৫০ নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।


মক টেস্টের সময়- ১৫০টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি ১৫০ মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।


টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নিচের কোচিং সেন্টারে যুক্ত হন

১. MGI PRIMARY TET ONLINE COACHING

২. MGI UPPER PRIMARY TET (SOCIAL STUDYS)

৩. SLST PT/ TET ONLINE COACHING


MGI TET ONLINE COACHING

প্রস্তুতি এবার হাতের মুঠোয় । প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের TET পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছেন কিন্তু গতানুগতিক পদ্ধতিতে তা সম্ভব হয়ে উঠছে না, যাদের পক্ষে দূরবর্তী স্থানে গিয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়, অথবা যারা নিজের কাজের ফাঁকে প্রস্তুতি চালিয়ে যেতে চইছেন তাদের জন্য আদর্শ হল MGI TET ONLINE COACHING এর বিভিন্ন কোর্সগুলি । সহজ ভাবে, প্রতিটি টপিকের বিস্তারিত আলোচনার মাধ্যমে বিষয়ের গভীরে আলোচনা হল কোর্সগুলির অন্যতম বৈশিষ্ট্য । তাই সময় অপচয় না করে আমাদের সাথে সংযুক্ত হতে নিচের প্রয়োজনীয় লিঙ্কে প্রবেশ করুনঃ

প্রাথমিক টেট কোচিং এর মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে ক্লিক করুণ।

MGI PRIMARY TET ONLINE MOCK TEST


Free Primary Tet Study Materials click here

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!