জীবন বিজ্ঞান কোশ বিভাজন MCQ PDF | Cell-division MCQ in Bengali
কোশ বিভাজন MCQ PDF
নমস্কার বন্ধুরা। আমরা আজকে জীবন বিজ্ঞান বিষয়ের কোশ বিভাজন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ বিভাজন MCQ PDF ও SAQ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করবো। এবং সাথে কোশ বিভাজন কাকে বলে ও কোশের গঠন প্রশ্ন ও উত্তর MCQ PDF টি তোমাদের প্রদান করবো যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুবই কাজে আসবে। PDF ডাউনলোড লিঙ্ক এই পোস্টের শেষে পেয়ে যাবে।
জীবন বিজ্ঞান বিষয়ের টপিক অনুযায়ী সকল পোস্ট পড়ুন এখানে ক্লিক করে
আরও পড়ো- কোশ কাকে বলে ও কোশের গঠন PDF
১। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ?
(ক) প্রোফেজ,
(খ) মেটাফেজ,
(গ) টেলোফেজ,
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (ক)
২। অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয়-
(ক) প্রোমেটাফেজে
(খ) মেটাফেজে
(গ) অ্যানাফেজে
(ঘ) টেলোফেজে
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজে
৩। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ- ধাপে?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ) জাইগোটিন
৪। ক্রসিং ওভার ঘটে কোন দশায়?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (গ) প্যাকাইটিন
৫। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়?
(ক) জাইগোট
(খ) জনন মাতৃকোষ
(গ) দেহ কোষ
(ঘ) জনন কোষ
সঠিক উত্তর: (ক) জাইগোট
৬। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?
(ক) প্রফেজ
(খ) মেটাফেজ
(গ) এনাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) এনাফেজ
৭। কোষচক্রের কোন পর্যায়ে DNA এর প্রতিলিপি সৃষ্টি হয়?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (ঘ) ইন্টারফেজ
৮। মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন
(ঘ) ডিপ্লোটিন
সঠিক উত্তর: (খ) জাইগোটিন
৯। কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে-
(ক) সেন্ট্রিওল
(খ) রাইবোজোম
(গ) লাইসোজোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক) সেন্ট্রিওল
১০। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J ও I এর আকার ধারণ করে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজ
১১। নিচের কোন পর্যায়ে ক্রসিং-ওভার শুরু হয়?
(ক) প্যাকাইটিনে
(খ) জাইগোটিনে
(গ) লেপ্টোটিনে
(ঘ) ডায়াকাইনেসিসে
সঠিক উত্তর: (ক) প্যাকাইটিনে
১২। ক্রসিং-ওভার এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
i. কায়াজমাটার সৃষ্টি হয়
ii. ক্রোমোটিড অংশের বিনিময় হয়
iii. জিনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
১৩। মাইটোসিস কোষ বিভাজনের এনাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি নিচের কোন ইংরেজ অক্ষের মত দেখায়?
(ক) V
(খ) J
(গ) L
(ঘ) I
সঠিক উত্তর: (ক) V
১৪। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে?
(ক) মেটাফেজ
(খ) এনাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (ঘ) ইন্টারফেজ
১৫। ক্রসিংওভার ঘটে-
(ক) লেপ্টোটিনে
(খ) জাইগোটিনে
(গ) প্যাকাইটিনে
(ঘ) ডিপ্লোটিনে
সঠিক উত্তর: (গ) প্যাকাইটিনে
১৬। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
(ক) প্রোফেজ
(খ) ইন্টারফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক) প্রোফেজ
১৭। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ) মেটাফেজ
১৮। কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?
(ক) মেটাকাইনেসিস
(খ) ইন্টারকাইনেসিস
(গ) ক্যারিওকাইনেসিস
(ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (গ) ক্যারিওকাইনেসিস
১৯। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে?
(ক) প্রোফেজ-১
(খ) মেটাফেজ-১
(গ) অ্যানাফেজ-১
(ঘ) টেলোফেজ-১
সঠিক উত্তর: (গ) অ্যানাফেজ-১
কোশ বিভাজন MCQ PDF ডাউনলোড করো