WB Primary Scam : ফাঁস হল মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট!

পোস্টটি শেয়ার করুন
Rate this post

WB Primary Scam : বর্তমানে পশ্চিমবঙ্গ জুরে প্রাথমিক টেটে নিয়োগ দুর্নিতি (West Bengal Primary Tet Scam) নিয়ে  চারিদিকে চর্চা চলছে। এরই মাঝে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করেছে ইডি! ফাঁস হল মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট!

বর্তমানে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন এবং তদন্ত চলছে।

এরই মাঝে মানিকের হোয়াটস অ্যাপ চ্যাট অনুসন্ধান করে এক নতুন তথ্য পেয়েছে ইডি কর্তৃপক্ষ- ‘লিস্টের কি হল? পাঠিয়ে দিয়েছি’।

তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, বাংলা জুরে প্রতিটি বিধায়ক পিছু প্রায় ২০ জন চাকরি প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছিল। সেই সকল বেআইনি নিয়োগ সংক্রান্ত বিষয়ে হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমেও কথা হয় বলে দাবি ইডি’র।

Join us on Telegram

কি ছিল সেই চ্যাট?

এক দিক থেকে বলতে শোনা যায়- “লিস্টের কী হল?” যার উত্তরে মানিক জানিয়েছিলেন – “পাঠিয়ে দিয়েছি।” আর এরপরই মানিক বলেছিলেন – “কাল ফিরে দেখা করতে চাই।”

অপরদিক থেকে উত্তর আসে- “দুপুর ২টোর পর ফোন করুন।”

ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে ক্রমশ আইনি জালে জড়াচ্ছেন ্তা বলাই বাহুল্য।

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!