[PDF] Bengali Current Affairs Updates || 8th to 14th December 2019

পোস্টটি শেয়ার করুন
Rate this post

Bengali Current Affairs

Bengali Current Affairs : স্টুডেন্টস কেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস (WBCS), পিএসসি মিসলেনিয়াস (PSC), পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি (UPSC), ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে (Railway) বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য। আজ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হল।

[ ্সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য এখানে ক্লিক করুণ]

১. ভারত কোন দেশের সহায়তায় স্বাস্থ্যসেবা উদ্ভাবন কেন্দ্র স্থাপন করবে?
উত্তর: সুইডেন

২. সম্প্রতি ভারতের কোন শহরে World Trade Center উদ্বোধন করা হয়েছে?
উত্তর- চন্ডীগড়।

Join us on Telegram

৩. কোন দেশ 2019 ন্যাটো সামিট আয়োজন করছে?
উত্তর: UK

CURRENT AFFAIRS FREE PDF DOWNLOAD

৪. মধ্য ভারতের প্রথম মেগা ফুড পার্কটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
উত্তর- মধ্যপ্রদেশ

৫. হলিউডের কোন অভিনেতা সম্প্রতি 2019 সালের পিটা পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন?
উত্তর: জোয়াকিন ফিনিক্স

৬. সশস্ত্র বাহিনী পতাকা দিবস পালন করা হয় কোন দিনে?
উত্তর- 7 ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস পালন করা হয়।

৭. কোন শহর ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডস -2019 আয়োজন করেছে?
উত্তর: নতুন দিল্লি

৮. INDRA কোন দেশের সঙ্গে ভারতের একটি যৌথ অনুশীলনী?
উত্তর- রাশিয়া

৯. কোন ব্যাংক তামিলনাড়ুকে জল সরবরাহ এবং নিকাশী অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে?
উত্তর- ADB – Asian Development Bank

১০. প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কোন রাজ্য জাতীয় পুরষ্কার জিতেছে?
উত্তর:উত্তর প্রদেশ

১১. কোন দেশের সংসদ সম্প্রতি উইঘুর বিল পাস করেছে?
উত্তর: USA

১২. জাতীয় পাবলিক প্রকিউরমেন্ট কনক্লেভের তৃতীয় সংস্করণটি কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: নতুন দিল্লি

১৩. ভারতের কোন শিক্ষাবোর্ড 2019-20 সেশন থেকে স্কুলগুলিতে AI (Artificial Inteligence) প্রবর্তন করছে?
উত্তর- CBSE

১৪. India-EU Summit 2020 কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর- বেলজিয়াম

১৫. মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য সম্প্রতি কোন সংস্থা মোবাইল সায়েন্স ল্যাব চালু করেছে?
উত্তর: Cipla Foundation

১৬. অপারেশন ক্লিন আর্ট ভারতে কোন প্রজাতির সুরক্ষার জন্য চালু করা হয়েছে?
উত্তর: Mongoose

১৭. সম্প্রতি রাজ্যসভায় প্রথমবারের মতো কোন ভাষা ব্যবহার করা হয়েছে?
উত্তর- সাঁওতালি ভাষাশ

১৮. 2019 সালে ক্রিস্টোফার মার্টিন-জেনকিনস স্পিরিট অফ ক্রিকেট পুরষ্কারটি কোন দেশ সম্প্রতি জিতেছে?
উত্তর:নিউজিল্যান্ড

১৯. বিশ্ব বন্যজীবন সংরক্ষণ দিবসটি কোন তারিখে বিশ্বজুড়ে পালিত হয়?
উত্তর- World Wildlife Conservation Day বা বিশ্ব বন্যজীবন সংরক্ষণ দিবসটি প্রতিবছর বিশ্বজুড়ে 4 ডিসেম্বরে পালিত হয়।

২০. কোন শহরের রেল স্টেশন খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি জন্য FSSAI দ্বারা সর্বপ্রথম ‘ইট রাইট স্টেশন’ হিসাবে স্বীকৃত পেয়েছে?
উত্তর: মুম্বাই

২১. কোন বন্দরগুলি ভারত এবং বাংলাদেশের মধ্যে “পোর্ট অফ কল” হিসাবে ঘোষণা করা হয়েছে?
উত্তর: মংলা এবং চ্যাটগ্রাম বন্দর

২২. কোন সংস্থা সম্প্রতি “My health Woman Suraksha policy” চালু করেছে?
উত্তর- HDFC ERGO

২৩. কোন শহরটির রেল স্টেশন FSSAI দ্বারা প্রথম ‘Eat Right Station’ হিসাবে স্বীকৃত হয়েছে?
উত্তর- মুম্বাইয়ের ‘মুম্বাই সেন্ট্রাল টার্মিনাস’ FSSAI (Food Safety and Standards Authority of India) দ্বারা ভারতের প্রথম ‘Eat Right Station’ -এর স্বীকৃতি পেয়েছে।.

২৪. ইউরো মনিটর ইন্টারন্যাশনাল অনুসারে, বিশ্বের শীর্ষ 100 গন্তব্যস্থলগুলির মধ্যে দিল্লির স্থান কত?
উত্তর:11।

২৫. কোন সংস্থা সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে Cyber Defence Centre চালু করেছে?
উত্তর- Wipro

২৬. ইসরো কোন ইনস্টিটিউটে নতুন স্পেস টেকনোলজি ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছে?
উত্তর: এনআইটি, তিরুচিরাপল্লী

২৭. সরাই স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
উত্তর: উত্তরাখন্ডে

২৮. Climate Change Performance Index 2019 সালে ভারতের র‌্যাঙ্ক কত?
উত্তর- 9 তম

২৯. আম্বেদকর শিক্ষার উপর কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল শিক্ষার্থীদের জন্য পুস্তিকা চালু করেছে?
উত্তর: দিল্লি

৩০. স্বরাষ্ট্র মন্ত্রকের Senior Security Advisor পদে কে নিযুক্ত হয়েছেন?
উত্তর- K Vijay Kumar

৩১. গ্লোবাল মাইগ্রেশন রিপোর্ট 2020 কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়?
উত্তর: International Organisation for Migration

৩২. ভারতের কোন রাজ্য ভারত-চীন, Hand-in-Hand 2019 যৌথ সামরিক মহড়ার পরিচালনা করছে?
উত্তর- মেঘালয়

৩৩. কোন ভারতীয়র Tweet টি ‘Golden Tweet -2019’ সম্মান জিতেছে?
উত্তর- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা সাধারণ নির্বাচন 2019-এ বিজেপির দুর্দান্ত বিজয় উদযাপনের টুইটগুলি ‘Golden Tweet -2019’ সম্মান অর্জন করেছে।

৩৪. শ্রী রামকৃষ্ণ পরমহংস গবেষণা অনুদান কে জিতেছে?
উত্তর: বিদিতা বৈদ্য

৩৫. ভারতের প্রথম পশু কিষাণ ক্রেডিট কার্ড সম্প্রতি কোন রাজ্যে চালু হয়েছিল?
উত্তর: হরিয়ানা

৩৬. কে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হলেন?
উত্তর- সান্না মেরিন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং ফিনল্যান্ডের তৃতীয় মহিলা সরকার প্রধান হিসাবে নির্বাচিত হলেন।

৩৭. পুরুষদের ওয়ানডে আন্তর্জাতিক তত্ত্বাবধানে প্রথম মহিলা ম্যাচ রেফারি কে হয়েছেন?
উত্তর: জিএস লক্ষ্মী

৩৮. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়?
উত্তর- প্রতিবছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়।

৩৯. মিস ইউনিভার্স 2019 খেতাব কে জিতল?
উত্তর: জোজিবিণী তুনজি

৪০. সিউ-কা-ফা অ্যাওয়ার্ড -2019 কাকে ভূষিত করা হয়েছে?
উত্তর: পদ্মেশ্বর গোগোই

৪১. মিস ইউনিভার্স 2019 জাতীয় পোশাক প্রতিযোগিতা কে জিতল?
উত্তর- ফিলিপাইন

৪২. UNDP Human Development Index (HDI) Rankings-2019 -এ ভারতের অবস্থান কত?
উত্তর- ১২৯ তম

৪৩. চতুর্থ ভারত ওয়াটার ইমপ্যাক্ট সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:নতুন দিল্লি

৪৪. সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, কোন ভারতীয় নদী বিশ্বের শীর্ষ দশটি পরিষ্কার নদীতে পরিণত হয়েছে?
উত্তর: গঙ্গা

৪৫. সাম্প্রতিক রিপোর্ট অনুসারে কোন থানা ভারতের সেরা থানা?
উত্তর: অ্যাবারডিন থানা

৪৬. সম্প্রতি কোন হিন্দী কবি গঙ্গাধর জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন?
উত্তর- বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তাকে এই পুরষ্কারের অধীনে Rs 50,000 , একটি শাল এবং শংসাপত্র দেওয়া হবে।

৪৭. মানব-বন্যজীবন সংঘাত এড়াতে কোন রাজ্য অরণ্যে অ্যান্টি-ডিপ্রেডেশন স্কোয়াড চালু করেছে?
উত্তর:আসাম
৪৮. ভারত থেকে উৎক্ষেপণ করা স্যাটেলাইট দুচিফাত 3 কোন দেশের ?
উত্তর:ইসরায়েল

৪৯. জাতীয় স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করা হয়েছে?
উত্তর: গিরিশচন্দ্র চতুর্বেদী

৫০. George Laurer 94 বছর বয়সে সম্প্রতি পরলোক গমণ করেছেন। ইনি কি আবিষ্কার করেছিলেন?
উত্তর- Bar code

৫১. বার্ষিক ‘এমইডি – ভূমধ্যসাগরীয় সংলাপ’ এর 5ম সংস্করণটি কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: রোম।

৫২. দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে ভারত কটি পদক জিতেছে?
উত্তর- ভারত 173 স্বর্ণ, 93 টি রৌপ্য এবং 44 টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট 312 টি পদক জিতেছে।

৫৩. ভারত South Asian Games 2019 -এ কোন ক্রীড়ায় সর্বাধিক স্বর্ণপদক জিতেছে?
উত্তর- ভারত সাঁতারে 27 টি স্বর্ণ, 19 টি রৌপ্য এবং 6 টি ব্রোঞ্জ পদক নিয়ে সর্বমোট 52 পদক জিতেছে।

৫৪. বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন বিমানটি সম্প্রতি কোন দেশ থেকে ছেড়েছিল?
উত্তর- কানাডা

৫৫. কোন স্থানটি বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া পর্যটন গন্তব্য হিসাবে নির্বাচিত হয়েছে?
উত্তর: আবু ধাবি

৫৬. কোন বলিউড অভিনেতা National Anti-Doping Agency (NADA) -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন?
উত্তর- সুনীল শেঠি

৫৭. যুক্তরাজ্য নির্বাচন 2019 -এ কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে?
উত্তর- Conservative Party। দলটি ব্রিটিশ হাউস অফ কমন্সের মোট 650 টি আসনের মধ্যে 364 টি আসন জিতেছে, এবং জেরেমি কর্বিনের Labour Party 203 টি আসন পেয়েছে।

৫৮. ডাব্লুডাব্লুই হল অফ ফেমে কে যুক্ত হবেন?
উত্তর: ডেভ বাউটিস্তা

৫৯. সম্প্রতি ফোর্বস প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকায় নির্মলা সীতারমনকে কোন অবস্থানে রাখা হয়েছে?
উত্তর- ৩৪ তম

৬০. ভারতী এয়ারটেল সম্প্রতি কোন শহরে ওয়াই-ফাই কলিং চালু করেছে?
উত্তর: নতুন দিল্লি

৬১. 21 দিনের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যদণ্ডের বিধান পাস করার জন্য কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে?
উত্তর- অন্ধ্র প্রদেশ

৬২. আন্তর্জাতিক পর্বতমালা দিবস কবে পালন করা হয়?
উত্তর- 11 ডিসেম্বর। International Mountains Day 2019 এর থিম হ’ল “Mountains matter for Youth”।

৬৩. সর্বশেষ SIPRI রিপোর্ট অনুসারে, বিশ্বের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থার নাম কী?
উত্তর: লকহিড মার্টিন (USA)a

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!