উচ্চমাধ্যমিক ভূগোল MCQ || অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ
সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ
উচ্চমাধ্যমিক ভূগোল MCQ : সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগতম। সকলের প্রস্তুতি খুব ভালো ভাবেই চলছে নিশ্চই। তোমাদের সুবিধার জন্য আমরা ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন গুলিকে আলোচনা করলাম। উচ্চমাধ্যমিক ভূগোল অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর বিভাগে আজকে আমরা “সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ” অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করবো।
1. স্টাক ক্ষয় পেয়ে আরো ছোট হলে তাকে বলা হয়- (a) জিও, (b) খিলান, (c) টম্বোলো, (d) সট্যাম্প।
উত্তর- সট্যাম্প
2. বিশাখাপত্তনম এর কাছে ডলফিন নোজ হল একটি- (a) ব্রো হোল, (b) সমুদ্র ভৃগু, (c) স্ট্যাক, (d) স্ট্যাম্প।
উত্তর- (b) সমুদ্র ভৃগু
3, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়ি স্থানীয় ভাষায় পরিচিত- (a) খ্রিয়ান, (b) ধায়া, (c) টেরিস, (d) বাখান নামে।
উত্তর- (c) টেরিস
[আরও পড়ুন- উচ্চমাধ্যমিক বাংলা প্রস্তুতি]
4. পরস্পর দুটি তরঙ্গ শীর্ষবিন্দুর মধ্যে সমান্তরাল দূরত্ব হল – (a) তরঙ্গ দৈর্ঘ্য, (b) তরঙ্গ শীর্ষ, (c) তরঙ্গ ঢাল, (d) তরঙ্গ উচ্চতা।
উত্তর- (a) তরঙ্গ দৈর্ঘ্য
5. সমুদ্র তরঙ্গের সঞ্চয়কাজের ফলে উপকূলের সমান্তরালে গড়ে ওঠা ভূমিরূপ হল
(a) টম্বোলো, (b) পুরোদেশীয় বাঁধ, (c) কাসপেট পুরোভূমি, (d) জিও।
উত্তর- (b) পুরোদেশীয় বাঁধ
6. হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায়, তা হল =
(a) রিয়া উপকূল, (b) ফিয়র্ড উপকূল, (c) ডালমেশিয়ান উপকূল, (d) যৌগিক উপকূল।
উত্তর- (b) ফিয়র্ড উপকূল
[আরও পড়ুন- উচ্চমাধ্যমিক ভূগোল প্রস্তুতি]
7. পুরাদেশীয় বাঁধ বা স্পিটের পেছনে সুষ্ট লবণাক্ত জলাভূমিকে জার্মান ভাষায় বলা হয় –
(a) ওয়াতেন বা ভাতেন, (b) ফেচ, (c) লেগুন, (d) কয়াল।
উত্তর- (a) ওয়াতেন বা ভাতেন
8. যে ভূমিরূপটি স্পিট গঠনের সঙ্গে যুক্ত নয়, তা হল – (a) টম্বালো, (b) প্রতিবন্ধক সৈকত, (c) কাসপেট পুরাভূমি, (d) লুপ বার।
উত্তর- (a) টম্বালো
9. পৃথিবীর বৃহত্তম লেগুন হল (a) চিলকা হ্রদ, (b) নিউ ক্যালিডোনিয়ান হ্রদ, (c) পুলিকট হ্রদ, (d) গারাবোগাজ হ্রদ।
উত্তর- নিউ ক্যালিডোনিয়ান হ্রদ
10. সমুদ্রতরঙ্গা সৃষ্টির মূল কারণ (a) বায়ুপ্রবাহ, (b) অগ্যুৎপাত, (c) ভূমিকম্প, (d) সুনামি।
উত্তর- (a) বায়ুপ্রবাহ